-
আপনি হয়তো ভাববেন লট বারিয়ে দিলে আপনি অনেক বেশি লাভ করবেন বা আপনার পুর্বের লস দ্রুত রিকোভার করতে পারবেন। তবে বিষয়টা এরকম না হয়ে উল্টোই হয়ে থাকে দেখা যায় বেশি লটে ট্রেড করে বেশি লাভ করতে গিয়ে বা অতি দ্রুত লস রিকোভার করতে গিয়ে আরো বেশি লসে পড়ে যাবেন যা একাউন্ট জিরোও করে দিতে পারে। তাই লট বারিয়ে বা কমিয়ে এরকম না করে সঠিক মানি ম্যানেজমেন্ট করে নির্দিষ্ট লটে ট্রেড করতে হবে।
-
যদি লস করেন তবে ঘাবরে গিয়ে বেশি লটে ট্রেড করার দরকার নেই। ধৈর্য্য ধরে মার্কেট পর্যবেক্ষন করুন মার্কেট আরো ভালো করে এনালাইসিস করুন তারপর একটি নির্দিষ্ট লটে ট্রেড করুন। কারন লট বারিয়ে দিলে আরো বেশি লস হবার সম্ভাবনা তৈরি হবে তাই একবারে একাউন্ট খালি না করে ধীরে ধীরে একাউন্ট গ্রো করাই বুদ্দিমানের কাজ হবে বলে আমি মনে করি।
-
মতিয়ার ভাই, আপনি ঠিকই বলেছেন যে আপনি যদি ধীরে ধীরে অর্থ পরিচালনার বাণিজ্য করতে পারেন এবং নিজের মূলধনের যতটুকু সাশ্রয় করতে পারবেন তা শিখতে পারেন, তবে আয় একদিন হবে the লটের আকার অনেক বেশি হওয়া উচিত, তবে এটি নির্ভর করে আপনার অ্যাকাউন্ট মূলধন। অর্থাত্ যদি আপনার মূলধন খুব বেশি হয় তবে আপনি অর্থ পরিচালন এবং বাণিজ্য দিয়ে প্রচুর আকার বাড়িয়ে নিতে পারেন
-
ট্রেড করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লট দিয়ে ট্রেড করেন, এক্ষেত্রে আপনি মার্কেটে লস এর সম্মুখীন হতে পারেন। তাই চ্যাট করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নির্দৃষ্ট লটে ট্রেড করা উচিত তাই অতিরিক্ত লটে ট্রেড করা উচিত নয়।
-
মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন । ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।
-
লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।
-
ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা। এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়। যারা স্ক্যাল্পিং করে তারা অনেক বেশি লট নিয়ে ট্রেড করে। তারা খুবই সামান্য পিপস ধরে এবং অনেক বেশি প্রফিট করে। আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান বা একাউন্ট জিরো করতে না চান তাহলে বেশি লটে ট্রেড করা যাবে না ।
-
ফরেক্স এ অনেকেই দু একটা ট্রেডে লস করার পর লট বাড়িয়ে ট্রেড করে অর্থাৎ অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে যেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে।আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান বা একাউন্ট জিরো করতে না চান তাহলে বেশি লটে ট্রেড করা যাবে না।
-
লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমি মনে করি লট বাড়িয়ে ট্রেড করা একদম ই উচিত না। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে, এখানে আপনাকে সেটাও দেখতে হবে। তাই এসব চিন্তা-ভাবনা ছাড়া যদি ভলিওম বাড়িয়ে ট্রেড করেন, মুহূত্বেই আপনার ব্যালেন্স কখন খালি হবে বুঝতেও পারবেন না।
-
লট বাড়িয়ে দিলে অবশ্যই অদক্ষ ট্রেডারদের খুব বিপদেই পড়তে হয় । আর যারা দক্ষ ট্রেডারতারা অবশ্যই যদি লট বাড়িয়ে দেয় তাহলেও কোন প্রকার সমস্যায় পড়তে হয় না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লট যত কমিয়ে দেওয়া যায় ।