ফরেক্সে আসলে প্রতিমাসে কতটাকা আয় করা যায় এটা নিদৃষ্ট করে বলা সম্ভব নয়। এটা আসলে নির্ভর করছে আপনার দক্ষতা, বাজারের অবস্থা ও মুলধনের ওপর। ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে দক্ষতার বিকল্প নেই। দক্ষতা না থাকলে আয়ের পরিবর্তে লস করবেন। অন্যদিকে আয়টা বাজারের অবস্থার ওপর নির্ভর করে। কারণ বাজার সবসময় সমান থাকে না। দেখা যায় বাজার কখনো ট্রেড করার উপযোগী থাকে আবার কখনো উপযোগী থাকে না। যখন বাজার ট্রেড করার উপযোগী থাকে কেবল তখনই ট্রেড করলে আপনি আয় করতে পারবেন। ফরেক্স থেকে কত টাকা আয় করতে পারবেন এটা মুলধনের উপরও নির্ভর করে। কারণ মুলধন যদি বেশি থাকে তাহলে আপনি বেশি লট নিয়ে ট্রেড করার সুযোগ পাবেন। ফলে ট্রেড লাভে গেলে আয়টাও বেশি করতে পারবেন। তবে কম মুলধন নিয়েও ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব যদি ট্রেডিং এর সকল নিয়ম মেনে ট্রেড করেন। সুতরাং বোঝায় যাচ্ছে ফরেক্স মার্কেটে আয়ের কোন নিদৃষ্ট সীমাবদ্ধতা নেই।