-
ভাই লোভ করলে কখনই এই ব্যবসাতে কিংবা যে কোন ব্যবসাতে আপনি নিজেকে টিকিযে রাখতে পারবেন না। কারন লোভ হল মানুষের উন্নতির পথে অন্তরায়। সুতরাং ফরেক্স মার্কেটে দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে আপনাকে সবকিছুর মোকাবিলা করতে হবে। তাই নিজের ইমোশোনকে কন্টোলে রেখে লোভের জায়গাটা ধৈর্য্য দিয়ে পূরণ করুন।
-
ফরেক্স মার্কেটে লোভ দুই শব্দের জিনিসটা আমাদের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস । কেননা আমরা লোভ করার মাধ্যমেই নিজেদের সম্ভাবনা ও প্রতিষ্টিত করার অসাধারণ সুযোগটা নষ্ট করে দিচ্ছি । ফরেক্সে যে লোভ না করে তার বিপরীতে ধৈর্য্যসহকারে নিজের অবস্থানকে দৃঢ় করতে পারে সে অনেকদুর এগিযে যেতে পারে । আর যে লোভ করবে সে আপত লাভবান হলেও দীর্ঘস্থায়ী ক্ষতি তাকে বহন করতেই হবে ।
-
আপনি সুন্দর কথা বলেছেন তাই আপনাকে ধন্যবাদ ফরেক্স মাকেটে বেশি লোভ মাণে লস করা | ফরেক্স মাকেটে লোভে পাপ পারে মুত্যু ফোড়েক্স থেকে আয় করতে হলে আপনার লোভ কে নিয়ন্ত্রন করতে হবে না হলে আপনি ফরেক্স মাকেট থেকে লাভ করতে পারবেন না তাই লোভে পাপ পারে মুত্যু|
-
আমরা সকলে অল্পে পরিশ্রমে বেশি পারিশ্রমিক পাবার চেষ্টা করি ঠিক তেমই ফরেক্স র্মাকেটে আপনি আপনার নিদৃিষ্ট লটের থেকে আতিরক্তি ট্র্রেড করলে লস হবার সম্ভাবনা থাকে আর এই আতিরিক্ত ট্রেড আপনার লোভ । এই লোভের কারনে আপনার একাউন্ট জিরাে হয়ে যেতে পার তাই কখন ও লোভ করা উচিত নয় ।
-
আসলে ফরেক্স এমন একটি বিজনেস যেখানে লোভ করলে পুজি হারানো ৯৯% নিশ্চিত। অতি লোভ আর আবেগ ফরেক্স মার্কেটে ঠিক না। এই মার্কেটে আপনাকে বেলেন্স অনুজায়ী প্রফিট করতে হবে। আপনি এখানে কম বেলেন্স দিয়ে আকাশ কুশুম চিন্তা করলেতো আর হবে না। তাই হিসাব অনুজায়ী আকাশ কুশুম চিন্তা বাদ দিয়ে স্বাভাবিক প্রফিট করে ফরেক্সে টিকে থাকুন।
-
আমরা সবাই জানি লোভে পাপ আর পাপে মৃত্যু। এটি একটি চিরন্তন সত্য কথা। ফরেক্স মার্কেটে লোভ একান্ত না করাই ভাল, এতে নিজের ভাল হবে। আপনি লোভ না করে ফরেক্স এ থান্ডা মাথায় ট্রেড করেন, দেখবেন আপনি লাভবান হবেন।
-
আমরা সবাই জানি যে, যে কোন কিছুতে লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা পাওয়া যায় না। তেমনি এই ফরেক্স মার্কেট এ লোভ করে আসলে তা থেকে সাফলতা পাওয়া যায় না। এমন কী ফরেক্স এ বেশী দিন টিকে থাকতে পারে না।
-
ভাই আপনি সুন্দর কথা বলেছেন লোভে পাপ পারে মুত্যু ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে খুব তারাতারি ফরেক্স মাকেটে লস করবে | আমি ফরেক্স মাকেট থেকে লোভ করে অনেক লস করছি তাই ফরেক্স থেকে এখন আর লোভ করি না তাই আমি বলতে পারি আপনার কথা লোভে পাপ পারে মুত্যু |
-
লোভ কখনই কারর জন্য ভাল কিছু এনে দিতে পারে না অতিরিক্ত লোভ মানুষকে হতাশা ছাড়া আর কিছুই দিতে পারে না।ফরেক্স ট্রেডিংয়ে যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে আমি বলব রিয়াল ট্রেডিংয়ে অল্প প্রফিট নিয়ে সব সময় সন্তুষ্ট থাকবেন কারন এখানে অতিরিক্ত প্রফিটের আশার যদি আপনি আপনার অ্যানালাইসিস,মানি ্যানেজমেন্ট ইত্যাদিকে উপেক্ষা করে ট্রেড করার চিন্তা করেন তবে তা আপনাকে চরম হতাশায় নিয়ে যেতে পারে এবং বড় ধরনের লসের মধ্য দিয়ে যেকোনো সময় আপনাকে মার্কেট থেকে ছিটকে পরতে হতে পারে।
-
আমাদের সবারই যানা আছে যে এটি একটি প্রবাদবাক্য যে লোভে পাপ আর পাপে মৃত্যু। আর এটি একটি চিরন্তন সত্য কথা। ঠিক তেমনই ফরেক্স মার্কেটে লোভ একান্ত না করাই ভাল। কেননা এতে নিজেরই ভাল হবে। আপনি যদি লোভ না করে ফরেক্স এ থান্ডা মাথায় ট্রেড করেন তাহলে দেখবেন আপনি লাভবান হবেন।আর তাই আমাদের সকলের উচিত লোভ ত্যাগ করে ট্রেড করা।