-
এটা হিসাব করতে হবে মারকেট মুভমেন্ট এর উপরে। আসলে ভালো এন্ট্রি নিতে পারলে এক সাপ্তাহ ট্রেড রাখা সম্ভব। আবার মারকেট ব্রেক ইবেন্ট করতে পারে তাই আগে আগে পজিশন ক্লোজ করা উত্তম কাজ। অনেক সময়ে কেন্ডেলের আচার পরিবর্তন হতে পারে সেই হিসাব অনুযায়ী ট্রেড ক্লোজ করে দিতে হবে। এই বাবে প্রতিনিয়ত বুজে শুনে পজিশন ক্লোজ করতে হয়।
-
ভাই আমার জানা মতে আপনি ফরেক্স মার্কেটে ওপেনকৃত ট্রেড যতদিন ইচ্ছা তত দিন রাখতে পারবেন এতে কোন সন্দেহ নেই। তবে আপনি যদি স্পট লস অথবা টেক প্রফিট ব্যবহার না করেন তাহলে আপনি ইচ্ছা অনুযায়ী আপনার ওপেনকৃত ট্রেড রাখতে পারবেন। তাই আপনার কোন ওপেনকৃত ট্রেড ওপেন করার পরই যদি লসে চলে যায় তাহলে মিনিমান ৫মিনিট ট্রেড ওপেন রাখতে হবে, তা না হলে আপনার এ্যাকা্উন্ট বন্ধ হয়ে যেতে পারে ব্রোকারের নিয়ম অনুযায়ী।
-
আপনি ইন্সটাফরেক্স ব্রোকারে যদি ট্রেড করেন তাহলে আপনাকে মিনিমাম একটি ৫মিনিট রাখতে হবে। এর নিচে যদি আপনি কোন ট্রেড ক্লোজ করে দেন তাহলে হয়তো সমস্যা করতে পারে। তবে অন্যান্য ব্রোকারে আমি দেখেছি এর চেয়ে অল্প সময়ের মধ্যেও ট্রেড ক্লোজ করলে সমস্যা হয় না। আপনার ট্রেডটি লসে বা লাভে যেভাবেই থাকুক না কেন৷ মুলত যতদিন পর্যন আপনার ক্যাপিটাল শেষ হবে না ততদিন পর্যন্তই আপনার ট্রেডটি টিকে থাকতে পারবে। তবে লস নিয়ে ঝুলে থাকটা আমার মনে হয় ঠিক হবে না ।
-
ফরেক্স এ আপনি কতক্ষন ট্রেড রাখতে চান তা আপনার উপর নির্ভর করে। কেননা, মার্কেট সব সময় এক থাকে না যে কোন সময়তে মুভমেন্ট করতে পারে। আপনার যখন লাভ হবে এবং মনে করেন যে আপনি এখন ক্লোজ করে দিবেন তাহলে আপনি দিয়ে দিবেন। কেননা, মার্কেট আবার আগের জায়গায় চলে গেলে আপনার লাভ শেষ হয়ে যাবে তখন আপনি প্রফিট করতে পারবেন না। ধন্যবাদ।
-
একটি ট্রেড ওপেন করার পর সেই ট্রেড ততখন পর্যন্ত টিকে থাকবে যতখন পর্যন্ত আপনার ব্যালেন্স শেষ হবে না ।কারন আপনি যদি স্টপলস বা টেক প্রফিট ছাড়া ট্রেড করেন সেক্ষেত্রে ট্রেড কখনোই অটোমেটিক ক্লোজ হবে না ইন্স্টাফরেক্সে । আমি মনে করি এক্ষেত্রে আমরা যদি মানি ম্যানেজমেন্ট ফলো করি তাহলে আমাদের জন্য খুব ভালো হয় ।
-
আপনি কেন আপনার লসের ট্রেড ২/৩ মাস ঝুলিয়ে রাখবেন ? এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের ওপর৷আপনার একাউন্টের ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমাণ। আপনি এই ব্যবসায় একটি সাফল্যে পরিণত হবেন। তিনি কঠোর পরিশ্রম করেন এবং সাফল্যের জন্য চ্যাট করেন। তিনি অবশ্যই সফল হন, তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এন আপনিও হওয়া উচিত।
-
একটি ট্রেড ওপেন করার পর সেটা আপনার ইচ্ছা অনুযায়ী সময় রাখতে পারবেন এটা দশ দিন পনের দিন বা এক মাসও রাখতে পারেন। তবে সে পরিমাণ ব্যাকআপের জন্য আপনার ব্যালেন্সে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে নতুবা ব্যালেন্স কিভাবে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। তাই দীর্ঘমেয়াদি ট্রেড ওপেন করার ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে ব্যালেন্স পর্যাপ্ত থাকতে হবে। একজন অপেক্ষা ট্রেডার সাধারণত দীর্ঘমেয়াদি ট্রেড করে থাকেন। অনেক সময় একটি ট্রেড এক মাস দুই মাস পর্যন্ত স্থায়ী হয়।
-
ফরেক্স আপনি লং টাইম এবং শর্ট টাইম যে কোন টাইমফ্রেমেই ট্রেড ধরতে পারবেন। এবং আপনি যদি stop-loss সিলেক্ট করে না রাখেন, তাহলে যতদিন খুশি বা যতদিন মার্কেট আপনার অনুকূলে না আসছে ততদিন আপনি ট্রেড রাখতে পারবেন। তবে সে ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ক্যাপিটাল এবং মার্জিন লেভেল এর দিকে খেয়াল রাখতে হবে।তাই আপনার উচিত হবে যে কোন ট্রেড ধরা পূর্বেই ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হওয়া এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ধরা।
-
আপনি যে কোন সময়ে আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনার ওপেনকৃত ট্রেডটি আপনার মার্জিন কলের উপর নির্ভর করবে। আপনার মার্জিন লেভেল যদি 10 শতাংশে নেমে আসে তাহলে অটোমেটিকালি আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। অন্যথায় আপনি আজীবন চাইলেও ট্রেড ওপেন রাখতে পারবেন। তবে আপনি যদি সোয়াইপ ফ্রী একাউন্ট না খুলেন তাহলে দীর্ঘদিন ট্রেড ওপেন রাখার জন্য ব্রোকারকে কমিশন দিতে হবে।
-
আপনি ব্রোকারের নিয়ম অনুযায়ী একটি ট্রেড ৫ মিনিট পর্যন্ত ওপেন রাখতে হবে। এরপর আপনি যে কোন সময়ে আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনার ওপেনকৃত ট্রেডটি আপনার মার্জিন কলের উপর নির্ভর করবে। তবে অন্যান্য ব্রোকারে আমি দেখেছি এর চেয়ে অল্প সময়ের মধ্যেও ট্রেড ক্লোজ করলে সমস্যা হয় না। তাছাড়াও আপনি ইচ্ছা করলে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।