ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা , আমি ফরেক্সে আছি খুব অল্প সময়ে বেশি আয় করার উদ্দেশ্যে ।
Printable View
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা , আমি ফরেক্সে আছি খুব অল্প সময়ে বেশি আয় করার উদ্দেশ্যে ।
একদম সহজ ভাষায় বলতে ভাই টাকা আয়ের জন্যই ফরেক্স আসা। আর টাকা যাতে ভালভাবে আয় করতে পারি তাই ফরেক্স করি। কিন্তু ফরেক্স এ টাকা আয় করা এত সহজ না আবার খুব বেশী কঠিন ও না। ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে আপনাকে ফরেক্স খুব ভালো করে শিখতে হবে। ফরেক্স সম্পকে ভালভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এর জন্যই আমি এখন শিখতেছি আর মাঝেমাঝে দুই একটা করে ট্রেড করতেছি।
ফরেক্স মার্কেটে কারেঞ্চি দুর্বল বা সবল হোক না কেন লাভ হতে পারে ।যদি ঠিক মত ট্রেড করতে পারি।
আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং টাকা ইনকাম করার জন্য ।
তাছারা এই ফরেক্স মার্কেট থেকে আয় করা যাই দেলী মিনিয়াম ১২ পিপিস।
আমরা কেও সিখার জন্য ফরেক্স করি না আমরা সবাই টাকার জন্য ফরেক্স করি । এটাই বাস্তব ।
ফরেক্স হল একটি ইন্টারনাস্নাল বি্জনেস।এখানে মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় এবং ট্রেড করে টাকা আয় করা যায় ।তাই ফরেক্স ট্রেড করা হয়।
আসলে আমাদের ট্রেড করার একটাই কারন তা হল কোন মুদ্রার শক্তিশালি বা দুর্বল অবস্থার সুযোগ নিয়ে সেখান থেকে প্রফিট গ্রহন করা। ধন্যবাদ।
আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।তাই আমরা ফরেক্স ট্রেডিং করি আর ফরেক্স ট্রেডিং না করলে আমি মনে করি আপনি ভালো অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন না।
ব্যবসায়ীরা ফরেক্স ট্রেডিংকে ফুল টাইম কাজ ও পার্ট টাইম কাজ এই দুই ভাবের পেশা হিসেবে নিয়ে থাকেন। এই ব্যবসা করার মূল উদ্দেশ্য হলো অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভ অর্জন করা এবং নিজের উপর নির্ভরশীল হওয়া।
কারণ এটা করতে কারোর কোন টাকা লাগে না শুধু একটু সময় দিয়ে কাজ করলে এটাই সফল হওয়া যায়। আর এটা ঘরে বসে করা যায় বলে আমার মনে হয় এটা সবার করা উচিত। আর তেমন বেশি সময় দেয়া লাগে না।