-
হ্যা , যদি কেউ ফরেক্স ব্যাবসা ভাল করে বুঝে ও যদি বড় ধরনের ডিপোজিট করে তাহলে সম্ভব তার পরিবার কে আশা করি চালাতে পারবে তবে আমার মতে শুধু ফরেক্স করে জীবন পরিচালনা করার সিদ্বান্ত না নিয়ে পাশা পাশি আর অন্য কিছু করা প্রয়োজন কারন আমরা ফরেক্স পার্ট হিসাবে করতে পারি ।
-
ফরেক্স থেকে টাকা উপার্জন করে বিভিন্ন চাহিদা মেটানো সম্মভ । আর ফরেক্স থেকে টাকা উপার্জন করে একটি পরিবার না অনেক গুলো পরিবার চালানো সম্মভ । তবে একটি কথা মাথাই রাকতে হবে যে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জ্ঞান না নিয়ে না শেখে ফরেক্স করলে তার লস অনিবার্য। তাই ফরেক্স ভাল ভাবে শেখে একটি পরিবারকে চালানো খুব কঠিন কিছু না ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং হল একটা নিয়মিত ব্যবসার মত একটা ব্যবসা তাই অন্য সকল ব্যবসার উপর যেমন একটা পরিবার নির্ভর করতে পারে তেমনে ফরেক্স ট্রেডিং হতে যা আয় হয় তার উপরেও একটা পরিবার নির্ভর করতে পারে কারন ফরেক্স ট্রেডিং হতে পর্খাপ্ত আয় করা সম্ভব। ধন্যবাদ।
-
আগেকার দিনে ফরেক্স ছিল কোটিপোতি দের ব্যবসা।কিন্তু বর্তমানে সামান্য পুজি নিয়ে ট্রেডিংয়ে সুযুগ তৈরি হওয়ায় অনেকে ফরেক্স করছে। অনেকে এটাকে পার্ট টাইম বিজনেস হিসেবে ভাবছে।অনেকেরই এখনও ফরেক্সে পূর্নাঙ্গ বিশ্বাস হয় না যে ফরেক্সকে পেশা হিসেবে নেয়া যায়।কিন্তু আমি মনে করি কেউ যদি ভালোভাবে ফরেক্স করতে পারে তবে সে তার আয় দিয়ে পরিবারের ভরনপোষন চালাতে পারে।ফরেক্সে সফল ট্রেডার হতে পারলে অর্থের অভাব হবে না।
-
ফরেক্স ব্যবসা হচেছ একটি অনলাইন ভিত্তিক ব্যবসা।ফরেক্স ব্যবসা করে একটি পরিবার চালানো সম্ভব।ফরেক্স ব্যবসা আপনার অবিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে আপনে যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে প্রতি নিয়ত ফরেক্স মার্কেট থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন।আমার মতে,ফরেক্স বিজনেস করে একটি পরিবার চালানো সম্বভ।
-
হ্যাঁ ফরেক্সের উপার্জন থেকে একটি পরিবার চালানো সম্ভব । তবে তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । জানতে হবে ফরেক্স সম্পর্কে ভাল করে । ধরয্য ধরতে হবে প্রচুর । সকল কলা কৌশল আয়ত্ত করতে হবে । ভাল আয়ের জন্য অনেক বেশি ইনভেস্ট করতে হবে । লস হওয়ার ব্যপারে সচেতন হতে হবে । কখনো লোভ করা যাবেনা । এই সকল কাজ করতে পারলে আসা করা যায় ফরেক্সের ইনকাম দিয়ে আপনার পরিবার চালাতে পারবেন ।
-
ফরেক্স থেকে উপার্জন করে সুধু পরিবার না , আপনি ছাইলে নিজের এবং আপনার পরিবারের সবার বিলাশবহুল জীবনের বাবস্থা করতে পারেন ।তবে মনে রাখবেন অভিগতা এবং ধৈর্য আপনাকে ফরেক্স এ টিকে থাকতে সাহায্য করবে । মনে রাখবেন আপনি যে মার্কেট এ আশ্ছেন সাই খানে লস করে ৯৫% লক এবং লাভ করে ৫% লক । তাই আপনি কন দলে জাবেন ।
-
পরিবার চালাতে অনেক টাকার দরকার হয় বলে আমরা অনেকেই মনে করি ফরেক্স করে পরিববারের খরচ চালানো যায় না।কিন্তু আপনি যদি ফরেক্স কে পেশা হিসেবে নেন এবং সেভাবে পরিশ্রম করে সর্বোচ্চ সময় দেন তবে ফরেক্স থেকে ভালো টাকা উপার্জন সম্ভব।এজন্য আপনাকে ফরেক্সের প্রতিটি খুটিনাটি শিখতে হবে।হতে হবে দক্ষ।তাহলে আমার মনে হয় ফরেক্স এর উপার্জন দিয়ে পারিবারিক খরচ চালানো সম্ভব হবে।
-
অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে কোন একটি পরিবার চালাতে খুব বেশি হলে ২৫০-৩০০ ডলার হলেই মোটামুটি চলে যায়। তার তাই ফোরেক্স থেকে মাসে এটা উপার্জন করা কোন ব্যাপারই না। আমার মনে হয় সাধারন কিছু জ্ঞান থাকলে আর মিনিমাম ৫০০ডলার ডিপোজিট থাকলে মাসে এটা উপার্জন করা সম্ভব।
-
ফরেক্স এমন একটি বিজনেস যা দারা একটি কেন অনেক গুলা পরিবার চালানো সম্ভব । তবে যদি আপনি সফল এবং বুদ্ধিমান ট্রেডার হতে পারেন ।। অন্য থাই ফরেক্স থেকে আপনি আপনার নিযের খরচ চালাতেই ব্যর্থ হবেন ।। তাই ফরেক্স এ নামতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স বুজতে হবে ফরেক্স জানতে হবে এবং মার্কেট এর মুভমেন্ট বুঝে ট্রেড করতে হবে ।।