-
আমি মনে করি ফরেক্স ব্যবসা কিছুটা বাংলাদেশের শেয়ার ব্যবসার মতো । কারন ফরেক্স এ ট্রেড করা যদি ভুল হয় তবে ব্যবসায়ে লস হয় আবার যদি শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট ডাউন হয়ে যায় তবে শেয়ার ব্যবসায়ে লস হয় । তবে অনেকাংশেই ফরেক্স থেকে শেয়ার মার্কেট কিছুটা আলাদা । কারন শেয়ারে লস হলে তাহতে লভ আর হয় না কিন্তু ফরেক্স এ লস হলেও একটা সময়ে তা লাভের দিকেই আসবে । ফরেক্স এ বুঝে শুনে , দক্ষতা ও পরিশ্রম করতে পারলে ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করা সম্ভব । আবার শেয়ার মার্কেটেও এই একই গুন গুলো থাকলে ভালো আয় করা যেতে পারে । তাই ফরেক্স ও শেয়ার মার্কেটে কিছুটা মিল আছে ।
-
না ফরেক্স বাংলাদেশের শেয়ার বাজারের মত নয় বাংলাদেশের শেয়ার বাজারে মূলত বিভিন্ন ধরনের পন্য ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে কিন্তু ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের শেয়ার বাজার কেবলমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ কিন্তু ফরেক্স মার্কেটের বিস্তৃতি সারা বিশ্ব ব্যাপি বিস্তৃত।
-
ফরেক্স বাংলাদেশের শেয়ার ব্যবসায়ের মতো নয়। কারন বাংলাদেশের শেয়ার ব্যবসায় করতে হলে কোনো না কোনো স্টক এক্সচেন্জে শশরিরে উপস্থিত হতে হবে। কিন্তু ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে ঘরে বসেও করা সম্ভব। শেয়ার ব্যবসায়ে শেয়ার ক্রয়- বিকক্রয় হয় আর ফরেক্স ব্যবসায় কারেন্সির ক্রয়-বিক্রয় হয়। সর্বোপরি বহুমুখী পার্থক্য থাকায় বলতে পারি ফরেক্স আর বাংলাদেশের শেয়ার ব্যবসায় আলাদা।
-
না, বাংলাদেশের স্টক মার্কেট আর ফরেক্স মার্কেট এক রকম নয়। এখানে আপনি একদিকে লাভ করতে পারেন কিন্তু ফরেক্স মার্কেট দ্বীমুখি। দুই দিকেই লাভ করা যায়। আমাদের শেয়ার বাজার ম্যনুপুলেট করতে গেলে বেশি কিছু লাগে না একটা গুজবই যথেষ্ট। কিন্তু ফরেক্স মার্কেট ম্যনুপুলেট করা সহজ কাজ নয়।
-
ফরেক্স বাংলাদেশের শেয়ার ব্যবসার মত না। কারন বাংলাদেশের শেয়ার এ একটা কোম্পানির স্বত্ত বিক্রি করা হয় কিন্তু এখানে একটা দেশের কারেন্সি এর সাথে অন্য দেশের কারেন্সি কেনাবেচা করা হয়। বাংলাদেশের শেয়ার ব্যবসা হল আপনি একটা শেয়ার কিনলেন এবং এটার দাম বাড়লে আপনি এটা বিক্রি করে প্রফিট পাবেন কিন্ত এখানে আপনি কারেন্সি পেয়ার সেল করার সময় এবং বাই করার সময়ও প্রফিট করতে পারেন। এটা সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা ট্রেড করতে পারেন কিন্ত শেয়ার ২৪ ঘন্টা খোলা থাকে না তাই বলা যায় এটা বাংলাদেশের শেয়ার ব্যবসা এর মত না।
-
ফরেক্সের সাথে শেয়ার ব্যবসার কিছু সিস্মিলারিটি আছে বটে, তবে শেয়ার ব্যবসার সাথে এর মূল পার্থক্য হলো এটা দ্বিমুখী আরশেয়ার মার্কেট একমুখী। অর্থাৎ শেয়ার মার্কেটে আপনি শুধু দাম বৃদ্ধিতেই লাভ করতে পারবেন, কিন্তু ফরেক্সে আপনি দাম বৃদ্ধি বা দাম হ্রাস্ব উভয় ক্ষেত্রেই লাভ করতে পারবেন। এটা মূলত মূদ্রা বাজার। বিশ্বের সবচেয়ে বড় শেয়ার মার্কেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়ে এটি ২০ গুন বড়।
-
ফরেক্স মার্কেটের সাথে অন্য কোন ব্যবসার তুলনা করা যাবেনা। বাংলাদেশের শেয়ার ব্যবসা হচ্ছে মাত্র বাংলাদেশকে নিয়ে। কিন্তু ফরেক্স মার্কেট হচ্ছে সারা পৃথিবি জুরে।শেয়ার ব্যবসা ইচ্ছে করলে কয়েকজন মিলে উটা নামা করাতে পারে কিন্তু ফরেক্স এ এটা কখনই সম্বব না।
-
ফরেক্স মার্কেট আর শেয়ার বাজার দুইটির মাঝে একটু মিল আছে আর বাকি টুক ভিন্ন,ফরেক্স মার্কেট এ যেমন বাই করে এবং সেল করে দুই ভাবে লাভ লস হয়,অপর দিকে শেয়ার বাজারে শুধু শেয়ার বাই করার পরে যদি দাম বাড়ে তাহ লে লাভ কম লে লস। দুইটি দুই রকম ভাবে চলে।
-
অবশ্যই ফরেক্স বাংলাদেশের শেয়ার বাজারের মত নয় কোন দিক থেকেই আমরা বাংলাদেশের শেয়ার বাজারের সাথে ফরেক্স এর তুলনা করতে পারব না কারণ আপনি হয়ত জেনে থাকবেন যে সাম্প্রতি বাংলাদেশের শেয়ার বাজার কেলেন্কারির কথা যা আমাদের দেশের শেয়ার বাজারের উপর দীর্ঘস্থায়ী একটা ক্ষত!! কিন্ত ফরেক্স মার্কেটে এধরনের কোন খবর আজ পর্যন্ত কি শুনেছেন?? ইনশাআল্লাহ , আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের খবর শুনবেনর না কেননা ফরেক্স মানুষের হস্তক্ষেপহীন
-
ফরেক্স বাংলাদেশের শেয়ার ব্যবসায়ের মতো না। তবে কিছুটা মিল রয়েছে। ফরেক্স সবচেয়ে জনপ্রিয় কারন শেয়ার ব্যবসা করে অনেকে শেষ হয়ে গেছেন। কিন্তু ফরেক্স শিখে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি ভালো আয় করতে পারবেন। শেয়ার এর ব্যবসা এর চেয়ে ফরেক্স অনেক ভালো।