ফরেক্স হল বিনিয়োগ এর বাজার। এখানে আপনি যদি ভালো বিনিয়োগ করতে পারেন ভালো লাভ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বাজার টা সম্পরকে ভালো জানা থাকতে হবে। যা জেনে শুনে বিনিয়োগ করবেন না। তাতে উল্টো লস খাবেন।
Printable View
ফরেক্স হল বিনিয়োগ এর বাজার। এখানে আপনি যদি ভালো বিনিয়োগ করতে পারেন ভালো লাভ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বাজার টা সম্পরকে ভালো জানা থাকতে হবে। যা জেনে শুনে বিনিয়োগ করবেন না। তাতে উল্টো লস খাবেন।
আমার বর্তমান মাসে ১০০ ডলার হলেই আমি খুসি। বেশি লাভ করতে গেলে আবার লস খেতে হবে। তাই বেশি লাভের আসা করি না। অনেকে বেশি লাভ করতে গিয়ে তারা তাদের সবটুকু মুলধন হারিয়েছেন। কিন্তু মুলধন যদি বেশি থাকে তাহলে একটু বেশি তো উপার্জন করতে ইচ্চে করবেই।
আমি মনে করি আমি জখন ফরেক্সে ভালভাবে ট্রেড করতে পারবো তখন প্রতি মাসে ২০০ ডলার করে ইনকাম করবো।কেনোনা অভিঙ্গ ট্রেডার না হতে পারলে কোন ভাবেয় য়ায় করা সম্ভব নয়।
প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে ভালভাবে বেচে থাকার,ভালভাবে আর্ন করার।সেই সুপ্ত বাসনা নিয়েই আমার ফরেক্স এর যাত্রা শুরু।কতটুকু উপার্জন করতে চায়,তা হইতু বলা কঠিন,কারন এটা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করে।তবে এতটুকু বলা যায়,যেন ভাল একটা আয় হওক ফরেক্স থেকে,যাতে সচ্ছল ভাবে চলা যায়।
মিনিমাম তো সবাই unlimited আয় করতে চায়| তবে বেশি আয় এর চিন্তা মাথায় না রাখা ভাল| তা না হলে পরে লসে পরে যেতে হয়| তাই আমি daily 20 $ আয় করার প্লান করি|
ফরেক্স থেকে উপার্জন করা ক্যাপিটাল এর উপর আর ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে। যে ট্রেডার যত বেশি দক্ষ তার সাফল্লের হার তত বেশি। আর তার ক্যাপিটাল যত বেশি হবে সে তত বেশি পরিমান আয় করতে পারে। তবে কন্টিনিউ ২০% প্লাস আয় করতে পারলে ভবিষ্যতে সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। সে জিবনে তার আয় দিয়ে নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।
হ্যাঁ অবশ্যই আমরা সবাই ফরেক্সে আসি ভালো একটা উপার্জনের জন্য।কারন অল্প বিনিয়োগে অধিক উপার্জনের জন্য ফরেক্সই হচ্ছে অন্যতম মাধ্যম।তাই আমার টার্গেট ফরেক্স থেকে প্রতিমাসে বিনিয়োগের ৩০-৪০% বের করা।এবং আমি মনে করি এটা অসম্ভব কিছুনা।যদিও এখনো পর্যন্ত ২০% বের করতে পারি।
ফরেক্স ট্রেড এর সাধারন আলোচনা চলছে ,কাজ করছি , পড়াশুনা চলছে ,আগে শিখি তারপর আমার দক্ষতা আমাকে বলে দেবে আমি কত আয় করব ।তবে মানুষের আশা থাকে যে আমি মাসে $100usd+আয় করব।
যারা ফরেক্স
থেকে আয় করে নিজের জীবন গরতে চান।আমি ও চাই
ফরেক্স বিজনেস করে নিজেকে গরতে আর
আমি মনে করি নিজেকে গরতে হলে আমাকে ফরেক্স
শিখতে হবে।তাই আগে ট্রেডিং করতে হবে।কারন ফরেক্স
থেকে জ্ঞ্যান অর্জন না করে আমি ফরেক্স ট্রেড
করলে অনেক ক্ষতি করতে পারি।তাই আমাদের ট্রেড
করে আয় করতে হলে শিক্ষা,জ্ঞ্যান কোশল,ও
অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
আর হাজারো ট্রেডারের মত আমিও ফরেক্সে এসেছি কিছু উপার্জন করতে।তবে আমি একজন স্টুডেন্ট এবং পড়ালেখার পাশাপাশি ফরেক্স করছি বলে ফরেক্সে কাজ করে বেশি উপার্জন করতে চাইনা।মোটামুটি পড়ালেখা করার মত খরচ হলেই আমি খুশি।তবে অদূর ভবিষ্যতে হয়ত আমার চাহিদা বেড়ে যেতে পারে।