-
ফরেক্স শেখার জন্য কোন কোর্স করতে হয়ে না। আপনি ইচ্ছা করলে ফরেক্স এর উপর অনেক পড়াশুনা করে তারপর শিখতে পারেন অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বাংলা ফোরাম পোস্টিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন। আর এখন বাংলাদেশের অনেক বড় বড় ট্রেডার রা রয়েছেন যারা ফরেক্স সম্পর্কে কোর্স করান ও ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখান আপনারা তাদের কাছে গিয়েও শিখতে পারেন।
-
ফরেক্স জানার জন্য কোন কোর্স করের দকের নাই এর জন্য নেট থাকে অনাক কিছুই জানে জাই জা আমাদের জন্য দরকের ।ট্রেড সিখতে হলে নিয়মিত ফরেক্স নিউজ পরলাই ছলবে ।তবে যদি কারও ট্রেড সম্পর্কে আরও বেশি বেশি জানার ইচ্ছা থাকে তবে কোর্স করতে পারেন কারন শিক্ষার কোন বিকল্প নেই।
-
আমার মনে হয় ফরেক্স শেখার জন্য কোন কোর্স না করে ফোরাম, টিউন এসব থেকে শেখাই আপনার জন্য ভালো হবে। কারন অনেক ক্ষেত্রে এসব কোর্স ফাকিজুকিই হয়। সামান্য কিছু শেখাবে যা আপনি নেট থেকেই শিখতে পারবেন মাঝখান থেকে আপনার টাকা নষ্ট হবে । আমার মতে এমন ঝুকি না নিয়ে নিজেই প্র্যাক্টিস করুন তাহলেই ভালো ভাবে শিখতে পারবেন।
-
আসল কথা হল যে এই ব্যাবসার জন্য একটু প্রশিক্ষন প্রয়োজন হয়। একে বারেই কিছু না জানলে না বুঝলে এই ধরনের ব্যাবসা করা যায় না। নিজে নিজে যদি আমরা জানান চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেইজানাটাই হবে আসল জানা। এবং ফরেক্স শিখতে হলে অনেক বেশি ডেমোট্রেড প্রাকটিস করতে হবে।আসল কথা হল জানান কোন শেষ নাই শেখারও কোন শেষ নাই।
-
ফরেক্স ট্রেডিং হল এমন একটা জাইগা যেখানে কম জানা বা অল্প জেনে কোন রকমে কাজ চালিয়ে নেবার মত কোন সুযোগ নেই তাই আপনি যদি ফরেক্স মার্কেটে আসতে চান বা ফরেক্স ট্রেডিংয়ে ভবিঃষতে পেশা গঠনের চিন্তা করেন তবে আপনাকে অবশ্যয় ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে আর আপনি এর জন্য প্রয়োজনে কোর্স করতে পারেন। ধন্যবাদ।
-
ফরেক্স সিখার জন্য কোন কোর্স করার দরকার আসে কিনা সেতা নিরভর করবে আপনার উপর । আমি মনে করি ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে ফরেক্স সিখতে হবে । আপনি চাইলে ফরেক্স এর কোর্সে করতে পারেন । আবার ফরেক্স নিজে নিজে করতে পারেন । ফরেক্স মার্কেট কাজ করতে হলে ফরেক্স সিখার কোন বিকল্প নাই । তাই আগে ফরেক্স পরে ট্রাড করা ।
-
হ্যা আপনি ফরেক্স এর জন্য কোর্স করতে পারেন এই ক্ষেতে আপনি অনেক জায়গায় কোর্স করানো হচ্ছে আপনি আপনার সময় ব্যায় না করে ফরেক্স এ কোর্স করে ফেলুন এবং আপনার কাছের যদি কেউ ফরেক্স সর্ম্পকে পারদর্শ হয়ে থাকে তাহলে আপনি তার কাছথেকেই ফরেক্স শিখি সাফল্যতা অর্জন করতে পারেন। তাই আপনি ফরেক্স কোর্স অবশ্যই করবেন যদি আপনার কেউ পরিচিত ফরেক্স ট্রেডার না থাকে।
-
ফরেক্স সম্পর্কে জানাশেখার জন্য আপনি কোর্স করতে পারেন। তা আপনার জন্য অভিজ্ঞতার ঝুলি ভারী হবে । কারন ট্রেড করার ধরন এক একজনের একএকরকম । সব অভিজ্ঞতাকে একত্রিত করে একসময় কোনটা ভুল আর কোনটা আপনার জন্য সঠিক তা আপনি সহজেই নিরুপন করতে পারবেন । একা বোকা সমান কথা । ভাল ট্রেডারদের কাছে গিয়ে আলোচনা, পরামর্শ এগুলো আপনাকে বাস্তব অভিজ্ঞতা দিবে, সাহস জোগাবে । একসময় দেখবেন আপনি সত্যিই একজন সার্থক ও ভাল মানের ট্রেডার হয়েছেন, যা আপনার এই কোর্স বা পরিশ্রমের বিনিময়েই সম্ভব হয়েছে । ধন্যবাদ ।
-
আমার মতে সুধু মাত্র করস করলেই হবে না, তার সাথে সাথে টেকনিকাল বিসয় গুলও জানতে হবে, না হলে যখন ত্রাদে করতে যাব তখন ঝুকি পুরন হএ যাবে, তাই আমি মনে করি কোর্স এর থেকেও ইম্পরট্যান্ট হল টেকনিকল জিনিস টা বেশি জানাত জরুরি। আপনি ব্যাপার টা ভেবে দেখতে পারেন।
-
ফরেক্স শিখতে হলে আগে দরকার হবে একটি কম্পিউটার ইন্টারনেট।আর নিজ এলাকায় যদি ইন্টারনেট থাকে তাহলে সহজে অনলাইনে ফরেক্স শিখতে পারেন । সঠিক ভাবে ফরেক্স করতে চাই তাহলে অবস্যই আমাদের ফরেক্স এর উপর কোর্স করা উচিৎ।