ফরেক্স নিউজ না থাকলে মার্কেট মুভমেন্ট অনেক কমে যায় মার্কেট মুভমেন্ট তখন থাকে না নিউজ একটি অনেক বড় ফরেক্স ট্রেড করার জন্য ভাল একটি জিনিষ তাই নিউজ না থাকলে ফরেক্স মার্কেট মুভ খুভ কম করে।
Printable View
ফরেক্স নিউজ না থাকলে মার্কেট মুভমেন্ট অনেক কমে যায় মার্কেট মুভমেন্ট তখন থাকে না নিউজ একটি অনেক বড় ফরেক্স ট্রেড করার জন্য ভাল একটি জিনিষ তাই নিউজ না থাকলে ফরেক্স মার্কেট মুভ খুভ কম করে।
মার্কেটে যখন কোন নিউজ অাসে মার্কেটে তখন বড় ধরনের প্রভাব পড়ে। আর যখন কোন নিউজ থাকেনা মার্কেট কিভাবে আপ ডাউন হয় তা এই সম্পর্কে আমার জানা নাই সিনিয়রদের কাছ থেকে সহায়তা চচ্ছি।
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ না থাকে তখন ফরেক্স মার্কেট নিচের দিকে নামতে শুরু করে মার্কেট খুব কম মুভ করে আর এসময় ট্রেড না করাই ভালো কারণ আপনি নিউজ এনালাইসিস করে ট্রেড করলে ভালো ফল পাবেন বলে আমার ধারনা
আমাদের প্রথমে জানা উচিত মার্কেট কি ? তারপর বুঝতে হবে ফরেক্স মার্কেট টা কি? ফরেক্স মার্কেট নিউজ প্রোকাশিত হওার পর মার্কেট খুব বেশি মুভমেন্ট করে, আর নিউজ প্রোকাশিত না হলে মার্কেট এর গতি ও রাশ পাই ।বায়ার ও সেলার এর মাঝে যে দুরুত্ব বা ব্যাবধান আছে এই দুরুত্ব টাই মার্কেট ক গতিশিল রাখে।
নিউজ প্রকাশত হওয়ার পর মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। আর নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও হ্রাস পায় এবং প্রায় নিউট্রাল একটা পর্যায় চলে যায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে। যখন কোন নিউজ থাকেনা তখন মার্কেট সাধারণত সাইডওয়েতে থাকে এবং একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরাফেরা করে। এই ধরনের মার্কেট স্কাল্পিং এর জন্য অধিক উপযোগী।
ফরেক্স মার্কেটে নিউজ ছাড়া মার্কেট মুভমেন্ট খুভ কম থাকে ফরেক্স মার্কেট মুদ্রা দেশের মুদ্রার দাম উঠা নামা করে আর যে মুদ্রার দাম যখন বেড়ে যায় তখন সেই কারেছি মুভ করে তার দিকে তাই ফরেক্স মার্কেট মুভ করে মুদ্রার দাম বারা কমার উপর নির্ভর করে।
যখন ফরেক্স মার্কেটে কোন নিউজ না থাকে তখন মার্কেটের মুভমেন্ট কমে যায় আর এসময় মার্কেট নিচের দিকে নামতে থাকে এবং খুব অল্প মুভ করে তায় এসময় ফরেক্স মার্কেটে ট্রেড করলে একটু দেখে শুনে ট্রেড করতে হয় কারণ এসময় ট্রেড করলে লসের সম্ভাবনা খুব কম থাকে
ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরণের এনালাইসিস করি।তার মধ্যে একটি হচ্ছে ইকুনোমিকেল ক্যালেন্ডার। আমরা সাধারণত ইকুনোমিকেল ক্যালেন্ডার দেখে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।যখন কোন নিউজ থাকেনা তখন আমরা ইনডিকেটর কে এনালাইসিস করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। তাছাড়া আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমেও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। যখন কোন নিউজ থাকে না তখন আমি ইনডিকেটর দেখে ট্রেড করি।
যখন নিউজ থাকে না । তখন মার্কেট ধিরে ধিরে চলে । আর নির্দিষ্ট রেঞ্ছে মার্কেট ঘুরা ফিরা করে। তাই ভাল করে মার্কেট সম্পরকে ভাল ধারনা থাকা উচিত।
আসলে ফরেক্স মার্কেটটা এমনি নিউজ রিলিজ হলে কয়েক মিনিটের জন্য মার্কেট অস্বাভাবিক উঠা নামা করে। এছাড়া মার্কেট সবসময় সাইড ওয়ে অবস্থায় থাকে।