-
ফরেক্স মার্কেট হল এমন একটি মার্কেট যাতে কারেন্সি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়। ফরেক্স মার্কেট সম্পূর্ণ অনলাইন ভিত্তিক মার্কেট। এটি সপ্তাহে টানা পাঁচ দিন খোলা থাকে। ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট। ফরেক্সকে আপনি আপনার জীবনের একমাত্র ব্যবসা হিসেবেও গ্রহণ করতে পারেন। কারণ এখানে আনলিমিটেড আয় করার ব্যবস্থা আছে।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট হল একটি International Exchange market।
কারন এই ফরেক্স মার্কেট থেকে ডলার, পাউন্ট,ইউরো ও গোল্ড সেল বা বাই হয়।
এই সেল বা বাই করে আয় করা যায়।
-
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার জায়গা। আপনি এখানে পৃথিবীর বিভিন্ন মূদ্রা ভার্চুয়াল ভাবেই ক্রয় কিংবা বিক্রয় করতে পারবেন। এই ক্রয় বিক্রয়ের ফলেই আপনি হয় প্রফিট করবেন নয়তো লস করবেন। সহজ কথায় হল ফরেক্স মার্কেট আন্তরজাতিক মুদ্রাবাজার যার মাধ্যমে আপনি ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার একটি সাইট । তাই এই সাইটে যে কেউ মুদ্রা কেনা বেচা করে ভাল কিছু করতে পারে । তাই আমাদের কে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে । কি ভাবে এই সাইটে উন্নতি করা যাই এবং ফরেক্স সম্পর্কে জানা যাই সে জন্য আমাদেরকে ফরেক্স এ বেশি বেশি ট্রেডিং করতে হবে । তাহলে ফরেক্স থেকে ভাল কিছু করা যাই ।
-
ফরেক্স হল পৃথিবীর সর্ববৃহৎ financial market. অন্য কোন financial মার্কেট এর সাথে তুলনা করতে গেলে ২০০৮ সালের ডাটা অনুযায়ী The New York Stock Exchange মার্কেট এর প্রতিদিন গড় লেনদেন ২২.৪ বিলিয়ন ডলার আর ফরেক্স মার্কেট এ গড় প্রতিদিন লেনদেন হয় ৫ ট্রিলিয়ন
-
ফরেক্স হল আন্ত্ররজাতিক মূদ্রাবাজার। এখানে পৃথিবীর বিভিন্ন মূদ্রার বিপরীতে অন্য কোনো মূদ্রা কেনা বেচা করা যায়। প্রতি মূহুর্তেই একটা মূদ্রার বিপরীতে অন্য মূদ্রার দাম ওঠানামা করে। ফরেক্সে বিভিন্ন ধরনের মূদ্রার জোড়া দেয়া থাকে এবং প্রতি মুহুর্তে তাদের মূল্যের ওঠানামা চার্টে দেখানো হয়। এই অবস্থায় একজন ট্রেডার মূদ্রা কেনাবেচা করে প্রফিট করতে পারেন।
-
ফরেক্স হচ্ছে উন্নত দেশের মুদ্রা ক্রয়-বিক্রয়ের মার্কেট। এখানে আপনি একটি দেশের কারেন্টি বিক্রী করে আরেকটি দেশের কারেন্টি ক্রয় করতে পারেন। আর এই ক্রয়-বিক্রয়ের মাধ্যমেই আপনি লাভ করবেন। তাই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে আপনাকে প্রচুর পড়তে হবে। যেহেতু এটি বিশ্বে সর্ববৃহৎ একটি মার্কেট তাই এ মার্কেট সম্পর্কে গভীর জ্ঞান অর্জন ছাড়া এখান থেকে লাভ করা সম্ভব নয়।
-
ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেন না।স্টপ লস হল একটি সিস্টেম, মার্কেটের অতিরিক্ত মুভমেন্ট থাকলে লসের আশঙ্কা হলে স্টপ লস ব্যবহার করে থাকা হয়।স্টপ লস ও টেক প্রফিট আমাদের বর ধরনের লস এর হাতে থেকে আমাদের কে রক্ষা করে থাকে ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক মার্কেট। এখানে বৈদেশিক মুদ্রা যেমন কেনা বেচা হয় তেমনি স্বর্ণ,রোপ্য,তেল, খনিজ অনেক কিছু বেচা কেনা হয়। এমনকি বিভিন্ন কোম্পানির শেয়ার ফেসবুকের মত বড় কোম্পনির শেয়ার ও বিক্রি হয়।
-
ফরেক্স মার্কেট এ মূলত মুদ্রা বেচা কেনা করা হয়। এছাড়া ফরেক্স মার্কেটে সোনা রুপা তেল আরও অনেক কিছুর বেচাকেনা হয় ।