-
ফরামে পোষ্টিং এর জন্য আপনাকে যে বোনাস দিবে তা মাস শেষে আপনার একাউন্টেট যোগ হয়ে যাবে । তাই আপনাকে মাস শেষ হওয়ার আগেই একাউন্ট যোগ করতে হবে । তা না হবে আপনার বোনাস শূন্য হয়ে যাবে । তবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেডিং একাউন্ট যোগ তরতে হবে এবং এই বোনাস স্বয়ংক্রিয় ভাবে ট্রেংডিং একাউন্টে যোগ হবে । ট্রেডিং একাউন্টে বোনাস যত দিন খুমি রাকা যায় এবং ইচ্ছা মত ট্রেড করা যায় ।
-
নির্দিষ্ট সময়ে তার ফোরামের প্রোফাইলে ট্রেডিং অ্যাকাউন্ট সংযুক্ত করতে ব্যর্থ হয় তাহলে, তার বোনাসের মেয়াদ পরবর্তী মাসে শেষ হয়ে যাবে অথ্যাৎ ফোরামের প্রোফাইলে আপনার অ্যাকাউন্ট যুক্ত করতে হবে মাস শেষ হবার পূর্বেই এবং সেটা পরবর্তী মাসের ১০ থেকে ১৫ তারিখের দিকে আপনার মূল অ্যাকাউন্ট এ চলে যাবে । আর এই বোনাস আপনি যত ইচ্ছে ততদিন পর্যন্ত আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এ ব্যবহার করতে পারবেন ।
-
ফোরাম থেকে পাওয়া বোনাস দিয়ে আপিনি যতদিন খুশি ট্রেড করতে পারবেন এতে কোন বাধা নাই । এক্ষেত্রে ফোরামের নিয়মগুলি যথাযথভাবে পালন করতে হবে
-
আপনার ফরেক্স ট্রেডিং একাউন্ট ফোরামের সাথে কানেক্ট করে দিতে পারেন। যাতে ফোরাম পোস্টিং এর মাধ্যমে আপনি যে বোনাস গুলা পাবেন তা আপনার একাউন্ট এ চলে যায়। আর যদি নির্দিষ্ট সময় এর মাঝে আপনি একাউন্ট যোগ করতে না পারেন তবে আপনার ফোরাম পোস্টিং মানি গুলা আর পাবেন না।পোস্ট করবেন তা পরর্বতী মাসের ১০ তারিখ এর ভিতর আপনার একাউন্ট এ ব্যালেন্স যোগ হয়ে যাবে,আর বোনাস আপনার ট্রেড একাউন্ট এ সব সময় থাকবে,আপনি যত টাইম ট্রেড করে লস না করবেন ততো টাইম বোনাস আপনার একাউন্ট এ থাকবে,তাই এই নিয়ে কোন চিন্তার কারন নেই।
-
বোনাসের ডলার আমরা অবশ্যই পাব কিন্তু এ্যাকাউন্ট টিকিয়ে রাখা হল বড় কথা । আমরা সব সময় রিয়েল ট্রেড করার সময় ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আমি অাশাকরি বোনাসের মাধ্যমে আমি আমার এ্যাকাউন্টের চাহিদা মেটাতে পারব । আর আপনারাও চেষ্টা করেন বোনাস ডলার যেন অামরা হারিয়ে না যায় ।বোনাসের ডলার আমরা অবশ্যই পাব কিন্তু এ্যাকাউন্ট টিকিয়ে রাখা হল বড় কথা । আমরা সব সময় রিয়েল ট্রেড করার সময় ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব যদি আপনার ফোরাম একাউন্টের সাথে ইনস্তা ফরেস্ক এর একাউন্ট এড করা না থাকে তবে এক মাস পর আপনার বোনাস অটেমেটিক্যলি 0 হবে।