-
আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন সেই ট্রেডিং সিস্টেম এ দেখেন কোন কোন পেয়ার এ আপনার ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে সেই সব পেয়ার এ ট্রেড করলে আপনি অনেক ভাল করতে পারবেন আর আপনি যদি এটা না জানেন কোন কোন পেয়ার এ ভাল কাজ করে তাহলে আপনি মেজর পেয়ার এ ট্রেড করতে পারেন কাজ মেজর পেয়ার প্রাই সব ট্রেডিং সিস্টেম এই ভাল কাজ করে
-
এমন কিছু পেয়ার রয়েছে সেই সকল পেয়ারে ট্রেড করলে দ্রুত প্রফিট করা সম্ভব। যেমন ইউরএসডি, জিবিপিএসডি ইত্যাদি। এই পেয়ারগুলো বিশ্বজুড়ে সকল ট্রেডারাই ট্রেড করে থাকেন। আর এই পেয়ার গুলোতে সব সময় ভোলাটাইল থাকার কারনে প্রফিট দ্রুত হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট এ কেউ যদি একটা পেয়ার নিয়ে কাজ করে তাহলে ও খুব ভালো প্রফিট করতে পারবে। কেননা একটা পেয়ারে ট্রেড করলে মাসে হাজার পিপ এর বেশি আয় করা যাবে। তাছাড়া প্রতিদিন গড়ে ৫০ পিপ এর বেশি প্রায় কারেনসি মুভ করে থাকে। তবে ইউরোএসডি পেয়ারে শুধু ট্রেড করলেও মাসে ভালো পরিমান পিপ গেইন করা যাবে।
-
যে কারেন্সি পেয়ারগুলো যত দ্রুত মুভ করে তার প্রফিট তত বেশি।আপনি যদি দ্রুত প্রফিট আনতে চাই তবে এই দ্রুত মুভ করা পেয়ারগুলো ফলো করতে হবে।jpy পেয়ারগুলো মারাত্মক ভাবে মুভ করে।নির্দিষ্ট কারেন্সি পেয়ারে সবসময় ট্রেড সিগন্যাল পাওয়া যায় না।মার্কেট অনেক সময় সমান্তরাল ভাবে চলতে থাকে।তখন ট্রেড ওপেন করা অনেক বেশি ঝুকিপূর্ণ।এজন্য আগে আমাদের অনেক বেশি দক্ষ হয়েই ট্রেড করা উচিত।
-
আমরা যদি ফরেক্সে জনপ্রিয় পেয়ার নির্বাচন করতে না পারি তাহলে ফরেক্সে যতই ট্রেড করি সহজে ফরেক্সে সফল হওয়ার সম্ভাবনা কম। তাই আমাদের সঠিক পেয়ার বা লাভজনক পেয়ার সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা খুব সহজে করে লাভবান হব। সবচাইতে লাভজনক পেয়ার গুলোর মধ্যে হলো ইউরো/ ইউএসডি, এই পেয়ারে শতকরা ৬৫ ভাগ ট্রেডার ট্রেড করে থাকেন। এটি হলো একটি নিরাপদ পেয়ার ও লাভজনক পেয়ার। এছাড়াও রয়েছে জিবিপি/ ইউএসডি, জে ওয়াই পি/ ইউএসডি, সিএডি/ ইউএসডি ইত্যাদি।
-
মার্কেট এ একেক সময় একেকটা পেয়ার বেশি মুভ করে আপনি যদি মুভিং এভারেজ দেখে ট্রেড করেন তাহলে আপনি কারেন্সি পেয়ারের ভালো সুবিধা নিতে পারেন সেজন্য আপনাকে লং টাইম ট্রেড না করে সর্ট টাইম ট্রেড করতে হবে অথবা আপনি স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন।
-
কোন কারেন্সি কখন আপডাউন করবে তা আগে থেকে বলা সম্ভব নয়, কারণ এটা আগে থেকে বুঝতে পারলে সবাই ফরেক্স করে কোটিপতি হয়ে যেতে পারতো। তবে প্রত্যেকটা কারেন্সি কম বেশি মুভ করে থাকে, আপনি যে কোন কারেন্সিতেই ট্রেড করার মাধ্যমে কম বেশি লাভ করতে পারবেন।আপনি যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে। আর ও অন্যান্য পেয়ার আছে যে গুলো ট্রেড করলে আপনি প্রফিট করতে পারেন।
-
ভালো দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার কোন পেয়ারে আটকে থাকে না। আমি প্রথম থেকেই usd-gbp, euro-gbp, euro-jpy, usd-cad, usd-chf সহ আরো কিছু পেয়ার আছে যেগুলোতে আমি ট্রেড করে সফলতা অর্জন করতে পেরেছি। তাছাড়া একেক ট্রেডারের একেকটা পেয়ার পছন্দ। তাই এনালাইসিস এ যে যতো বেশি দক্ষ সে ততো বেশি সফলতা অর্জন করতে পারবে।
-
কোন কারেন্সি কখন আপডাউন করবে তা আগে থেকে বলা সম্ভব নয়, কারণ এটা আগে থেকে বুঝতে পারলে সবাই ফরেক্স করে কোটিপতি হয়ে যেতে পারতো। তবে প্রত্যেকটা কারেন্সি কম বেশি মুভ করে থাকে, আপনি যে কোন কারেন্সিতেই ট্রেড করার মাধ্যমে কম বেশি লাভ করতে পারবেন। আর কম স্প্রেড হওয়ার কারণে ঐসব ট্রেডে আপনার লাভের পরিমাণও বেশি হবে এটাই স্বাভাবিক। মেজর পেয়ারগুলোর মধ্যে ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি, ইউএসডি-জেপিওয়াই, ইউএসডি-সিএইছএফ এই পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।
-
কোন কারেন্সি পেয়ার এ ট্রেড করে দ্রুত আয় করা যাবে এ সম্পর্কে জানতে আপনাদের সহযোগিতা কামনা করছি । আপনারা আপনাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা গুলো শেয়ার করবেন আশা করছি । তাতে আমার মত নতুন ট্রেডারদের জন্য অনেক সুবিধা হবে ।