না আমি কোন সিগন্যাল ফলো করিনা. তবে অভিজ্ঞদের এনালাইসিসি ফলো করার চেষ্টা করি এবং আমি সবসময় ট্রেড করি আমার নিজস্ব এনালাইসিস এর ভিত্তিতে. ফরেক্স ট্রেড সবসমই একটা চ্যালেজ্ঞিং সুতারাং আমরা যদি সবসময় সিগন্যাল ফলো করি তবে ভাল ট্রেডার হওয়া সম্ভব না
Printable View
না আমি কোন সিগন্যাল ফলো করিনা. তবে অভিজ্ঞদের এনালাইসিসি ফলো করার চেষ্টা করি এবং আমি সবসময় ট্রেড করি আমার নিজস্ব এনালাইসিস এর ভিত্তিতে. ফরেক্স ট্রেড সবসমই একটা চ্যালেজ্ঞিং সুতারাং আমরা যদি সবসময় সিগন্যাল ফলো করি তবে ভাল ট্রেডার হওয়া সম্ভব না
সিগনাল ব্যাবহার করে ফরেক্স করা যায়। সেক্ষেত্রে কখনো লাভ হয় আবার কখনো লস। তবে যারা ফরেক্স এ সফলতা লাভ করেছেন তাদের মতে ডেমোতে ভালভাবে অনুশীলন করে সেটার অভিজ্ঞতা কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।
আমার মনে হয় ট্রেড করার সময় কোন সিগনাল ব্যাবহার করা উচিৎ না। নিজে ঠিকমত এনালাইসিস করে ট্রেড করা উচিৎ। কারন আমি প্রথমে অনেক সিগনাল ব্যাবহার করতাম। তাতে আমার প্রফিট হয়েছে কিন্তুু যখন লস হয়েছে অনেক বেশি লস হয়েছে। এখন আমি ট্রেড করি নিজের মত করে। কারো কোন সিগনাল ব্যাবহার করি না। তাতে আমার মনে হয় এখন আমার লস কম হয়।
হুম আমি মাঝে মাঝে সিগনাল ব্যবহার করি কিন্তু সবসময় না। সিগনালে অনেক সময় লাভ হয় আবার অনেক সময় লসও হয়। তাই ফরেক্সএ সিগনাল ব্যবহার করা উচিত বলে আমি মনে করিনা।
নতুন ট্রেডার দের ক্ষেত্রে সিগনাল ব্যবহার করতে পারে। কারণ তারা মার্কেট সম্পর্কে বেশি জানে না বা অভিজ্ঞ না।
সিগ্নাল মাঝে মাঝে ফলো ক্রা যায়, সব সময় না। এতে লস হওয়ার সম্ভাবনা থাকে । সবচেয়ে ভাল ডেমো তে বেশি বেশি ত্রাদ করে অভিজ্ঞতা অর্জন করা তারপর সেটা কাজে লাগিয়ে রিএল মারকেত এ ত্রাদ করা। এতে লস / প্রফিত মিলিয়ে প্রফিত ই বেশী হয়। তাই সিগ্নাল ব্যাবহার না করে অভিজ্ঞতা দিয়ে ত্রাদ করা ভাল।
আমার মতে সিগন্যাল ব্যাবহার করাটা ঠিক না । আপনি যদি ফরেক্স মার্কেট এ ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনার সিগন্যাল আপনি নিজেই তৈরি করতে পারবেন । আপনি যদি ভালো আনালাইসিস করতে পারেন তাহলে আপনি নিজেই সঠিক ট্রেড করতে পারবেন । এই জন্য ভালো দক্ষতাই আপনাকে সফলতা এনে দিতে পারে ।
আমি একজন নতুন ট্রেডার আমার ফরেক্স এ প্রায় ১ বছর এসেছি তো প্রথম দিকে এটা সত্যি যে আমি সিগনাল দেখেও ট্রেড করতাম কিন্তু বর্ত মানে আমি নিজে স্ট্রাটেজি তৈরি করে তার উপর প্রাক্টিস করছি এবং বর্তমানে সিগনাল দেখা বন্ধ করে দিয়েছি কারন আমি আমার বেশ কয়েকটি একাউন্ট সিগ্যনাল দেখে হারিয়েছি ।তাই আমার সিগনালের উপর থেকে বিশ্বাস উঠে গেছে।
আমি যখন প্রথম ট্রেড করেছিলাম তখন সিগনাল ব্যাবহার করেছিলাম। আর আমার মনে হয় সিগনাল ব্যাবহার না করাই ভাল কারন সিগনাল দিয়ে ট্রেড করলে মাঝে মাঝে ট্রেড ভুল হয় এবং সিগনাল মাঝে মাঝে ভাল কাজ করে না। তাই আমার মতে *সিগনাল এর থেকে আপনার অভিজ্ঞতা দিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে সব চাইতে ভাল হবে এবং আপনি লাভবানও হতে পারেন।
সাফল্যের ৩টি শর্তঃ
- অন্যের থেকে বেশী জানুন!
- অন্যের থেকে বেশী কাজ করুন!
- অন্যের থেকে কম আশা করুন!
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কার সিগন্যাল ব্যবহার করি না কারন আমি নিজের অভিজ্ঞতা দিয়ে ট্রেড করি কারন কার সিগনাল নিয়ে ট্রেড করলে অনেক সময় তারা ভুল সিগনাল দেয় তখন লস করতে হয় তাই আমি জেটা বুঝি সেই ভাবে ট্রেড করি।