আমি এই সম্পর্কে কিছু জানি না ।আমি ফরেক্স মার্কেট এ ২ বছর দরে কিন্তু আমি ২ বছর দরে বাই বলে আচ্ছি কোন দিন শর্ট বলি নায়। আমি আপনার থেকে একটি নতুন নাম শিখতে পারলাম। ধন্নবাদ আপনাকে পোস্ট টা করার জন্য।
Printable View
আমি এই সম্পর্কে কিছু জানি না ।আমি ফরেক্স মার্কেট এ ২ বছর দরে কিন্তু আমি ২ বছর দরে বাই বলে আচ্ছি কোন দিন শর্ট বলি নায়। আমি আপনার থেকে একটি নতুন নাম শিখতে পারলাম। ধন্নবাদ আপনাকে পোস্ট টা করার জন্য।
ফরেক্সে সাধারণত আমরা দুই ধরনের ট্রেড করে থাকি একটি হলো লং টাইমে ট্রেড অপরটি হল শর্ট টাইম ট্রেড। এমন অনেকেই রয়েছে যারা শর্ট টাইমে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ আবার অনেকে লং টাইমে। তবে বাই মানেই লং টাইম সেট করতে হবে বিষয়টা এমন নয়। এটা অনেকটা নির্ভর করে ব্যালেন্স এর উপর। আপনার ব্যালেন্স যদি কম থাকে তাহলে লংটাইম ট্রেড করতে অনেক সময় রিক্স হয়ে যায়। তাই মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করে ট্রেড করতে হবে। কেননা বাই নিয়ে ট্রেড করলে মার্কেট আবার পুনরায় পুলব্যাক করতে পারে সে ক্ষেত্রে ব্যালেন্স ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে দুই ধরনের এন্ট্রি নিতে হয়। একটি হল শর্ট টাইম এন্ট্রি বা স্কাপিং। অন্যটি হলো এবং লংটাইম এন্ট্রি। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে স্মার্ট ট্রেডিং সিস্টেম হলো লংটাইম ট্রেডিং। সাধারণত অভিজ্ঞ ট্রেডাররা লং টাইমফ্রেমে ট্রেডিং করে থাকেন। অবশ্য লংটাইম ট্রেডিংয়ের জন্য অভিজ্ঞতার পাশাপাশি বড় মূলধনের দরকার রয়েছে। বড় মূলধন না থাকলে লংটাইম ট্রেডিং করা সম্ভব হয় না। আর শর্ট টাইম ট্রেডিং কোন স্মার্ট ট্রেডিং সিস্টেম নয়। আমাদের উচিত শর্ট টাইম ট্রেডিং সিস্টেম এড়িয়ে চলা। আমি সাধারণত চেষ্টা করি লংটাইম ট্রেডিং করার জন্য।
আমি এই সম্পর্কে কিছু জানি না ।আমি ফরেক্স মার্কেট এ ২ বছর দরে কিন্তু আমি ২ বছর দরে বাই বলে আচ্ছি কোন দিন শর্ট বলি নায়। আমি আপনার থেকে একটি নতুন নাম শিখতে পারলাম। ধন্নবাদ আমি আপনার থেকে একটি নতুন নাম শিখতে পারলাম পোস্ট টা করার জন্য।
বুঝি মার্কেট যখন ডাউন দিকে থেকে আপ এর দিকে যেতে পারে তখন আমরা সবাই বাই মুডে যাব আর যখন মার্কেট আপমুডে যাবে তখন সেল অর্ডার দিব। এটাই হচ্ছে বাই সেল এর সবচেয়ে সহজ ও সুন্দর পদ্ধতি। তাই আমি মনে করি আমরা যা কিছু করি না কেন ভালভাবে আগে মার্কেট বুঝার চেষ্টা করব এবং মার্কেট এনালাইসিস সঠিকভাবে করে দক্ষতা অর্জন করে ট্রেড করার জন্য প্রস্তুত হব।তবে আমি যতটুকু জানি বা বুঝি সেটা হলো Buy মানে ক্রয় করা। তবে আপনি যদি টাইমফ্রেম নিযে বলতেন তাহলে এটা ঠিক ছিল। কিন্তু আপনি আপনার প্রতিবেদনটাই উল্টা করে বলেছেন।
ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন পরিভাষা রয়েছে । কউ বাই কে বলে লং আবার সেল কে বলে শর্ট । মূলত যারা অভিজ্ঞ ট্রেডার তারা এ ধরনের শব্দ ব্যবহার করে থাকে । আসলে বিভিন্ন এনালাইসিস বোঝার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি নতুন বিষয় শেয়ার করার জন্য । আসলে ফরেক্স এমন একটি মার্কেটে যেখানে জানার কোন শেষ নেই । প্রতিদিনই মার্কেটে সম্পর্কে নতুন নতুন কিছু জানছি এবং জানার চেষ্টা ও করছি।
মনে হয় ফরেক্স এ যখন আপনি প্রবেশ করবেন তার আগে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট পর্যবেক্ষণ, গবেষণা, চিন্তাশীল, কৌশল এবং প্রচুর পরিমাণে পড়াশুনা করতে হবে। মানুষের কল্যাণের জন্য আল্লাহপাক মানুষের কাছ থেকে যেসব অঙ্গীকার নিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-তওহীদ ও এক আল্লাহর উপাসনা, পিতা-মাতার প্রতি সদাচরণ, দুঃস্থ লোক জন, আত্মীয়-স্বজন ও এতিমদের সাহায্য, মানুষের সাথে সদালাপ, নামাজ কায়েম,যাকাত দান,হত্যা ও রক্তপাত পরিহার এবং অন্যের ঘর-বাড়ি ও মাতৃভূমির ওপর আগ্রাসন চালানো থেকে বিরত থাকা।
আমার মতে বাই মানে লং। আসলে এখানে আপনি শর্ট কিভাবে বললেন সেট আমি বুঝতে পারছিনা। আর সেল মানে হচ্ছে শর্ট। তবে সঠিকভাবে আমাদের তথ্যগুলা জানা উচিত। কেননা এতে আমরা বড় ধরনের লস থেকে বাচতে পারি।
আপনি যদি মানি ম্যানেজম্যান্ট করে কাজে লাগাতে পারেন তাহলে আপনি এখানে বাই কিংবা সেল যেই ট্রেডি নেননা কেন, এখন সেটা সর্ট টাইম ফ্রেমে হোক আর লং টাইম ফেমেই হোক তাতে কোন সমস্যা নেই। কেননা এখানে প্রফিট করতে হলে একটা ভাল সিস্টেম, এরপর যেটা প্রয়োজন হবে। কারন কম ইকুইটি নিয়ে লং অর্ডার করলাম কিন্তু মার্কেট আমার বিপরিত গেলো তখন আমি কি করতে পারি আমাকে জানান।আবার দাম বাড়ার পর বেশি দামে বিক্রি করে প্রফিট করে নিতে হলেতো আমার ইনভেস্ট কম করলে হবে না বেশী থাকতে হবে।
আমরা বুঝি মার্কেট যখন ডাউন দিকে থেকে আপ এর দিকে যেতে পারে তখন আমরা সবাই বাই মুডে যাব আর যখন মার্কেট আপমুডে যাবে তখন সেল অর্ডার দিব। এটাই হচ্ছে বাই সেল এর সবচেয়ে সহজ ও সুন্দর পদ্ধতি। তাই আমি মনে করি আমরা যা কিছু করি না কেন ভালভাবে আগে মার্কেট বুঝার চেষ্টা করব এবং মার্কেট এনালাইসিস সঠিকভাবে করে দক্ষতা অর্জন করে ট্রেড করার জন্য প্রস্তুত হব।