আমার মতে ফরেক্স এ লস করার মাধ্যমে সফলতা পাওয়া যায় ,, কারন একজন ট্রেডার লস না করলে কখনোই সফলতা পাই না ,, ফরেক্স মার্কেটে সফল হতে হলে আগে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় ,, মার্কেট অ্যনালােইস করা শিখতে হয় ,, মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড ওপেন করতে হয় তাহলেই ফরেক্স ট্রেডিংয়ের শতভাগ সফলতা পাওয়া যায়।