-
আপনি একজন ভালো ট্রেডার হবেন । আর ফরেক্স মার্কট এ লাভ ও লস থাকবে ,এভারেজ যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনি সফল।তবে পেশা হিসেবে নেয়ার আগে আপনাকে ভা্বতে হবে, আপনি ফরেক্স কে পেশা হিসেবে নেয়ার মত উপযুক্ত হয়েছেন কিনা?এখানে প্রতিদিনের টার্নওভার ৫ ট্রিলিয়ন ডলার । তাহলে এই ব্যবসাকে পেশা হিসেবে নিতে সমস্যা কোথায় ।
-
আপনি ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে গ্রহন করতে চাইলে আমি মনে করি আগে আপনার ফরেক্স ট্রেডিং ভাল করে শিখতে হবে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে,নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসি হতে হবে কারন এছাড়া আপনি ফরেক্স ট্রেডিং করে ভাল প্রফিট কখনই লাভ করতে পারবেন না।
-
আপনি ফরেক্স কে আপনার পেশা হিসেবে নিতে পারেন । কিন্তু ফরেক্সেকে টাকা বানানোর মেশিন মনে করে কখনই ট্রেড করবেন না । আমরা যদি এই ধারনা নিয়ে ট্রেড করতে থাকি তাহলে আমাদেরকে ধরা খেতেই হবে । ফরেক্স এ আপনি ভালো লাভ করতে পারবেন এজন্য আপনাকে প্রায় দুই বছর ধৈর্য্য ধরে ছোট ছোট ট্রেড করে আগাতে হবে । তাড়াহুরো করে ফরেক্স এ সফল হওয়া যায় না । আস্তে আস্তে আগান এবং অল্প অল্প করে লাভ করতে থাকুন । একসময় ফরেক্স আপনার কাছে খুব স্বাধারন হয়ে যাবে এবং আপনার একাউন্ট ব্যালেন্স দিন দিন বাড়তেই থাকবে ।
-
আপনি যদি ফরেক্স কে পেশা হিসাবে নিতে চান তবে যা যা করতে হবে
ভাল করে আগে ফরেক্স বুজতে হবে
ডেমো ভাল করে শিখতে হবে
লোভ করা যাবে না
ইমোশনাল হউয়া যাবে না
ফরেক্স মার্কেট এর নিউজ সব সময় রাখতে হবে
না বুজে ও লোভে পরে ট্রেড করা যাবে না
অল্প লাভে সন্তস্ট থাকতে হবে
-
আমার মতে ,ফরেক্স বিজনেসকে পেশা হিসেবে নিতে হলে আগে আপনাকে ফরেক্স জানতে হবে। কারন আপনি যদি ফরেক্সব বুঝার পর আপনি পেশা হিসাবে নেন তাহলে আপনি যে কোন কাজের চেয়ে অনেক বেশি লাভ করত পারবেন । তাই যেক কেউ যদি ফরেক্স সর্ম্পকে সর্ম্পন জ্ঞান র্জন করে ফরেক্স কে বেছে নেয় তাহলে আমি মনে করবো তার সিদ্ধান্তটি সঠিক । তাই আমি নিজেও প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে চাই।
-
ফরেক্স মারকেটকে পেশা হিসাবে বেছে নেয়ার আগে দরকার ফরেক্স সম্পরকে জানা বা ফরেক্স শেখা ভাল করে ফরেক্স অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্সকে পেশা হিসাবে নেয়া উচিত হবে না তাই ফরেক্সকে পেসা হিসাবে নিতে গেলে ফরেক্স সম্পরকে জ্ঞান অর্জন করে তারপর ফরক্স মারকেটকে ফরেক্স পেশা হিসাবে নিতে হবে ।
-
হ্য নিতে পারেন, কেননা ফরেক্স বিশ্বের বিহত্তম অনলাইন বিজনেস। এই খানে প্রতিদিন সাড়ে তিনশ কোটি ট্রিলিয়ন ড্রলার লেনদেন হয়। আপনি যদি এই বিষয়ে অবিজ্ঞ হয়ে ফরেক্স এর আলো গায়ে মাখতে পারেন তবে বাস্তব জীবনে আপনার আর কিছু আগবে না। তবে হ্যা সর্বপ্রথম আপনাকে লোভ পরিহার করা শিখতে হবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বেবসা।অনেকে এ বেবসাকে তাদের পেশা হিসেবে নিয়েছে।আমি মনে করি ফরেক্স বিজনেস আপনি পেশা হিসেবে নিলে ভালো হবে।এজন্য আপনাকে ফরেক্স সম্পরকে ভাল করে জানতে হবে।কারন ফরেক্স না বুঝে করলে আপনি অনেক ক্ষতি করতে পারেন।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস নিজের পেশা হিসেবে নিতে হলে আগে ফরেক্স শিখতে হবে অভিজ্ঞ হতে হবে।তাই ডেমোতে ট্রেডিং করা উচিত হবে আমাদের।কারন ডেমো থেকেই আমরা শিখতে পারবো ট্রেড করতে হয় ।
-
পেশা হিসেবে অবশ্যই নিতে পারবেন তবে তার জন্য আপনাকে পেশাদারি মনোভাব সৃষ্টি করতে হবে । ফরেক্স ব্যবসায় এখন সারাবিশ্বব্যাপি একটা জনপ্রিয় ব্যবসায় । এটাকে পেশা হিসেবে নিয়েছে পৃথিবীর প্রায অসংখ্য ট্রেডার । তাই আপনিও চাইলে এটাকে পেশা হিসেবে নিতে পারেন । তার জন্য এটার প্রতি আন্তরিক হতে হবে এবং নিজের কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে । কোন কাজকে পেশা হিসেবে নিলে সে কাজের পেশাদারিত্ব মনোভাব বৃদ্ধি পায় ।
-
ফরেক্স মার্কেট কে আপনি যদি পেশা হিসাবে বেছে নিতে চান তবে আপনাকে ফরেক্স মার্কেট সেই ভাবে শিখতে হবে। কারন ফরেক্স মার্কেটকে যেন তেন ব্যবসা বলে যদি পেশা হিসাবে নেন তবে আপনার সিদ্ধান্তটা আমি মনে করি ভুল হবে। তাই ভাল করে শিখতে পারলে পেশা হিসাবে নেওয়া যেতে পারে।