আমি ফরেক্স অনেক দিন ধরেই করি কিন্তু এখন প্রযন্ত ভালকরে আয় করতে পারিনি। সমায় সুধু লস করেছি। কিন্তু আমি আশাবাদী আমি ফরেক্স থেকে একদিন অনেক অনেক টাকা আয় করব। তাই আমি হতাশা না হয়ে ফরেক্স নিয়েয় আছি।
Printable View
আমি ফরেক্স অনেক দিন ধরেই করি কিন্তু এখন প্রযন্ত ভালকরে আয় করতে পারিনি। সমায় সুধু লস করেছি। কিন্তু আমি আশাবাদী আমি ফরেক্স থেকে একদিন অনেক অনেক টাকা আয় করব। তাই আমি হতাশা না হয়ে ফরেক্স নিয়েয় আছি।
আমি ফরেক্স থেকে প্রতিদিন ২৫ ডলার করে ইনকাম করার টার্গেট করি এবং প্রতিদিন ২৫-৩০ ডলার আয় ক্রতে পারি ।তবে আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে ফরেক্স মার্কেটে আপনাকে একটি লক্ষ নিয়ে এগতে হবে তাহলে আপনি এখানে সফল হতে পারবেন।
আমি বেশি দিন হয়নি যে ফরেক্স মার্কেট থেকে আয় করছি আমি আজ থেকে ৬ থেকে ৭ মাস হছে যে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করতেছি এর আগে আমি ডেমো করতাম আমি ফরেক্স মার্কেটে এসেছি অনেক দিন কিন্তু আয় করছি বেশি দিন হয়নি।
এখন আমি যদি মাসে সব মিলিয়ে ১০০ ডলার মানে দিনে ৫ ডলার করে আয় করতে পারি তাহলেই আমি অনেক বেশী খুশী হব। তবে আমার চিন্তায় হল এই ৫ ডলার আয়ের জন্য আমাকে কমপক্ষে প্রতিদিন ৫০ পিপস লাভ করতে হবে। কারণ আমি ট্রেড ওপেন করি মাএ ১০ সেন্ট দিয়ে। যা আমার জন্য এখন ও একটু কষ্টসাধ্য।আমি বিগত ০২ মাস ধরে ফরেক্স থেকে পার্মানেন্ট ইনকাম করতেসি।
আমি গত ৪ বছর ধরে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি এবং প্রথম এর দিকে আমার অভিজ্ঞতার অভাবে অনেক লস হয়েছে কিন্তু পরে আমি তা রিকভারি করেছি।১ দিনে আমার সরবচ্চ লাভ ১৫৬ ডলার একটি ৫৪ ডলার এর অ্যাকাউন্ট থেকে।
ফরেক্স মার্কেটে আমি অনেক দিন আসছি কিচতু আমার ফরেক্স সম্পরকে জানতে অনেক দিন সময় লাগছে আমি ফরেক্স সম্পরকে ভাল করে জেনে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স থেকে ১ বছর হল লা করছি।
ভাই এখন যার ফরেক্স মার্কেটে লস করে পরবর্তীতে তারাই ফরেক্স মার্কেটে লাভ করবে।এর জন্য আমাদের ফরেক্স মার্কেটের সাথে ধৈর্যধরে ট্রেড করতে হবে।আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তাই আমি এখনো ফরেক্স হতে সেভাবে লাভ করতে পারিনাই।আমি ফরেক্স মার্কেটে হতে এক দিন যদি ভালো লাভ করিতো অপর দিন আবার সেই রকম লস করি।ফলে সপ্তাহ শেষে দেখা যায় আমার লাভ লস শূন্য থাকে।
আমি এই মার্কেট থেকে প্রফিট করতেই পারিনি। লস করেছি বেশ কিছু ডলার তাও ৫০০-৭০০ ডলারের কম হবে না। যাই হোক কেউ যদি নিয়মিত প্রফিট করতে পারে তবে খুবই ভাল। আমার জানা নেই কেউ কি নিয়মিত প্রফিট করতে পারে এই মার্কেট থেকে। তবে আমি আশায় আছি যদি আজ অথবা কাল হয়ত বা পারব।
আসলে এটা যেহেতু একটা ব্যবসা সেহেতু এখান থেকে প্রতিদিন আয় করা সম্ভব কিন্তু এর জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে নিজের জ্ঞান কে প্রসারিত করতে হবে আমি আসলে ফরেক্স মার্কেটে একদমই নতুন একজন ট্রেডার আমি এখান থেকে খুব বেশি আয় করতে এখনো সক্ষম হতে পারিনি
ফোরেক্স থেকে রেগুলার আয়করতে আমার একটু সময় লেগেছে বটে। আমি প্রায় ১/১.৫ বছর ধরে প্রায় ২০,০০+ ডলার উরিয়ে তারপর এখন আমি বলতে পারি যে আমি কোন সম্পাগে উইয্র দিউ না এমন হয় না। কিছু না কিছু তো আমাদের তাকেই। তাই আমার মতে এই মার্কেটে আসতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পদ্ধতিতে সাবধানে মার্কেট করতে হবে প্রতিদিন আফ করার জন্য।