লস কে প্রতিরোধ করে আমাদের কে এই মার্কেট হতে লাভ করে যেতে হবে ফরেক্স করলে আপনাকে মনে রাখতে হবে এই মার্কেট হল একটা রিস্কি মার্কেট এখানে আপনি বেশী ঝুঁকি নিবেন না এতে করে আপনার যে কোন সময় লস হতে পারে বলে আমি ধারনা করি ।
Printable View
লস কে প্রতিরোধ করে আমাদের কে এই মার্কেট হতে লাভ করে যেতে হবে ফরেক্স করলে আপনাকে মনে রাখতে হবে এই মার্কেট হল একটা রিস্কি মার্কেট এখানে আপনি বেশী ঝুঁকি নিবেন না এতে করে আপনার যে কোন সময় লস হতে পারে বলে আমি ধারনা করি ।
ট্রেড করতে আসলে লাভ লস যে কোন সময় হতে পারে এ জন্য আমাদের কে এর জন্য মন খারাপ করে বসে থাকতে হবে না । লসের পর লাভ আসবেই এই চিন্তা নিয়ে আমাদের কে ফরেক্স মার্কেট এ সামনের দিকে এগিয়ে চলতে হবে । ফরেক্স করে লাভ করতে হলে আমাদের অল্প হলেও পরিশ্রম করে যেতে হবে ।
লস করে ফরেক্স করা যায় না আমাদের কে লস থেকে মুক্ত হয়ে এই মার্কেট এ ট্রেড করতে হবে তাহলে আমরা এখানে থেকে লস এর পরিবর্তে লাভ করে ফেলতে পারব । ফরেক্স মার্কেট এ লাভ লস নিয়ে আমাদের কে ট্রেড করে যেতে হবে আমরা চাই এই মার্কেট হতে সব সময় লাভবান হয়ে যেতে ।
ফরেক্সকে আমরা যারা মনে করি এটা একটা ব্যবসা তারা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি ফরেক্স মার্কেটে লাভের সাথে লস অঙ্গঅঙ্গিভাবে জড়িত। অন্য প্রান্তের কেউ না কেউ লস করছে বলেই আমি লাভ করতে পারছি। এটা সবারই খেয়াল রাখতে হবে। তাই আমার বিশ্বাস আজ আমি লস করলেও কাল ঠিকই লাভ করতে পারবো।
আমিও তাই মনে করি যে আজকে যারা লস করছে আগামীতে তারাই লাত করবে । লস করলেই লাভ করা যায় । যারা প্রথমে লস করে তারাই পরে অনেক লাভ করতে পারে । সেজন্য আমাদের উচিত প্রথমে কিছু লস হলও কাজ চালিয়ে যাওয়া । আমরা যত বেশি কাজ করব ততো বেশি দক্ষতা হবে । যার দক্ষতা যত বেশি সে ততো বেশি কাজ করতে পারে ।
ব্যাবসা মানেই লাভ লোকসান আছে। ফরেক্স মার্কেট ও এর বাতিক্রম নয়। কিন্তু সঠিক ভাবে ট্রেড করলে লোকসান হওয়াটা কঠিন,লাভ করা সহজ। লস না করলে ট্রেড শেখা যাবেনা বলে আমি মনে করি। আর আজকে যারা লস করছেন তারা আগামীতে লাভ করবেন।
অধিকাংশ ট্রেডারই প্রথম প্রথম অনেক লস করে থাকে।কিন্তু তারা যদি তাদের লসের পেছনের ভুল টা বের করতে পারে এবং ভুল থেকে শিক্ষা নিতে পারে তবেই তারা সফল হতে পারবে।
লাভ লস নির্ভর করে আপনার ট্রেডিং এর উপর এবং আপনার বাজার সম্পর্কে জ্ঞানের মাধমে। তবে হ্যা আজকে যারা লস করেছেন তারা তাদের ভূল বুঝতে পেরে পরবর্তিতে লাভবান হবেন।
আজ যারা লস করসে তারাই আগামিতে লাভ করবে এতাই খুবই সত্য কথা। কারন যারা ভুল করার কারনে বা অনন্য কারনে লস করছেন তারা অই সকল ভুল আর করবে না । আর বুল না করলে টার আর লস যাবে না আর লাভের পরিমান বারতে থাকবে। তাই আজ যারা লস করছেন তারাই আগামিতে লাভ করবেন।
অধিকাংশ সময়ে দেখা যায় আমারা আমাদের ছোট ছোট অ্যাকাউন্ট গুলতে বড় লট এর অর্ডার দিয়ে থাকি আর যখন টানা ৩/৪ টি অর্ডার আমআদের ট্রেড এর বিরুদ্ধে যায় তখন যায় আমদের অ্যাকাউন্ট এর ৮০% ই নাই হয়ে গেছে, সুতরাং ট্রেড করার সময় প্রথেমে নিজের লোভ কে সামলাতে হবে আর দিতিয় হল মানি মেনেজমেন্ত এর নিয়েম অনুশরন করতে হবে।