-
লসের অনেকগুলো কারনের মধ্যে নির্দিষ্ট কোন স্ট্রাটেচি নাথাকা, আন্দাজে ট্রেড করা, মার্জিন লেভেল ফলো না করা, নিউজ টাইমে ট্রেজ করা, মার্কেট এর মুভমেন্ট না জানা, ক্যান্ডেল স্টিক সম্পর্কে কম ধারনা ইত্যাদিই প্রধান তবে এর সাথে আপনার নির্দিষ্ট লক্ষ না থাকাটাও একটি বিশেষ কারন বলে আমি মনে করি। আর পজিশন সম্পর্কে ধারনা না থাকলেও লস এর পরিমান বাড়তে পারে।
-
লস করেন না এমন ট্রেডারের সংখ্যা নেহাতই কম।প্রত্যেক ট্রেডিং তার ট্রেডিং জীবনের যেকোনো সময় বিভিন্ন কারনে লস করতে পারে।যেমন-
-প্রচুর ডেমো অনুশীলন না করেই রিয়েল ট্রেডে প্রবেশ করা
-যার কারনে ফরেক্স সম্পর্কে প্রাকটিকালী কম ধারনা তৈরি
-অতি দ্রুতই বড়লোক হওয়ার কথা চিন্তা করা
-অধিক ঝুকি নিয়ে অধিক লটে ট্রেড ওপেন করা
-এককথায় ট্রেডিং সম্পর্কে পুরোপুরি জ্ঞান না থাকা সত্বেও রিয়েল ট্রেডিং করতে আসা।
-
ফরেক্স মার্কেটে লস করার অনেকগুলো কারন থাকে তার মধ্যে অন্যতম কারন লোভ। এছাড়া স্টপ লস, টেক প্রফিট ব্যবহার না করা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলার কারনে লস হয়ে থাকে।
-
আসলে ফরেক্স এ তো লস থাকবেই । তবে লস করার প্রধান কারন না বুঝে ট্রেড করা অনেকেই আছে যারা ২/১ দিন ফরেক্স এ ট্রেড করেই মনে করে আমি লাভ করতে পারবো তখন ট্রেড করে লস খাই । আমি মনে করি অভিজ্ঞ না হয়ে ট্রেড করলেই লস খেতে হবে । আর লস তো ৮০ % লোক ই লস খাই । তাই লস খাওয়ার ব্যাপারে কিছু বলার নাই ।
-
হাঁ ফরেক্স মার্কেটে কম বেশি সবায় লস করে থাকে। তবে কম বেশি। তবে মনে রাক্তে হবে যে লভে পাপ আর পাপে মিত্তু। অধিক লাভের আশাই যারা ট্রেড করে থাকে তারাই লস করে থাকে। আমি নিজে থাকে প্রমাণ না বুজে এবং ওভার ট্রেড করার কারনে লস হয়ে থাকে। হয়ত আমার ফরেক্স সম্পর্কে কম ধারনা তাই আমি লস খেয়েছি।
-
মইনুদ্দিন আহ্মেদ
সব বেবসায় লাভ লক্সান দুটোই থাকবে এটাই নিয়ম তবে লাভ এর চেয়ে লয বেশি হলে বুঝতে হবে আমার কোথাও কিছুর অভাব আছে। ফরেক্স মারকেতে তেরেদ অন্ন সব তেরেদ থেকে এক্তু ভিন্ন। এখানে লস করার বেশ কিছু কারন থাকতে পারে, প্রথম কারন হল অভিগতার অভাব, ফরেক্স ভাল করে না জেনে তেরেদ শুরু করা, দিতিও বেশি লোভ করে বেশী লাভের আশায় বড় লট তেরেদ করা, কন কিছু এনালাইসিস না করে তেরেদ ওপেন করা, মানি মেনেজমেন্ত সম্পরকে ভাল করে না জানা। সঠিক নিয়ম অনুসরন না করা।
-
ফরেক্স মারকেটে লস করার নানান কারন থাকতে পারে । লস করার কারন তুলে ধরা হোল ট্রাডিং এ রিস্ক এর পরিমান বেশি নেয়া । ডেমো ট্রাড না করে রিয়াল ট্রাদিং শুরু করা ।ফরেক্স ভাল করে না সিখে ট্রাদ করা ।
ফরেক্স ট্রাডিং ইমতিওনাল হওয়া । ফরেক্স মার্কেটে উদ্দেশ্য হিন ট্রাড করা ।
-
আমি মনে করি ফরেক্সে লস করার কারণ হলো ট্রেড করার সময় লজিক এর চেয়ে ইমোশনকে প্রাধান্য দেওয়া। ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন না করেই ট্রেড করা।
-
ফরেক্সে লস করার কারণ হচ্ছে লোভ। আপনি যখন ফরেক্সে লোভ করবেন তখনই আপনি ফরেক্সে লস করবেনই। এছাড়া আপনি যদি ভাল ভাবে এনালাইসিস না করে উল্টা পাল্টা ট্রেড করেন, এছাড়া নিউজ টাইম অনুসরণ না করেন তাহলেই আপনি ফরেক্সে লস করবেন। তাই আপনি যতটুকু সম্ভব এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। ধন্যবাদ
-
আপনি যদি অনেকদিন ফরেক্স এ থেকেও লস করেন তাহলে আপনি বুঝবেন আপনি ফরেক্স এর নিয়োম অনুয়ায় ট্রেড করছেন না এই জন্যই আপনি লস করছেনা তাই আমি বলবো আপনি ফরেক্স এর ডেমো ট্রেড করেন তারপর আপনি ফরেক্স এ আবারো আপনার ডোমো ট্রেড গুনো অনুসরন করেন। এটি ফরেক্স করার একটি ভালো পথ বলে আপনি মনে করতে পারেন এই ভাবে আপনি ফরেক্স এ ডেমো ট্রেড করতে থাকেন ৬ মাস তরপর আপনি ফরেক্স এ ডেমো ট্রেডিং এ সাফ্যলতা অর্জন করলে তারপর আপনি ফরেক্স এ রিয়েল ট্রেড শুরু করেন।