ইন্ডিকেটর এর উপর ১০০% নির্ভন করা উচিৎ না। কারণ কখনো কখনো ইন্ডিকেটর বড় ধরনের ফল্ট করে।
Printable View
ইন্ডিকেটর এর উপর ১০০% নির্ভন করা উচিৎ না। কারণ কখনো কখনো ইন্ডিকেটর বড় ধরনের ফল্ট করে।
আতা মতেই উছিত নয় । আশলে ফরেক্স থেকে আয় করতে করতে অনেক লোক বিভিন্ন ইন্দিচাতর এর উপর অনেক বেশি নিরভরশিল হয়া পরেন । অনেকে মনে করেন যে ইন্দিচাতর মার্কেট এ অনুশরন করে বা কখনই মার্কেট এর বিপরিতে জেতে পারে না । মনে রাখবেন মার্কেট ছলে বিক্রেতা এবং ক্রেতা র সমন্নয়ে তাই এই খানে মার্কেট করতে হলে আপনাকে আগে চাহিদা বুজতে হবে তারপর মার্কেট করতে হবে ।
আমার মতে ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না। কারন ইন্ডিকেটর নির্দেশক ঠিক আছে কিন্তু এ ইন্ডিকেটর মাঝে মাঝে ভুল নির্দেশনা দিয়ে থাকে আর এতে ট্রেডারদের অনেক লসে পরতে হয় এবং অনেক ক্ষতির সম্মক্ষিন হতে হয়। তাই আমি মনে করি ইন্ডিকেটর নির্ভর না হয়ে নিজেন জ্ঞান ও নিজের বুদ্ধি দিয়ে ট্রেড করা তাহলে মনে হয়ে লস একটু কম হবে এবং আপনি বেশি লাভবান হবেন।
ফরেক্স একটি মার্কেট পেলেস । ফরেক্সকে ভিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে যে গুলো অনুুসরন করলে আমরা ট্রেড করে ভালো টাকা উপার্জন করতে পারবো। আবার কিছু নিয়ম আছে যে গুলো অনুসরন করলে সমস্যা সৃষ্টি করে থাকে তেমনি ভাবে ইন্ডিকেটর এর মাধ্যমে করলে মাঝে মধ্যে ভুল হয়ে থাকে । তাই আমরা চেষ্টা করবো যেন কোন ধরনের লস না হয় । তাছাড়া আমরা যখন ট্রেড করবো তখন অবশ্যেই নিজে বুঝে করতে হবে । তাই আমি বলবো ইন্ডিকেটর করলেও কম করার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য ভালো হবে।
ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এবং আপনার ডেসিশন মেকিং এ হেলপিং হেন্ড হিসেবে কাজ করবে। যে ইনডিকেটরই ব্যাবহার করবেন প্রথমে অবশ্যই তার বিহেবিয়ার বুঝে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে ইন্ডিকেটর এর সাকসেস রেইট বুঝে তারপর লাইভ মার্কেটে এপ্লাই করবেন। যেহেতু ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস বেস একটি ইন্সট্রুমেন্ট তাই ফান্ডামেন্টাল নিউজ এর কারনে ইন্ডিকেটর কখনো তার স্বাভাবিক নির্দেশনার ব্যাতিক্রম করতে পারে।
আমি ইন্ডেকেটর নিরভর হয়ে কাজ করিনা ।কারন এতে ঝুকির পরিমান বেশি। কিন্ত আমি কিছুটা ইন্ডেকেটর দেখে এনালাইসিস করি । তবে আমাদের উচিৎ ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করা ।
আমি সবসময় আমার মনকে বিশ্বাস করে থাকি। আমি মনে করি আগে নিজে এনালাইসিস করে নেওয়া ভাল। তারপর আর একটু নিশ্চিত হবার জন্য আপনি ইনডিকেটর দেখতে পারেন। কিন্তু আমি স্বভাবতই আগে নিজে এনালাইসিস করে থাকি। ধন্যবাদ
শুধু ইন্ডিকেটর এর উপর নিভ'র করে ট্রেড করাটা যুক্তি সংগত হবে না। কারন এই মাকে'টে টিকে থাকতে হলে ইন্ডিকেটর ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিশেষঙ্গ বিভিন্ন রকম এনালাইসিসকনে থাকেন মাকে'ট সম্বন্ধে। ঐ এনালাইসিস গুলি ভালমতো পরে বুঝে ট্রেড করতে হবে। তবে কেউ যদা শুধু ইন্ডিকেটর নিয়ে গবেষনা চালায় এবং বোঝেন তারাও এখান থেকে ভাল করতে পারবেন।
ফরেক্স মার্কেটে অনেক ইনডিকেটর আছে কিন্তু অনেকে ইন্দিকেটর ব্যবহার করে লাভ করে তবে সেটা সাময়িক ইনডিকেটর কখনও সটিক সিগন্যাল দেয় না মাঝে মাঝে ভুল করে আর তখন ট্রেডে লস করতে হয় ।তাই আমি বলব ইনডিকেটর এর উপর কখনও নির্ভর শীল হওয়া উচিথ না।
ফরেক্স ট্রেড করার জন্য ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা জায় কিন্তু ইন্ডিকেটর এর উপর কখনো নিরভর হওয়া উচিত না ফরেক্স ট্রেড করার জন্য অনেক ইনডিকেটর আছে তবে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার জন্য ধারনা নেয়া ভাল কিন্তু কখনো তার উপর নিরভর হওয়া যাবে না ।