ফরেক্স অনেক ভাল এবং সাফল্যমন্ডিত একটি সাইট, এ খানে সফল হতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে। এবং ট্রায়াল ভাবে ফরেক্স এ পোস্ট দিতে হবে এবং সময় অনুবর্তিতা হতে হবে। সময় এবং দায়িত্বতার সাথে , নিষ্ঠার সাথে পোস্ট করতে হবে।
Printable View
ফরেক্স অনেক ভাল এবং সাফল্যমন্ডিত একটি সাইট, এ খানে সফল হতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে। এবং ট্রায়াল ভাবে ফরেক্স এ পোস্ট দিতে হবে এবং সময় অনুবর্তিতা হতে হবে। সময় এবং দায়িত্বতার সাথে , নিষ্ঠার সাথে পোস্ট করতে হবে।
নতুনদের জন্য সবথেকে বড় যেটা মনে রাখা উচিত সেটা হল আপনাদের মার্কেটের ভলিউম এর দিকে লক্ষরাখা, নির্দিষ্ট পরিমান প্রফিট নেয়া মার্কেটের থেকে এস এল টিপি ব্যবহার করা, ডেমো ট্রেড অব্যাহত রাখা, কারো স্ট্রাটেজি বা সিগন্যাল ব্যবহার না করা। সবথেকে বড় যেটা লক্ষ রাখতে হবে সেটা হল লোভ না করা।
আমি নিজেই ফরেক্সে নতুন। তারপরও আমার থেকে নতুন অনেক ট্রেডারও রয়েছে।তাদের জন্য টিপস হিসেবে বলবো-
১.প্রচুর ধৈর্য্য প্রয়োজন
২.প্রচুর অধ্যাবসায় এবং পরিশ্রম প্রয়োজন
৩.ফরেক্স সম্পর্কে জানতে থাকুন যত পারেন
৪.ফরেক্স কে ভাগ্যের চাকা হিসেবে তুলনা করবেন না
৫.বরং চেষ্টা করবেন যেন অনেক শিখে ভালো ট্রেড করতে পারেন।
একজন নতুন ট্রেডারদের জন্য সভ সময় খেয়াল রাখতে হবে কিছু টিপস নিয়ে কাজ করার জন্য ভালো ট্রেদারদের পরামর্শ নিয়ে কাজ করা তবে আমার মতে একজন নতুন ট্রেডের ফরেক্স সম্পর্কে ভালো করে জানা ফরেক্সের নিয়ম কানন ভালো করে শিখা এবং পাশাপাশি দেম প্রাকটিস করা এ ভাবে এগোতে থাকলে একজন নতুন ট্রেডার ভালো ট্রেডারে পরিণত হতে পারবে।
ফরেক্স এ যারা একবারে নতুন তাদের করণীয় অনেক । প্রথমতো ফরেক্স কি জিনিস তা জানা এবং সে অনুসারে শিখে নেওয়া। যারা আগে থেকে জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া। ফরেক্স এ কাজ করতে হলো প্রচুর সময় *দিতে হবে তেমন না কিন্তু আমরা যেটুকু সময় ব্যয় করবো সে সময়ের মধ্যে কাজে লাগাবো। আমাদের অধ্যবসায় হতে হবে এবং শ্রম দিতে হবে তাহলে ভালো ভাবে ফরেক্স এ কাজ করা যাবে। তাই আমি বলবো প্রথমতো নিজেকে ফরেক্স এ ভালো লাগাতে হবে ।
ফরেক্স মার্কেটে আসলে জারা নতুন অবস্থায় আসে তাদের দরকার ফরেক্স মার্কেট সম্পরকে ভাল করে জানা দরকার তাই নতুন অবস্থায় ভাল জেনে তারপর ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করা ভাল তাই তাড়া ভাল অভিজ্ঞতা অর্জন না করে নতুন রা ফরেক্স ট্রেড না করা ভাল হবে।
ভাই এখান কার একটা বড় কথা হল কাজ করার আগে ভাল করে ডেমো করে তার পর কাজ করতে হবে ,এটাতে না যেনে কাজ করবে না।
ফরেক্স মার্কেটে নতুন দের জন্য টিপস এর কোন শেষ নেই কারণ ন০তুন অবস্থায় ট্রেডাররা ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জেনে উঠে পারে না এজন্য তারা ভুল ট্রেড করে তাদের বলব এর জন্য প্রচুর ধৈর্য্য প্রয়োজন,প্রচুর অধ্যাবসায় এবং পরিশ্রম প্রয়োজ্*ফরেক্স সম্পর্কে জানতে থাকুন যত পারেন,.ফরেক্স কে ভাগ্যের চাকা হিসেবে তুলনা করবেন ন্* এবং বেশি লোভ করবেন না এবং নিজের ইমসন কে কন্ট্রোল করুন
ফরেক্স মার্কেটে জারা নতুন তাদের জন্য বলবো ফরেক্স বেসিক সম্পরকে ভাল করে জানেন আগে তারপর অনেক দিন ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করেন ডেমো ভিবিন্ন টেকনিক্যাল কিছু ট্রেড করে দেখেন কেমন প্রফিট করতে পারেন সেগুল কাজে লাগাতে হবে।
প্রত্রেকটী বিষয় এ ভাল ফলাফল করতে হলে আপনাকে ভাল ছেস্টা করতে হবে।যদি আপনি তা না করেন তবে পারবেন নাহ।তাই নতুন যারা আছেন তাদের কে বলি ছেস্টা না করলে আপনি কনু কিছু এই করতে পারবেন না।তাই ছেস্টা করেন বেশি বেশি করে আর নিজেকে বড় করে তুলুন