মার্কেটের সেন্টিমেন্ট অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেন্টিমেন্ট বোঝা খুবই জরুরী । যদিও এটা বুঝতে বেশ সময় লাগে। কেননা আমরা এই ব্যাপারে কোন ভাল টিচারের সহযোগিতা থেকে বঞ্চিত। আমাদের দেশে ফরেক্সের উপর ভাল কোন প্রশিক্ষক নেই।
Printable View
মার্কেটের সেন্টিমেন্ট অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেন্টিমেন্ট বোঝা খুবই জরুরী । যদিও এটা বুঝতে বেশ সময় লাগে। কেননা আমরা এই ব্যাপারে কোন ভাল টিচারের সহযোগিতা থেকে বঞ্চিত। আমাদের দেশে ফরেক্সের উপর ভাল কোন প্রশিক্ষক নেই।
ফরেক্স ব্যবসা করার জন্য সেন্টিমেন্টাল এ্যানালাইসিস কখনোই করা যাবে না । আমরা কোনাভাবেই সেন্টিমেন্টাল এ্যানালাইসিস দ্বারা ট্রেড করব না তাহলেই আমাদের সমস্যায় পড়তে হবে । আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস ব্যবহার করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
নিজের ইছছামত মারকেট সেন্টিমেন্ট নানানো যাবে না । বুঝতে হবে টেকঙ্কিক্যাল এনালাইসেস ফান্ডামেন্টাল এনালাইসেস এবং চারট প্যাটারন এইগুলি দেখে আপনি মারকেট সেন্টি মেন্ট বুঝবেন নতুবা লস অনিবারয ।
মারকেটে প্রবেশ করে শুধুমাএ ক্যান্ডেল দেখেই বাই সেল বসা উচিত সময় নিয়ে মারকেট বুঝে অন্যান্য এনালাইসেস গুলি দেখে তারপঅর ট্রেডে যাওয়া উচিত । হঠাত করে না বুঝে কোন ট্রেড দেয় যাবেনা ।
আমরা জানি ফরেক্স মার্কেট তিন ধরনের এনালাইসিস আছে। এটি তিন ধরনের এনালাসিসই গুরুত্তপুরর্ন। আপনি যদি তিনটি এনালাসিস ভাল ভাবে আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি অব্যশই ফরেক্স এ লস কম করবেন। ফরেক্স ফান্ডামেন্টাল, টেকনিক্যল এবং সেন্টীমেটিক্যল এনালাসিস করে ট্রেড করা হয়।
ফরেক্স আমাদের জন্য আশীর্বাদ সরূপ , যারা তাদের নিয়মিত আয়ের সাথে একটা বাড়তি আয়ের খুঁজে অনেক দিন যাবৎ আছেন । ফরেক্স খুব ই লাভজনক একটি ব্যবসা কিন্তু পাশা পাশি এটা অনেক নিষ্ঠুর ও বটে । ফরেক্স এ আবেগ এর কোনো জায়গা নাই , আবেগের কারণে অনেক বিনিয়োগকারী তাদের সর্বশেষ হারিয়ে সর্বশান্ত হয়েছেন । তাই আমাদের ফরেক্স ট্রেড করার সময় সেন্টিমেন্টাল না হয়ে বাজারের আসল অবস্থা বুজে ট্রেড করা উচিত না হলে আমাদের অনেক লস হতে পারে ।
ফরেক্স এ তিন ধরনের এনালাসিস রয়েছে। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যল ও সেন্টিমেটিক্যল এনালসিস দুটী গুরুত্তপুর্ন। আপনি এখানে যদি এক্টী এনালসিস বাদ পরে তাহলে আপনি লসের সম্মুখিন হতে পারেন। সেন্টিমেটিক্যল এনালসিস আপনার ট্রেডিং এ এন্ট্রি নিতে সাহায্য করবে।
আমি মনে করি সেন্টিমেন্টাল এনালাইসিস ছাড়া ফরেক্স থেকে লাইফ টাইম ইনকাম করা সম্ভব নয়। প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।
সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে ট্রেডারদের মনোভাব এনালাইসিস করা । আসলে ট্রেড কোন দিকে যেতে পারে । মাকেট সম্পকে সব ট্রেডাররা কি ভাবছে ইত্যাদি বিষয় এনালাইসিস করে বের করাটাকে সেন্টিমেন্টাল এনালাইসিস বলা হয় । সেন্টিমেন্টাল এনালাইসিস এর গুরুত্ব অনেক বেশি ফরেক্স ট্রেডিং এ ।
সেন্টিমেন্টাল এ্যানালাইন্স হলো নিজের কল্পনা বা মনে মনে ভাবা। আপনি মনে করলেন যে মার্কেট এখন উপরে যাবে তাই বাই ট্রেড দিলেন এর সাথে বাস্তবে কোন মিল নেই আর ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল এনালাইন্স হলো দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা। তাই সেন্টিমেন্ট এনালাইন্সের উপর নির্ভর করে ট্রেড দিলে লসের সম্ভাবনা বেশি থাকে।