-
ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং নানা রকম সাইটে আপনি নানা রকম ইনফরমেশন পাবেন ফরেক্স সম্পর্কে জানতে পারবেন । তাছাড়া আপানার অভিজ্ঞতা অর্জন করতে গেলে আপনার নিজের স্ট্রাটেজি বানাতে হবে এবং সেই মোতাবেগ যদি আপানি আপানর ফরেক্স ট্রেডকে পরিচালনা করেন তো আপনি সফল হতে পারেন্
-
আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।যখন আমরা জাপানিজ ইয়েন কিনি (buy), আমরা মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি (sell) করে দেব, আশা করি আমরা লাভ করব।সাধারণে, একটি কারেন্সির সাথে অন্য কারেন্সির আদান প্রদান হার সেই দেশটির অর্থব্যবস্থার তুলনায় অন্য দেশের অর্থব্যবস্থার প্রতিফলন।
-
এত অভিজ্ঞতা কোথায় পাব? । আমাদের দেশে যদি একটা ফরেক্স নার্সারী স্কুল থাকত তবে খুব ভালো হতো। অনলাইন থেকে খুব ভালো কিছু বোঝা যায় না। তাই একমাত্র দেখে , শুনে , ঠেকে ও নেতিবাচক অভিজ্ঞতার ইতিবাচক প্রতিফলন ঘটিয়ে শিখা ছাড়া আর কোন উপায় নেই।
-
বৈদেশিক মূদ্রার মার্কেটে ট্রেড করে দ্রুত আয় করার মধ্যে ঝুঁকি আছে।আমরা যদি ফরেক্স মার্কেট হতে বেশি আয় করতে চায় তবে আমাদেরকে অনেক বেশি দক্ষ এবং পরিশ্রমি হতে হবে এবং এর সাথে সাথে আরো বেশি কৈাশলী হতে হতে।
-
ফরেক্স ট্রেডিং এর মূল কথা হল সঠিক ট্রেড শুরু করা। ফরেক্স মার্কেট হতে বেশি আয় করতে হলে অনেক বেশি দক্ষ এবং পরিশ্রমি হতে হবে। ফরেক্স থেকে উন্নতি করতে হলে প্রয়োজন দক্ষতা। বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে অনেক কৌশলী ট্রেডার হতে হবে। এখানে আয় করা কঠিন কিছু নয় চাই অভিজ্ঞতা আর পরিশ্রম।
-
ফরেক্স ট্রেডিং একটা কঠিন বিষয়, ফরেক্স থেকে ট্রেড করে টাকা ইনকাম করা একটা কঠিন কাজ কেননা ঠিক সময়ে ঠিক মত ট্রেড না করতে পারলে আপনি বার বার লসের সামনে পড়বেন ।
-
আপনাকে আগে ফরেক্স সম্মন্ধে ভালকরে বুঝতে হবে, অভিজ্ঞ হতে হবে। আপনাকে ফরেক্সে আসার আগে যথাযথ দক্ষতা নিয়ে আসতে হবে। ফরেক্সে দক্ষতা ছাড়া কিছুই করতে পারবেন না। ফরেক্স থেকে উন্নতি করতে হলে প্রয়োজন দক্ষতা। আপনি ফরেক্সে উন্নতি করতে চাইলে দক্ষতা পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করি কিন্তু আমাদের অনেকে জানেনা কিভাবে ফরেক্স ট্রেড করা হয়,কিভাবে প্রফিট করতে হয়,ফরেক্স কি,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ভাল ভাবে ফরেক্স শিক্ষা গ্রহন করে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে ফরেক্স মারকেট এর নিউজ দেখে ট্রেডিং করা।
-
ফরেক্স ব্যাবসা মুলত আন্তর্জাতিক অনলাইন ব্যাবসা এখানে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। এখানে লস করা অনেক সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন। তাই এই মার্কেটে আসার আগে আপনাকে এই মার্কেট সম্পর্কে কঠিন পড়া লেখা করে এই মার্কেটে আসতে হবে নাহলে মুলধন হারাবেন এইটা নিশ্চিত।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট হওয়ায় এখানে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডারদের আনাগুনা হয় । তাছাড়া বৈদেশিক মুদ্রার মার্কেট হওয়ায় ফরেক্স মার্কেটটি অত্যান্ত ঝুকিপূর্ণ । অভিজ্ঞতা না তাকলে এই মার্কেট থেকে লাভ করা খুবই কষ্ট সাধ্য বিষয় । মার্কেট থেকে আয় করতে হলে আমাদের অত্যান্ত দক্ষ এবং পরিশ্রমী হতে হবে ।