শরীয়ত অনুযায়ী ফরেক্স হালাল নাকি হারাম তা বলতে পারবো না। তবে যে সকল ব্যবসায়ে সুদ বিষয়টি যুক্ত থাকবে তা হারাম। ফরেক্সে সুদ মুক্ত ট্রেড করার ব্যবস্থা আছে। তাই চাইলেই সুদ না নিয়ে ট্রেড করতে পারে। সুদ মুক্ত ট্রেড করতে চাইলে একাউন্ট করার সময় সোয়াপ অপশনে নো ক্লিক করে নিতে হয়। এছাড়াও অন্যদের এ বিষয়ে জানা থাকলে জানাবেন।