ফরেক্স মারকেটে পিপস ও পিপেটিস সম্পকে ধারনা অবশ্যয় থাকতে হবে তা না হলে সে কোন কাজ করতে পারবে না যেমন কারেন্সি পেয়ায়রে দশমিকের পরের ৪র্থ সংখাটির পরিবতন কে পিপস বলে। আর কোন কোন ব্রোকারে দশমিকের ৫ সংখাটি বা শেষ কে বলা হয় পিপেপিস।
Printable View
ফরেক্স মারকেটে পিপস ও পিপেটিস সম্পকে ধারনা অবশ্যয় থাকতে হবে তা না হলে সে কোন কাজ করতে পারবে না যেমন কারেন্সি পেয়ায়রে দশমিকের পরের ৪র্থ সংখাটির পরিবতন কে পিপস বলে। আর কোন কোন ব্রোকারে দশমিকের ৫ সংখাটি বা শেষ কে বলা হয় পিপেপিস।
ফরেক্স মার্কেটে প্রতিটা কারেন্সির দাম একটা লেবেলে পয়েন্ট আকারে থাকে। যেমন eur/usd দাম মনে করেন এখন ১.১১২৩ তে আছে। এই সংখ্যাটাতে পয়েন্ট এর পরের চার নাম্বার ডিজিট অর্থাৎ ৩ কে বলা হয় পিপ আর এই পিপের পরিবর্তনের সাথে সাথেই আপনার লট সাইজ পরিবর্তন হয়,তবে সকল কারেন্সিতেই একই রুপে থাকে না।
পিপেটিস, কিছু ব্রোকার এ পয়েন্টের পর ৫ ডিজিট থাকে অর্থাৎ ১.১১২৩৫ এই রুপে থাকে এবং তখন পয়েন্টের পরের ৫ নাম্বার ডিজিটকেই পিপেটিস বলা হয় এবং এই ৫ নাম্বার ডিজিট পরিবর্তনের সাথে সাথেই আপনার লট সাইজ পরিবর্তন হয়।
পিপস এবং পিপেটিস ফরেক্স মার্কেটের খুবই গুরুত্বপুর্ন দুটি বিষয় । ফরেক্সের বেসিক গুলোর মধ্যে পরে । আপনি যদি ফরেক্স ট্রেড করতে চান তাহলে আপনাকে পিপস এবং পিপেটিস সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে । কোন কারেন্সি পেয়ারের মুল্যের দশমিকের পর ৪র্থ ঘরের মানকে পিপ বা বহুবচনে পিপস বলে । কোন কারেন্সি পেয়ারের মুল্যের দশমিকের পর ৫ম ঘরের মানকে পি্পেটি বা বহুবচনে পিপেটিস বলে ।
রেক্স মার্কেটে মূলত বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে আর আপনারা নিশ্চই অবগত আছেন যে প্রতিটি কারেন্সির মান বা প্রাইজ মূলত একটি পূর্ন সংখ্রার পর দশমিকের পর চরটি সংখ্যা বিশিষ্ট হয়ে থাকে, যেমন কারেন্সি পেয়ায়রে দশমিকের পরের ৪র্থ সংখাটির পরিবতন কে পিপস বলে। আর কোন কোন ব্রোকারে দশমিকের ৫ সংখাটি বা শেষ কে বলা হয় পিপেপিস।
ফরেক্স ব্যবসায় কারেন্সির ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়। কারেন্সির মূল্য পরিবর্তনের উপর ট্রেডাররা লাভ কিংবা লস করে থাকেন। কোন কারেন্সি পেয়ারের মূল্যের দশমিকের চতুর্থ সংখ্যার পরিবর্তনকে পিপস এবং কারেন্সি পেয়ারের পঞ্চম সংখ্যার পরিবর্তনকে পিপেটিস বলে। ফরেক্সে মূলত পিপস এবং পিপেটিসের মান উঠা নামা করে। এর আগের সংখ্যা সমূহ উঠা নামা স্বাভাবিকত হয় না!
ফরেক্স মার্কেট মুভমেনট নিয়ন্ত্রণ করে পিপ্স ওঠা নামার ওপর ভিত্তি করে। আমার জানা মতে, ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে pip বা পিপ বলে। আর কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে সেই গুলুকে পিপেটিস বলে।
পিপস এবং পিপেটিস কী ?
(পিপস):
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে পিপ বলে। পিপস হচ্ছে পিপ এর বহুবচন, যেমনঃ Market has changed 200 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ২০০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে পিপস ই বহুল প্রচলিত।
EUR/USDবের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৭৫ - ১.৪৩৬৯ = ০.০০০৬
অর্থাৎ, মার্কেট ৬ পিপস পরিবর্তিত হয়েছে
(পিপেটিস):
কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৫২ এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৫২ থেকে ১.৪২৬৫৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৫ পিপেটিস বেড়েছে অথবা ১০৫ পিপেটিস পরিবর্তন হয়েছে।
ফরেক্স েট্রড করতে গেলে এই বিষয় গুলো জানা খুব গুরুত্বপূর্ণ
আমি নতুন তবে যা জেনেছি তা আপনাদের জানালাম।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
পিপস-পিপেটিস হলো ফরেক্স মার্কেটে গণনা করার একক। এর মাধ্যমে ফরেক্সে প্রতি একক এর পরিবর্তন কী বোঝায়। খুব সহজ ও সাবলীল ভাষায় যদি আমরা বলি তাহলে পিপস হলো দশমিকের পর চতুর্থতম সংখ্যার পরিবর্তন কে বলে। যেমন ইউরো ইউ এসডি পেয়ারে ১.১৮৫০ থেকে ১.১৮৫৫ হলো তাহলে এখানে ৫ পিপস পরিবর্তন হলো।
অপরপক্ষে পিপেটিস হলো দশমিকের পরে পঞ্চম তম সংখ্যার পরিবর্তনকে বোঝায়। যেমন জিবিপি ইউ এসডি পেয়ারে ১.৩০৪১০ থেকে ১.৩০৪১৮ হলো তাহলে এখানে ৮ পিপস পরিবর্তন হলো। তাহলে আমরা খুব সহজেই পিপস পিপেটিস সম্পর্কে জানতে পারলাম।
এক কথায় দশমিকের পর চার ডিজিটের লাস্ট দুই ডিজিট হচ্ছে পিপস।আর পাঁচ ডিজিটের লাস্টের সংখ্যাটিকে পিপেটিস বলে।পিপস এবং পিপেটিসের মধ্যে পার্থক্য আছে।যেমন পিপস এর ভ্যালু অনুযায়ী পরিবর্তীত হয় আর পিপেটিস পরিবর্তন হতে ১০০ পিপেটিসের প্রয়োজন হয়।তারপর তা পিপসে পরিনত হয়।
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের
দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন
বা মুভমেন্টকে pip বা পিপ বলে। pips অথবা পিপস
হচ্ছে pip এর বহুবচন । কিছু কিছু ব্রোকারে প্রাইস
দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই
পঞ্চম ডিজিট তাই হল পিপেটি।