-
আপনি ফরেক্সের যে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অ্যাফিলিয়েট কোড বলে একটি অপশন দেওয়া হয় আর আপনি যেহেতু ফোরামের বোনাস নিয়ে ট্রেড করবেন সেহেতু আপনাকে অ্যাফিলিয়েট কোর্ডের ঐ জায়গায় portalforum এই কথাটি লিখতে হবে তা না হলে ফোরামের বোনাস আপনার অ্যাকাউন্ট কখনই যাবে না। আশা করি বুজতে পেরেছেন
-
আমি তো গত দুই মাস সঠিক ভাবেই বোনাস পেয়েছি। সেই বোনাস দিয়ে ট্রেডও করেছি। আপনার এমন সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। ভালো করে ফোরাম পোস্টিং করলে তো এমন হওয়ার কথা না।
-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমি গত মাসে পোষ্ট করেছি এবং আমি ৩০ ডলার পেয়েছিলাম কিন্তুু এই বোনাস যুক্ত করতে পারিনি।আবার এই মাসে পোষ্ট করতেছি বোনাস পাওয়ার জন্য দেখি এমাসে পাইকি।আমি আশাবাদি যে এই মাসে আমি বোনাস যুক্ত করতে পারব।
-
আমি তো গত দুই মাস সঠিক ভাবেই বোনাস পেয়েছি। সেই বোনাস দিয়ে ট্রেডও করেছি। আপনার এমন সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। ভালো করে ফোরাম পোস্টিং করলে তো এমন হওয়ার কথা না।
-
আমি গত মাসে এই ফোরামে শুরু করেছি। প্রতি মাসের ১৫ তারিখে মধ্যে বোনাস পাওয়া যায়। তবে ফোরামের মাধ্যমে বোনাসের উদ্দেশ্য হলো ট্রেডারা ট্রেড করে যাতে লাভকৃত টাকা উত্তোলনের মাধ্যমে নিজেকে স্বাভলম্ব করতে পারে।
-
আপনার পুঁজি ভাল থাকা সত্ত্বেও আমি কোনও ব্যবসায়ীকে এই সিস্টেমে নির্ভর করার পরামর্শ দিচ্ছি না। কারণ হ'ল ক্ষতি প্রতিটি পদক্ষেপে আপনার ঝুঁকিকে দ্বিগুণ করে এবং আপনার ট্রেড সিস্টেম যখন আপনাকে ধারাবাহিক ক্ষতি বলে মনে হয় আপনি একবারে আপনার পুরো বিনিয়োগটি হ্রাস করতে ভোর হতে পারেন। বেশিরভাগ যারা এই সিস্টেমটির চেষ্টা করেছিলেন তারা কিছু সময়ে অনুশোচনা করে চলে আসে এবং এমন একটি সময় আসে যখন আপনি দেখেন যে আপনার ক্ষতিটি আরও বড় হচ্ছে emotions
-
বাংলা ফরেক্স ফোরাম এর মাধ্যমে আমরা ভালো বোনাস ইনকাম করতে পারি,এই বোনাস অফার উদ্দেশ্য হয়ছে মানুষ কে এই বিজিনেস করার জন্য বিনা ইনভেস্ট এ,আমরা এই বোনাস দিয়ে নিজস্ব ইনভেস্ট ছাড়া এই বিজিনেস করতে পারি,এবং এর থেকে প্রফিট উইথদ্র করতে পারি,বাংলা ফরেক্স ফোরাম এর কারনে আজ অনেক বেকার মানুষ ঘুরে দারিয়েছে।
-
আপনি ফরেক্সের যে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অ্যাফিলিয়েট কোড বলে একটি অপশন দেওয়া হয় আর আপনি যেহেতু ফোরামের বোনাস নিয়ে ট্রেড করবেন সেহেতু আপনাকে অ্যাফিলিয়েট কোর্ডের ঐ জায়গায় portalforum এই কথাটি লিখতে হবে তা না হলে ফোরামের বোনাস আপনার অ্যাকাউন্ট কখনই যাবে না। আশা করি বুজতে পেরেছেন
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের টার্মিনালের একটি চার্ট ফলো করতে হয়। এই চার্টে আপনি যেমন ইর্চ্ছা তেমন ভাবে সাজিয়ে নিতে পারবেন। তবে চার্টে ক্যান্ডেল স্টিটি বেশি জনপ্রিয় একটি চার্ট। এই ক্যান্ডেল স্টিক অনুসারে ট্রেড করতে হলে আপনাকে ক্যান্ডেল এর আকৃতিগুলি আয়ত্ব করতে হবে। যেমন মার্কেটে উঠানা নামা অনুসারে ক্যান্ডেল এর আকৃতি এক এক সময় এক এক ধরনে হযে থাকে। আপনাকে এই ধরনগুলি আয়ত্ব করতে হবে। আপনাকে ক্যান্ডেল এর বিভিন্ন আকৃতি আয়ত্ব করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে অধ্যায়ন করতে হবে। তাহরে আপনি ভালভাবে বুঝতে পারবেন। বিশেভ করে ডজিষ্টার, হ্যামার ক্যান্ডেলস্টিক, হ্যাংগিন ম্যান ক্যান্ডেলস্টিক গুলি সম্পর্কে আপনাকে ভাল ধারনা নিতে হবে।
-
ফোরাম বোনাস পোগ্রাম টার উদ্দেশ্য আসলে ভালো। এখানে আরো যাতে উৎসাহিত হয়, আরো ভালো যাতে পোষ্ট করে, আরো তথ্যবহুল করার জন্য আসলে এমন টা করা হইছে বলে আমি মনে করি। কিন্তু এখন অনেকে ফোরামে বেশি বেশি পোষ্ট করতেছে শুধু বেশি কিছু বোনাসের আশায়।