-
হা আমার মতে চাকরির পাশা পাশি ফরেক্স করা যায় । কারন ফরেক্স ব্যবসায়ে সপ্তাহে সোম থেকে শুক্র পয’ন্ত ২৪ ঘন্টা খোলা থাকে।চাকরির থেকে আশার পর রাতে আপনি যদি ২-৩ ঘন্টা কষ্ট করে সময় দেন তাহলে ফরেক্স ব্যবসা ভাল ভাবে করতে পারেন ।তাই আমি বলব যে যারা চাকরির জীবি তারা যেন ফরেক্স ব্যবসায় আগ্রহী হয়ে আসে।
-
চাকরি বা ব্যবসার পাশাপাশিও ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব।কেননা সপ্তাহে পাঁচদিনই যেকোনো সময়ই ট্রেট মার্কেট খোলা থাকে।তবে একটা কথা আপনি যদি চাকরি, ব্যবসা এবং ফরেক্স মার্কেট সবকিছুতেই অধিক লাভের আশায় থাকেন তবে তা কষ্টসাধ্য ব্যাপার।কেননা মানুষের কার্য শক্তির একটা লিমিট থাকে।তবে হ্যাঁ চাকরি বা ব্যবসার পাশাপাশি সল্প লাভের আশায় ফরেক্স সম্ভব।
-
চাকুরীর পাশাপাশি ফরেক্স ট্রেডিং করা যায়। আমি নিজেও একজন চাকুরীজীবী। আমি ফরেক্স করছি। এতে চাকুরীতে কোন সমস্যা হচ্ছে না। তবে এ জন্য অভিজ্ঞতা অর্জন করতে হবে। চাকুরীজীবীদের আবশ্যই লংটার্ম ট্রেড করতে হয়। দৈনিক ক্যান্ডেল টিকের উপর ভিত্তি করে ট্রেড দিলে এদিকে লস হওয়ার সম্ভবনা খুব কম থাকে। অন্যদিকে চাকুরীতেও কোন অসুবিধা হয় না।
-
শুদু চাকরি কারার পাশা পাশি নয় আজকাল দেখা যাচ্ছে যে অনেকে ফরেক্স কে নিজের জিবনের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে। আমি মনে করি চাকরি করার পাশা পাশি ফরেক্স মানুষ কে দিতে পারে বারতি কিছু সুবিদা । কেন না ফরেক্স যে কেও যে কুথাও থেকে করতে পারছে। তাই আমি মনে করছি চাকরি করারা পাশা পাশগি ফরেক্স করা টা খুবি ভাল হবে।
-
আমার মতে যেহেতু ফরেক্স দিন রাত সারাক্ষন খোলা থাকে তাই যেকোনো পেশার মানুষই এখানে ট্রেড করতে পারবে।কারন কোন পেশার কাজই ২৪ ঘন্টা করার না। তাই যে কেউ ইচ্ছা করলেই এখানে ট্রেড করতে পারে।
-
আমি বিএসসি ৩য় বর্ষের ছাত্র।। আমি এখন থেকেই ট্রেড করি।। আপনি যেকনো জাইগা বা যেকনো অবথাতেই ট্রেড করতে পারেন ।। শুধুই চাকরি কেন আপনি ভ্রোমন অবথা বেস্ততার মদ্ধেউ ট্রেড করতে পারেন।। তবে হ্যা আপনাকে মাথা টা ঠানডা করে বুঝে শুনে ট্রেড ওপেন করতে হবে।। আর আমি মনে করি আপনি একজন ভাল ফরেক্স ট্রেডার হলে আপনার চাকরি করার দরকার নাই।। এটার পিছনেই সমই দেন আপনার লাইফ টা উপভগ করেন।।
-
আমি এখন ব্যচেলর ৩য় বর্ষের ছাত্র ।। আমি এখন থেকেই ট্রেড করি।। আমার ছাত্র জিবনে পড়া শুনাই ফরেক্স তেমন কোন প্রভাব ফেলেনা।। আশা করি চাকরি জীবনেও কোন প্রভাব ফেলতে পারবেনা।।
হ্যা আমি মনে করি আপনি চাকরির পাশা পাশি খুব ভাল ভাবে ফরেক্স করতে পারবেন এতে আপনার চাক্রিতে কোন প্রভাব পরবেনা।।
-
ফরেক্স নিয়ে সত্যি বলতে গেলে দেখা যায় তা আমাদের জীবনে এসেছে কল্যাণকর হয়ে। ফরেক্স কে আমরা যে কেও ২ ভাবে বেছে নিতে পারি পার্ট টাইম এবং ফুল টাইম হিসেবে। আমাদের মধ্যে জিনারা বিভিন্ন চাকরি করেন কিবা নানান পেশার সাথে জরিত উনারা ও কিন্তু ফরেক্স বিজনেস করতে পারেন। আমি মনে করি উনারা যদি চাকরীর পাশা পাশি ফরেক্স বিজনেস করেন তবে সেটা উনাদের জন্য খুবি ভালো। এবং আর একটি আয়ের মাধ্যম।
-
বর্তমানে প্রতিযোগিতার যুগে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে।আবার চাকরি পেলেও পুরো আর্থিক চাহিদা মিটছে না।তাই চাকরির পাশাপাশি অন্য পেশার প্রয়োজন দেখা দিচ্ছে।এজন্য আজকাল অনেকেই চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিংয়ে যুক্ত হচ্ছে।মূলত চাকরীর পাশাপাশি ফরেক্স ট্রেডিং সম্ভব বলেই অনেকে করছে।বর্তমানে আমি এখনও চাকুরিজীবি না হলেও স্টুডেন্ট।লেখাপড়ার পাশাপাশি ফরেক্স করছি।ভবিষ্যতে চাকরি পেলেও চাকরির পাশাপাশি ফরেক্স করে যাওয়ার ইচ্ছা আছে।
-
আমদের দেশে এমনিতেই অনেক বেকার লোকজন আছে তার উপর আমাদের দেশের মাথাপিছু আয় খুবই কম তো একজন চাকুরিজীবি লোক শুধুমাত্র তার একটা চাকরি দিয়ে তার নিজেদের অর্থনৈতিক অবস্থার তেমন একটা উন্নত করতে পারে না । তাই আমি মনে করি তাদের চাকরির পাশাপাশি অন্য ব্যবসা করা উচিত এবং ফরেক্স হচ্ছে শ্রেষ্ট পার্ট টাইম ব্যবসা তাদের জন্য।