-
ফরেক্সে আমরা মূলত বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ারের সাহায্যে ট্রেড করে থাকি আর এই ট্রেডের উপরেই আমাদের লাভ বা লস হয়ে থাকে আপনি একটি ট্রেড ওপেনের পর ঐ ট্রেডটি যদি আপনার অনুকূলে যায় তা হলে কত পিপস আপনার অনুকূলে গেল তা দিয়ে আপনার ঐ ট্রেডের ভলিউম বা লটকে গুন করলেই আপনার প্রফিট কত হল তা বের হয়ে আসবে অন্য দিকে মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় তা হলে ঠিক সম পরিমানের লস আপনার ঐ ট্রেডে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমেই বাই সেল হয়ে থাকে । এখানে লাভ লস করাটা মুহর্তের ব্যাপার মাত্র । তবে লাভ লসের কঠিন জটিল সংজ্ঞা না দিয়ে সিম্পল একটা লজিক অণুসরণ করতে পারেন । আর তা হল , যখন কোন একটা পেয়ারে বাই করবেন এবং যে দামে ক্রয় করবেন তার থেকে যত বেশি উপরে উটবে তত বেশি লাভ হবে আবার যত বেশি নিচে নামবে তত বেশি লস হবে । আপনি ট্রেডের সময় বিষয়টা লক্ষ ককরতে পারেন ।
-
ফরেক্সের লাভ লসের বিষয়টা একদম সহজ,আপনি কোন কারেন্সি কিনে রাখলে তার দাম যদি বেড়ে যায় তাহলে আপনি সেগুলা বিক্রি করে দিয়ে প্রফিট করতে পারবেন।কিন্তু এই বিষয়ে দক্ষতা জরুরি
-
সহজ হিসাব হল- সেল দিলে যে প্রাইসে সেল দিবেন মার্কেট প্রাইস তার থেকে নিচের দিকে গেলে লাভ হবে। বাই দিলে যে প্রাইসে বাই দিয়েছেন মার্কেট প্রাইস তার উপরের দিকে গেলে লাভ হবে। আর বিপরীত মুখী হলে লস হবে। বাইয়ের ক্ষেত্রে টেক প্রফিট কেনা দামের উপরে আর স্টপ লস নিচে বসে। সেলের ক্ষেত্রে বিপরীত হয়। আর লাভ লস ডলারে না গুনে পিপের হিসেবে গুনাই ভাল।
-
ট্রেডের উপর ভিত্তি করে ফরেক্সে লাভ/লস হয়। ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যম । ফরেক্স মার্কেট শুধু শনি ও রবিবার বন্ধ থাকে । বাকি সব দিন ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট মার্কেট খোলা থাকে । আমরা ফরেক্স মার্কেট এর মাধ্যমে যেকোন দেশের মুদ্রা ক্রয় ও বিক্রয় করতে পারি খুব সহজে । জ্ঞান ও দক্ষতাই হলো ফরেক্স মার্কেট এ ব্যবসায়ের মুল । ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান ধারনা না থাকলে ফরেক্স এ লস হয় আর যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ধারনা থাকে তাহলে ফরেক্স এ লাভ করা সম্ভব। ফরেক্স মার্কেট এ লসের আর একটি কারন হলো লোভ করে বেশি ট্রেড করা । তাই লোভ না করে ব্যবসা করলে লাভ হবে।
-
সহজভাবে বলতে গেলে:
কোন কারেন্সি পেয়ারের রেট যখন বাড়ে তখন বায় করতে হয়। এক্ষেত্রে যে রেটে বায় করা হয়েছে তা থেকে রেট বাড়লে ১.০ লটে প্রতি পিপসে ১০ ডলার লাভ হবে (স্ট্যান্ডার্ড একাউন্ট)। বিপরীতে রেট কমলে প্রতি পিপসে ১০ ডলার লস হবে।
কোন কারেন্সি পেয়ারের রেট যখন কমে তখন সেল করতে হয়। এক্ষেত্রে যে রেটে সেল করা হয়েছে তা থেকে রেট কমলে ১.০ লটে প্রতি পিপসে ১০ ডলার লাভ হবে (স্ট্যান্ডার্ড একাউন্ট)। বিপরীতে রেট বাড়লে প্রতি পিপসে ১০ ডলার লস হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের লাভ বা লস করে থাকি,কিভাবে লস বা লভ করি,যদি ফরেক্স মার্কেট এ আমরা বাই ট্রেড করি,তাহলে যদি বাই করার পরে কমে তাহলে আমাদের লস, যদি বাড়ে তাহলে প্রফিট হবে,আবার যদি সেল ট্রেড করি সে সময় যদি কমে যায় তাহলে প্রফিট আর যদি বাড়ে তাহলে লস।
-
লাভ লস হচ্ছে ফরেক্স মার্কেটের একটি অবিচ্ছেদ্ধ অংশ। ফরেক্স মার্কেটে কিভানে লাভ লস হয় তা আপনাকে আগে জানতে হবে বলে আমি মনে করি। আপনি জখন একটি ট্রেড ওপেন করবেন আর এই ট্রেডটি যখন আপনার বিপরিতে যাবে তখন আপনার লস হবে আর যদি আপনার ট্রেডটি আপনার দিকে যায় তবে আপনাত লাভ হবে।
-
ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে ।
-
ফরেক্স কারেন্সি বিভিন্ন ঘটনার কারনে সব সময় অনেক ওত্থান পতনে র মদ্ধে থাকে।এই ওথান পতনের সমোয় বাই সেল করলে, ঐ কারেন্সির যদি ভালো নিওজ থাকে তবে লাভ হয়,আর যদি খারাপ নিওজ থাকে তাহলে লস হয়।