ফরেক্স এ নিউজ এনালিসিস একটা কঠিন বিষয় আপনাকে সর্বপ্রথম জানতে হবেে নিউজ যে কারেন্সি উপর প্রকাশ পেলো তা ঐ কারেন্সি এর জন্য ভালো না খারাপ,এর জন্য আপনাকে বিভিন্ন নিউজ দেখতে হবে
Printable View
ফরেক্স এ নিউজ এনালিসিস একটা কঠিন বিষয় আপনাকে সর্বপ্রথম জানতে হবেে নিউজ যে কারেন্সি উপর প্রকাশ পেলো তা ঐ কারেন্সি এর জন্য ভালো না খারাপ,এর জন্য আপনাকে বিভিন্ন নিউজ দেখতে হবে
আমার মতে ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে গেলে প্রথমেই দেখতে হবে নিউজ টা কোন কারেন্সির উপর প্রভাব ফেলবে । তারপর দেখতে হবে নিউজটার প্রভাবে কারেন্সিকি স্ট্রং হবে নাকি দুর্বল হবে । তারপর এনালাইসিস করতে হবে কত পিপস্ মুভ করতে পারে । তারপর আপনি যেই পেয়ার এ ট্রেড করবেন সেই পেয়ার এ প্রভাব কি রকম হতে পারে ।
একেক জনের ট্রেডিং স্টাইল একেক রকম। আমি
কখনো news আনালিসিস করে ট্রেড করিনা।
টেকনিকেল আনালিসিস এর উপর এ বেশি গুরত্ব দেই।
নিউজ এনালাইসিস কিন্তু সহজ নয়। আপনি যদি নতুন হন ফরেক্স তাহলে কখনোই নিউজ এনালাইসিস করে ট্রেড করতে যাবেন না। তবে একজন ট্রেডারের জন্য বেসিক নিউজ এনালাইসিস সম্পর্ক জানা অত্যান্ত দরকারি। কারন বড় ধরনের লস থেকে বাচতে হলে আপনাকে নিউজ এনালাইসিস সম্পর্কে ধারনা রাখতে হবেই। আপনাকে বুঝতে হবে যে নিউজ যে কারেন্সি উপর প্রকাশ পেলো তা ঐ কারেন্সি এর জন্য ভালো না খারাপ। যদি সেই কারেন্সি জন্য ভালো হয় তবে কারেন্সি এর মান বাড়বে আর যদি কারেন্সি এর মান খারাপ হয় তা হলে মান কমবে।
নিউজ এনালাইসিস করতে হলে আপনাকে নিউজের ফোরকাষ্ট ও প্রিভিয়াস বুঝতে হবে এবং আতীতে এই নিউজ কতখানি র্মাকেটে প্রভাব ফেলেছিল তা দেখতে হবে এরপর আপনার পচ্ছন্দের ট্রেডের কারেন্সির পেয়ারের উপর কতখানি প্রভাব ফেলতে পারে সে দিকে নজর দিতে হবে যদি মনে হয় আপনার নিদৃিষ্ট কারেন্সির উপর প্রভাব ফেলবে তবে নিউজের আগে বা নিউজের সময় করতে পারেন তবে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেটে নিউজ এনালাইসিস করা আমাদের অতান্ত জরুলি।ফরেক্স মার্কেটে আপনি যখন ট্রেড করবেন তখন আপনি বুজবেন যে ফরেক্স নিউজ এনালাইসিস কতটা গুরুত্বর্পূন।নিউ পড়া খুব জরুরি। প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে ।তাই আমি বলব ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিউজ এনালাইস খুবই দরকার যেমনি আমার তেমনি আপনার।ধন্যবাদ
আমি মনে করি ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে গেলে প্রথমেই যেটি দেখতে হবে সেটা হলো নিউজ টা কোন কারেন্সির উপর ভিত্তি করে আর এই নিউজের জন্য কোন কোন প্রভাব ফেলতে পারে। তারপর দেখতে হবে নিউজটার প্রভাবে কারেন্সিটিকি স্ট্রং হবে নাকি দুর্বল হবে । এরপর এনালাইসিস করতে হবে কত পিপস্ মুভ করতে পারে এই নিউজের মাধ্যমে। আর সর্বশেষ আপনি যেই পেয়ার এ ট্রেড করবেন সেই পেয়ার এ এর প্রভাব কি রকম হতে পারে তাও দেখতে হবে। আর এভাবেই নিউজ গুলো এনালাইসিস করা যায়।
আমি মনে করি, সাধারণত aus/usd পেয়ারে aus নিউজ পক্ষে গেল তখন মার্কেট 50 পিপস উপরে উঠল কিন্তু তার ৪ ঘন্টা পর মার্কেট নিচের দিকে নামতে থাকলো নামতে নামতে প্রায় ১20 পিপস নিচে নেমে গেল । এখলে এনালাঈসিসটা কিভাবে করবো। আবার কখণো নিউজ পক্ষে গেল মার্কেট ক্রমাগত উপরের দিকে উঠতে লগলো ।
আমি বলবো ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস হলো মূলত ফান্ডামেন্টাল এনালাইসিসের বৃহৎ অংশ৷আমরা যখন কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট কারেন্সী পেয়ারে ট্রেড করবো তখন ঐ কারেন্সীর উপর ছোট-বড় কী কী নিউজ আছে সেগুলো দেখতে হবে৷এই নিউজগুলো প্রায় প্রতিদিনই দক্ষ্ ট্রেডারগণ দেখে শুনে বুঝে এনালাইসিস করে ট্রেড করে থাকেন৷ট্রেড করার পূর্বেই নিয়মিত প্রতিদিনই নিউজ এনালাইসিস করা অতি জরুরী৷নতুন ট্রেডারগণ সবাই forexfactory.com,investing.com. ইত্যাদি সাইটের নিউজগুলো প্রতিদিনই দেখবেন-পড়বেন-বুঝবেন৷তাহলেই আস্তে আস্তে নিউজ এনালাইসিস করতে শিখবেন৷
প্রতিটি নিউজে কি ধরনের বা প্রতিটি কারেন্সি সম্পর্কে নির্দেশনা প্রদান করা থাকে এবং বলা থাকে যে আপনি এই নির্দেশনা কিভাবে ব্যবহার করবেন। আপনি ঠিকমত নিউজ বিশ্লেষন করতে চাইলে আপনার পরিচিত ট্রেডার যিনি এই ব্যাপারে দক্ষ তার সহায়তা নিতে পারেন।