যে কোনো কাজেই সফল হতে চাইলে অবশ্যই একজনকে আদর্শ মানতে হয়। কারণ নিজে নিজে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তখন পরামর্শদাতাই আপনাকে সঠিক পথের সন্ধান দিবে। তাই আগেই একজন পরামর্শদাতার খোঁজ করুন। কারণ পরামর্শদাতার পরামর্শই আপনার আত্নবিশ্বাসকে বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। ফরেক্স ট্রেডিং করতে হলে ইমোশন কন্ট্রোল করতে হবে।ইমোশনাল হয়ে, মানে আবেগ প্রবন হয়ে, ফরেক্স ট্রেডিং করা যাবেনা। বুজে শুনে সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। লোভ কন্ট্রোল করতে হবে। ধৈর্যশীল হতে হবে। নিজের টাকা হতে হবে। লোন করা বা ধার কর্যের টাকা নিয়ে ফরেক্স ট্রেডিং করা যাবেনা।
[ATTACH=CONFIG]14759[/ATTACH]