স্ক্যাল্পিং হল খুব কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং কিছু লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া।যখন কারেন্সির মুভমেন্ট অনেক বেড়ে যায় তখন স্ক্যাল্পিং করে অনেক প্রফিট করা যায় এবং তখনই উপযুক্ত সময় সেটা করার।
Printable View
স্ক্যাল্পিং হল খুব কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং কিছু লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া।যখন কারেন্সির মুভমেন্ট অনেক বেড়ে যায় তখন স্ক্যাল্পিং করে অনেক প্রফিট করা যায় এবং তখনই উপযুক্ত সময় সেটা করার।
শর্ট টাইমফ্রেমে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না।স্ক্যাল্পিং ট্রেডিংয়ে সাধারনত লট বা ভলিউম অনেক বেশি ধরা হয় অধিক প্রফিট লাভের জন্য।
ফরেক্স মার্কেটে স্কালপিং হলো শর্ট টার্ম ট্রেড। ১-২০ পিপসের নিচে প্রফিট করতে আগ্রহী ট্রেডকে স্কালপিং বলে। আমরা জানি যে ফরেক্স একটা গতিশীল মার্কেট। এখানে প্রতিটি মুহুর্তে মার্কেটের প্রাইস উঠানামা করে। এই উঠানামার গতি কাজে লাগিয়ে অনেকেই দ্রুত প্রফিট করতে চাই। এজন্য ফরেক্স মার্কেটে স্কালপিং জনপ্রিয় বটে।
আমি মনে করি এটা হলো মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।
স্কাল্পিং সম্পর্কে আমার বিশদ জ্ঞান নেই তবে ফরেক্স মার্কেটে স্কাল্পিং বহুল ব্যবহৃত একটা শব্দ । ফরেক্স মার্কেটে অল্প সময়ে লাভ করে সে ট্রেড বন্ধ করে দেওয়াকে বলা হয় স্কাল্পিং । অর্থ্যাৎ যখন মার্কেট উঠতে থাকে ঠিক সেই মুহুর্তে একটা ট্রেড দিয়ে সেটার স্থায়িত্ব কয়েক মিনিট রেখে সেখান হতে কিছু পিপস লাভ করে আবার ট্রেডটি ক্লোজ করে দেওয়া হয় । আমি আগে স্কাল্পিং করার চেষ্টা করতাম কিন্ত তাতে বিশেষ কোন লাভ নেই তাই এখন লং ট্রাম ট্রেড ইনজয় করার চেষ্টা করি ।
ফরেক্স মার্কেটে আমরা অনেক সময় খুব ছোট ছোট টাইমফ্রেম এনালাইসিস করে ট্রেড করে থাকি আর এর জন্য আমরা বেশির ভাগ সময় অল্প সময়ের টাইম্ফ্রেম এনালাইসিস করে ট্রেড করি । এবং আমাদের চিন্তা থাকে অল্প কিছু লাভ হলেই আমরা ট্রেডটি ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসব । আর আমরা যখন এধরনের ট্রেড করি তখন সেই ট্রেডকে স্ক্যাল্পিং বলে । স্ক্যাল্পিং ট্রেড এর প্রফিট সাধারনত ২০ পিপস এর বেশি হয় না।
স্ক্যালপিং ফরেক্স মার্কেটে অতি পরিচিত শব্দ। কারন গতিশীল ফরেক্স মার্কেটকে কাজে লাগিয়ে অনেকেই দ্রুতই প্রফিট করে নিতে চায়। মূলত ট্রেডে ১ থেকে ২০ পিপস পর্যন্ত লাভ করা হলে তাকে স্ক্যালপিং বলে। অর্থাৎ ২০ পিপসের নিচে প্রফিট করা হলে সেই সকল ট্রেডকে স্ক্যালপিং বলা হয়ে থাকে। স্ক্যালপিং অনেক রিস্কি ট্রেডিং স্ট্রেটেজি।
ফরেক্স এ স্কাল্পিং ভালো আয় করা যায়। আপনি অল্প সময়ের মধ্য ট্রেড ওপেন করে ভালো লাভ করতে পারেন। ৫-১৫ মিনিট টাইম্ফ্রেম ব্যহার করে ছোট ট্রেড ওপেন করা হ্য়। ১০-২০ পিপ্স প্রফিট করে ট্রেদ ক্লোজ করাই হছে স্কাল্পিং।
ফরেক্সে ট্রেডিং কে জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়। এক হলো লং টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং আর দুই হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হলো মূলত অল্প সময় ব্যবধানে ট্রেড ওপেন করে ক্লোজ করা। এক্ষেত্রে অল্প পিপস প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করা হয়। সাধারনত ১০-১৫ পিপস লাভেই ক্লোজ করা হয়। স্ক্যাল্পিং এর জন্য সাধারনত শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয়।
আমি মনে করি অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।