-
ফরেক্স একটি ব্যবসা তবে এটা লোভী ব্যবসা কিনা সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের উপর । হ্যাঁ এটা ঠিক যে ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমানে অর্থ আয় করা যায় আর সেক্ষেত্রে ফরেক্স আপনার কাছে লোভী ব্যবসা মনে হতেই পারে । কিন্তু আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে এবং এর সাথে আপনি প্রচুর অর্থ ও আয় করতে পারবেন বলে আমি মনে করি ।
-
না ভাই ফরেক্স ট্রেডিং কোন লোভী ব্যবসা বলে আমি মনে করি না । তবে অনেকেই কম সময়ে অধিক টাকা উপার্জনের ফরেক্স ট্রেডিং এ লোভ করে থাকে । আসলে আমরা যদি বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করি তাহলে আমার বিশ্বাস ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হবে এবং আমরা বাস্তবতা বুঝে তখন ফরেক্স মার্কেটে ট্রেড করব ।
-
লোভ কম-বেশি সবারই আছে। ফরেক্স মার্কেটে লোভ কখনো ভাল ফলাফল বয়ে আনে না। অতিরিক্ত লোভের কারণে লস হবে নয়তো বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফরেক্স মার্কেটে এমন বহু ট্রেডার আছেন যাদের অনেক দক্ষতা থাকা শর্তেও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। যার কারণে প্রতিনিয়ত তাদেরকে লস করতে হয়। ফরেক্স মার্কেট স্থির নয়। প্রতিনিয়ত এখানে কারেন্সির মার্কেট প্রাইস উঠানামা করছে। কখনো কখনো এত বেশি ওঠানামা করে যা এনালাইসিস করেও অনেক সময় বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি বেশি প্রফিট করার আশায় ঝুঁকি বেশি নিয়ে বেশি বেশি লট নিয়ে ট্রেড করলেন এবং দেখা গেল মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেল। আপনার ব্যালেন্স অন্যদের আর বেশি দেরী লাগবে না। তাই লোভকে না বলুন।
-
ফরেক্সের মত লোভী ব্যাবসা খুব কমই আছে বলে আমার ধারনা কারন ফরেক্স মার্কেট দেখলে খুবই সোজা মনে হয়, আমাদের মনে হয় শুধু বাই আর সেল করবো আর লাভ চলে আসবে। কিন্তু যখন ট্রেডিং করা শুরু করি তখন দেখি যা ট্রেড করছি তাই উল্টোদিকে যাচ্ছে আর লস হচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পরই নিজেদের ভুল বুজতে পারি এবং তা থেকে যারা নিজেদেরকে শুধরে নিতে পারি তারাই একসময় ফরেক্সে টিকে থাকতে পারি৷
-
ফরেক্স লোভনীয় বিজিনেস নয়,ফরেক্স যারা করে থাকে তার ৮০% ট্রেডার লোভী হয়ে থাকে তাই ভাই ধারনা বদলান ফরেক্স কে লোভনীয় বিজিনেস না বলে,ফরেক্স ট্রেডারদের লোভী বলেন,আর আপনি এই টা মনে রাখবেন ফরেক্স এ ৯০ পারসেন্ট ট্রেডার তাদের ব্যালেন্স হারিয়ে থাকে তাদের লোভ এর জন্য।
-
আগে শুনতাম টাকা নাকি বাতাসে উড়ে শুধু ধরতে জানতে হয়। ফরেক্স মার্কেট এমনি একটা মার্কেট যেখানে টাকা আকাশে উড়ে। টাকার নেশা সবার ই আছে। যে এক টাকা ধরতে পারছে সে চাইবে আরো এক টাকা যদি হাতে আসে তাহলে তো দুই টাকা হয়ে যাবে। অন্য দিকে যে ধরতে পারলো না বরং লস করলো সে চাইবে আরেক বার চেষ্টা করে দেখি ই যদি ধরতে পারি ই । মার্কেটের রেনডম মুভমেন্ট এর জন্য আমাদের আসলে এমন ভাবনা হয়ে থাকে।
-
ফরেক্সে এই যে ৯০% মানুষ ঝড়ে যায় তারা সবাই কোন না কোন ভাবে লোভের স্বীকার। মানে একবার না একবার তারা লোভ করেছেই। কেও হয়তো শুরুতেই লোভ করেছে। যেমন কিছু দিন ডেমো করেই চলে আসছে রিয়েল ট্রেডে এইটাও এক ধরনের লোভ। মুটামুটি এখন বুঝতে পারে , সাকসেস রেট ৫০/৫০। কল লটে একটা ট্টেড প্রফিট কইরা বড় লটে একটা ট্রেড নিয়ে ধরা খায়। এটাও লোভ ই । লোভ কে আসলে কন্ট্রোল করতে হবে
-
ফরেক্স ট্রেডিং একটি লোভী ব্যাবসা আমার মনে হয় এমনটি ভাবার কোন কারন নেই তার কারন হল আপনি আমি একানে লোভ দেখাছি মার্কেটের এখানে কোন দোষ নেই। অতি প্রফিট লাবের আশায় আমরাই ট্রেডিং জ্ঞান,অভিজ্ঞতা,অ্য ানালাইসিস ইত্যাদির তোয়াক্কা না করেই ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করছি।
-
ফরেক্স মোটেও লোভী ব্যবসা না কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে তারা লোভী হতে পারে,বেশিভাগ ট্রেডারগন মনে করেন ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,তাই তারা অধিক ইনকাম এর লোভ এ বড় বড় লট এ ট্রেড করে থাকে ফলে তারা লস এর স্বীকার হয়ে থাকে,তাই ফরেক্স লোভী বিজিনেস নয়,লোভী হয়ে থাকে ট্রেডারগন।
-
সম্মানিত ফোরাম সদস্য গন আশা করি ভালো আছেন। হ্যা আপনি ঠিকি বলেছেন, ফরেক্স একটি লোভী ব্যাবসা। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।