-
দি সম্ভব হয়,তাহলে ১০০ ডলার দিয়ে শুরু কয়ারা যায়।সেক্ষত্রে ভাল স্ট্রাটেজি থাকলে কিছু মুনাফা আশা করা যায়।এই মার্কেট এ সবার আগে তিকে থাকা বর কথা আপনার প্রতিটি ট্রেড সথিক যদি আপনি এই মার্কেট এ তিকে থাকতে পারেন । মনে রাখবেন এই মার্কেট এ তিকে থাকলে আপনি অবসসই লাভ করবেন ।
-
আমি মনে করি একজন নতুন ফরেক্স ট্রেডারের কম করে হলেও শুরুতে ৫০ ডলার নিয়ে ট্রেডিং শুরু করা উচিত কারন যেহেতু সে ফরেক্স ট্রেডিংয়ে নতুন সেই কারনে তার ফ্রি মার্জিন একটু বেশি থাকলে ভুল ক্রমে বা না বুঝে উঠার কারনে কোন ট্রেড ওপেন করে ফেললেও ফ্রি মার্জিনে প্রযাপ্ততার কারনে বেশি লস হতে পারবে না বা খুব দ্রুত লসের দিকে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হওয়ার ঝুকি থাকবে না।
-
আগে দেম অ্যাকাউন্ট চালান তারপর আপনি ১০০ -২০০ ৳ দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার অনেক কম বঝে তাই একজন নতুন ট্রেডার সম্পরকে জানা উচিত সে কেমন ট্রেড করে তবে নতুন যেহেতু সেই জন্য তার ৫০ ডলার নিয়ে ট্রেড করা ভাল অনেক বেশি ডলার নিয়ে ট্রেড করলে সে লস করলে অনেক ক্ষতি হয়ে যাবে।
-
আমি মনে করি 100 ডলার নিয়ে ব্যবসা শুরু করা দরকার।
-
আমার মনে হয় একজন নতুন ট্রেডারের ৫০ ডলার নিয়ে ট্রেডিং করা উচিৎ। কারন নতুনদের ঝুকি বেশি থাকে লস করার তাই প্রথমে বেশি টাকা ডিপোজিট করলে যদি আনি লস করেন তাহলে আপনার মনোবল হারাবেন ফলে আপনার রেক্সের প্রতি ইন্টারেস্ট কমে যাবে তাই আমি মনে করি প্রথমে নতুন ট্রেডারদের ৫০ দিয়ে শুরু করা ভালো।
-
অনেক জন অনেক কথা বলে অামি মনে করি minimam 80 থেকে 100 ডলার নিএ কাজ করতে হবে।
-
আসলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানা না থাকলে এ থেকে কিছু করা যায় না আর নতুন অবস্থায় ট্রেড করা একটু কঠিন ব্যাপার এজন্য আমি মনে করি নতুন অবস্থায় ১০০ ডলারের বেশি নিয়া ট্রেড না করা ভালো এতে লসের পরিমান খুব কম থাকে
-
অভিজ্ঞ ট্রেডার রা অনেক টাকা আয় করতে পারে এবং তারা অনেক বিনিওগ করতে পারে। জারা নতুন ট্রেডার তারা কিন্তু এখানে বেসি বিনিওগ করতে পারে না। নতুন দের যদি অনেক টাকা থাকেও তারা বেসি বিনিওগ করতে পারবে না। বেসি বিনিওগ করলে তারা লস করে বসে এই ভয়ে তারা কম বিনিওগ দিএ সুরু করে। আমি মনে করি নতুন দের জন্য ১০০ ডলার বিনিওগ আকদম থিক থাক।
-
যারা নতুন তাদের উচিত যত কম বিনিয়োগ করা যায় ততই মঙ্গল। কেননা একাউন্ট হারানোর অভিঙ্গতা কম বেশি সব ট্রেডারের হয় তাই প্রথমে অল্প বিনিয়োগ করে নিজের সক্ষমতা যাচাই করে নেওয়া ভাল। যা আখেরে ফল দেবে। তবে সব থেকে উত্তম হয়ে যদি সেন্ট একাউন্ট ব্যবহার করা যায়।