-
অবশ্যই ফরেক্স আগে ভালোভাবে শিখতে হবে পরে আয়ের চিন্তা।না জানলে না শিখে আন্দাজে হয়তো প্রথমে লাভ হতে পারে কিন্তু পরে তার থেকে বেশি লসও হয়ে যায়।আমি নিজেই প্রথমে ভাবতাম ফরেক্স থেকে আয় করা সহজ।তাই বড় এক ভায়ের কাছ থেকে ১০$নিয়ে ট্রেডিং শুরু করে দিলাম।প্রথমে একটু লাভ হয়েছিল।কিন্তু পরে অনেক লস হতে শুরু করে দিল।তখন অনুধাবন করলাম ফরেক্স আগে ভালোভাবে শিখতে হবে পরে আয়ের কথা চিন্তা করতে হবে।
-
মোটাতাজা গরু পেতে হলে, মোটাতাজা ব্রয়লার পেতে হলে যেমন তাদের পেছনে প্রচুর সময়, পরিশ্রম,টাকা,সুষম খাবার ইত্যাদি প্রয়োজন হয় তেমনি ফরেক্সের মত গুরুত্বপূর্ন ক্ষেত্রে আগে পরিশ্রম করে ভালোভাবে ফরেক্স শিখতে হবে।তারপর আয় করার চিন্তা করতে হবে।অন্যথায় বেশি বেশি লস হওয়ার সম্ভবনা থেকে যায়।তাই আমার মতে ফরেক্স আগে ভালোভাবে শিখে পরে আয় করার কথা ভাবতে হবে।
-
ফরেক্স ব্যবসায় সবাই টিকে থাকতে পারে না । যারা না বুঝে ফরেক্স ট্রেডিং করে তারা খুব অল্প সময় এর মধ্যে মুনাফা হারিয়ে ফরেক্স থেকে বিদায় নেয় । এই জন্য ফরেক্স করতে হলে ধৈর্যশীল হয়ে ফরেক্স আনুশিলন করতে হবে । ফরেক্স শিখতে হলে ফরেক্স এর বই পরতে হবে । ইন্টারনেট এ অনেক সাইট এ ফরেক্স শেখার নিয়ম কানুন দেয়া থাকে তা পরে শিখতে হবে । ডেমো অ্যাকাউন্ট খুলে আনুশিলন করতে হবে । ফরেক্স থেকে পুরোপুরি জ্ঞান অর্জন করে রিয়েল অ্যাকাউন্ট খুলে মুনাফা আয় করতে হবে । ফরেক্স ব্যবসা না শিখে করা কখনই সম্ভবনা ।
-
হ্যা ফরেক্স আয় করতে হলে আমি মনে করি প্রথমে ফরেক্স ফোরাম ভালভাবে শিখতে হবে।১০০০$ নিয়ে শুরু করতে হবে। কিন্তু এটা মনে রাখুন আগে শিখতে হবে না শিখে ১ $ বিনিয়োগ করাও বোকামি ছাড়া আর কিছুনা। ফরেক্সের দিকে দৃষ্টি করে বলবো না বরং একজন নতুন ত্রেদার হিশাবে বলবো ১০০ ডলার খুব সুন্দর একটা ডিপোজিট, ১০০ হলে যেমন মানি ম্যনেজমেন্তের উপর লক্ষ রাখা যাই তেমন অল্প অল্প করে অনেক প্রফিত করা যাই বড় কোন রেক্স ছাড়াই আর ব্যলেন্স নিয়ে চিন্তাই পরতে হয় না।
-
বলা হয়ে থাকে যে, প্রথমে লার্নিং তারপর আর্নিং। ফরেক্সও এর বাইরে নয়। আপনারা অনেকেই জীবনে আর্থিক দিক দিয়ে স্বচ্ছল হওয়ার জন্য বড় বড় ডিগ্রি নেন। এতে প্রচুর সময়ও ব্যত করেন। কিন্তু অনেক নতুন ট্রেডার আছেন যারা ফরেক্স থেকে ভালো আয় করার বাসনা নিয়ে ফরেক্স করতে আসে, অথচ ফরেক্স শেখার জন্য ১৫ দিনও সময় ব্যয় করেন নি! এর ফলেই অধিকাংশ নতুন ট্রেডারদের একাউন্ট সপ্তাহ না যেতেই জিরো হয়। তাই আগে ফরেক্স শিখুন। মনে রাখবেন এটিও আপনার জন্য একটি ডিগ্রি অর্জন। তাই হেলা না করে সময় দিন ফরেক্সে তারপর আয়ের চিন্তা করুন।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে শেখার কোন বিকল্প নাই। যে এই মার্কেট এ শিখে আসে না সে নিশ্চত লস খাবে। যারা ভালভাবে শিখে আসে তারাই এই মার্কেট থেকে লাভ নিয়ে বেরিয়ে আসতে পারে।
-
আপনি যদি ফরেক্স সম্পকে না জানেন তাহলে লস খাবেন । ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
শবার সাথে আমিও একমত ফরেক্স ব্যবসা করতে হলে আগে আপনাকে ফরেক্স জানতে হবে । যদি না জেনে আপনি ফরেক্স ব্যবসা শুরু করেন তাহলে আপনি আপনার মূলধন হারাবেন । আর তাই ফরেক্স শিখতে হবে । ফরেক্স ভালভাবে শিখার জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন ।
-
ফরেক্সে অনেকেই আসে এখানে আয় করা যায় ভেবে। কিন্তু অধিকাংশেরই ধারনা থাকেনা এখানে কিভাবে আয় করা যায়। অধিকাংশই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানেনা। ফলে শুরুতেই অনেক বড় সড় লস খেয়ে বসে থাকে। কিন্তু বুঝতে হবে ফরেক্স হলো শেখার জায়গা। না শিখে এখানে এলে ধরা খেতে হবে। ফরেক্স ভালোভাবে শিখলে এখান থেকেও দারুন আয় করা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে ঠিকে থাকতে হলে অভিজ্ঞতার বিকল্প নেই, না বুঝে ট্রেড করে অনেকে লাভ করে এটা ঠিক তবে অন্ধকারে ডিল ছোরার মত কোথায় লাগবে বলা মুশকিল হয় লাভ নয়তো লসে তাই ফরেক্স কে নিদিষ্ট আয়ের মধ্যম হিসেবে নিতে হলে এক্সপার্ট হতে হবে ট্রেড শিখতে হবে জানতে হবে তারপর ট্রেড করতে হবে, এনালাইসিস করে মার্কেট বুঝে ট্রেড করেন।