-
আমি এই মার্কেট এ নতুন আমার প্রথম আয় ০.৪৪ সেন্ট ।তবে আমি আশাবাদি চিলাম এই ভাবে যে যেহেতু আমি লাভ করতে পারেছি তাই এই মার্কেট এ আমাকে প্রথমে টিকে থাকতে হবে হবে এবং এখান থেকে আয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে । তাই আমি আখন ফরেক্স নিয়ে পরাশুনা করে যাচ্ছি ।
-
আমি এখনো ফোরাম পোস্টিং এর কাজ করতেছি তাই এখনো আয় করতে পারিনি । তবে অতি সত্বর আমি আমার আয় করা শুরু করব । এই কাজ করে আমার অনেক ভাল লাগতেছে । তাই আমি এই কাজ থেকে আয় করতে চাই ।
-
আমি প্রথমে ট্রেড করে লস করেছিলাম। পরে অবশ্য আমি পুনরায় ট্রেড শুরু করি এবং সেই লস পুষিয়ে লাভ করি। আমি ট্রেড করে এই পর্যন্ত ১০০ ডলার আয় করেছি।
-
ফরেক্স ট্রেডিংয়ে আমি নতুন। এখনও আমি খুব দক্ষ ট্রেডার নয়।শিখার পর্যায়ে আমি অবস্থান করছি।শিখছি এটাই আমি খুব বড় মনে করছি।তবে হ্যা, এর পাশাপাশি আমি স্বল্প আয় করেছি। ফরেক্স থেকে আমার সর্বপ্রথম আয় ৬.৫০$। মানে বাংলাদেশি প্রায় ৫০০টাকা।মূলত এই টাকা আমার ইন্টারনেট খরচের খাতে ব্যয় করেছি।
-
ফরেক্স এ আমি এসেছি মাত্র কয়েক দিন আগে এখনো আমি আয় করা শুরু করিনি। আমার এখনো অনেক কিছু শেখার অাছে আমি আরও অভিজ্ঞতা অর্জন করতে চাই তারপর আমি আয় করতে চাই। আমার মতে সবার উচিত ভাল ভাবে শিখে তারপর ফরেক্স এ আয় করা।
-
ফরেক্স মারকেতে আমি এখন রিয়াল ট্রাড করি নি । তাই লাভ বা লস কিছুই হইনি এখন । আশা করি খুব শিগ্রই ফরেক্স মার্কেট ট্রাড করা শুরু করব ।
আশা করি ফরেক্স মারক্টে আমার জন্য শুভ হবে । সকলের জন্য দোয়া রইল সবাই ভাল করে টড়াড করবেন ।
-
ফরেক্স থেকে আমার প্রথম আয় ছিল মাত্র ৫০ ডলার। তারপর আমার আয় আগের প্রথম আয় থেকে বাড়তে থাকে। এখন বর্তমানে আমার মাসিক আয় প্রায় ২৫০ ডলার।
-
বেকার সমস্যার সমাধানে ফরেক্স একটি দারুন ভুমিকা রাখছে কারন সকল লোক এখন ফরেক্স কাজ করছে রেক্সে কাজ করে তাদের চাহিদা পুরন করছে তারা এককি আত্মকর্মসংস্হান হিসাবে ফরেক্সে বেছে/আমার প্রথম আয় ১.২ ডলার
-
আমার ফরেক্স প্রথমে আয় হয় নি। প্রথম হয়েছে ০.৩০ ডলার লস তার পর লাভ হয়ে ছিলো ০.৩৩ ডলার। মুলধনের পরিমান কম থাকায় লস ও লাভ দুটোই কম হয়েছে।
-
আমি ফরেক্স মার্কেট এখনো পর্যন্ত নতুন আমি এখনো ফরেক্স সম্পর্কে শিখতেছি আমি ফরেক্স ব্যবসা যখন ট্রেড শুরু করি তখন ফোরাম বোনাস দিয়ে ট্রেড শুরু করি এখন পর্যন্ত আমার একটা ডলার আয় হয় নাই। যত টাকা বোনাস পেয়েছি তত টাকা আছে আমার একবার লস হয় আবার লাভ হয় এভাবে চলতেছে আমার ট্রেড করা।তবে আসা করি আমিমি একদিন ফরেক্স ব্যবসা করে অনেক টাকা আয় করতে পারব।