-
ফরেক্স করতে কোন নির্দিষ্ট সময় নেয়। এবং এখানে কাজ করতে তেমন কোন উপকরণ লাগে না। শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশন আর কম্পিউটার/এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন হলে এখানে কাজ করা যায় ঘরে বসে। অল্প সময় এখানে কাজ করে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। তাই ফরেক্স সবার কাছে এত প্রিয়.
-
ফরেক্স বিজনেস আপনি ঘরে বশেই করতে পারবেন । ফরক্স এর ফোরাম এ পোস্ট আপনি ঘরে বশেই করতে পারবেন । ফরেক্স বুসিএন্সস করে আপনি ঘরে বসেই ভাল টাকা ইনকাম করতে পারেবেন । ফরেক্স বিজনেস সবাই করতে চায় কারন ফরেক্স থেকে খুব সহজেই ভাল টাকা ইনকাম করতে পারে। ফরেক্স বিজনেস খুব সহজ একটা বুসিএন্সস ফরেক্স এ যে কোন লোক জয়েন দিতে পারে ফরক্স বিজনেস করতে ও তেমন টাকা ইনভেস্ত করা লাগেনা।
-
ফোরেক্স করতে সবাই আগ্রহী সেটা আমি একমত হতে পারছিনা। আসলে প্রতি মানুষেরই চয়েজ করার অপসন আছে। এর জন্যই একএক মানুষের পছন্দ এক এক রকম। আমার ফরেক্স ভালো লাগে বলে আপনারও লাগবে এমন কোন কথা নেই। তবে এটি ঠিক যে ফোরেক্স এ মানুষের আগমন ধিরে ধিরে বাড়ছে কারন এখান থেকে প্রফিট দ্রুতো গেইন করা যায়। যদি ভালো জ্ঞান থাকে তাহলে। এটা জেনে আর কীছু মানুষ আছে লোভে পড়ে। যারা সব হারিয়ে গালাগাল দিতে থাকে এই ফোরেক্স কে।
-
আজকাল সবাই অনেক বেশি বিশ্বায়নে বিশ্বাস করেন। বিশ্বায়ন ছাড়া কন কন কিছুই ভাবা যায়ে না। তাই ঘর আর বাইরে কে একসাথে নিওন্ত্রনে রাখতে হএ। এর জন্য ফরেক্স ট্রেড এর গুরুত্ত অনস্বীকার্য। ফরেক্স ট্রেড এর মাধ্যমে এত সুন্দর ভাবে ঘর কেই নিজের আয়ের উৎসে পরিনত করা যায়ে যা প্রশংসার দাবি রাখে। ফরেক্স ট্রেড মানুশ কে বিশ্বায়নের সুবিধাকে কাজে লাগিয়ে আয় করার রাস্তা দেখিয়েছে। তাই এর প্রতি মানুশ এর আত আগ্রহ।
-
ফরেক্স থেকে মানুষ খুব কম সময়ে ইনকাম করতে পারে। এবং ঘরে বসে কাজ করা যায় তাই এর এত জনপ্রিয়তা । তবে আমি মনে করি ফরেক্স একটা নেশা জাতীয় । তাই মানুষ এত ফরেক্স এর দিকে ঝুকে। ফরেক্স এ কিন্তু লাভের চেয়ে লস ই বেশি হয় । এক মাত্র ভালো ট্রেডার্স ছাড়া ফরেক্স এ ভালো ইনকাম করা সম্ভব নয়।
-
আমাদের দেশের প্রেক্ষাপটে যেকোনো চাকরির জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। আবার দেশে যে পরিমান শিক্ষত মানুষ আছে সেই তুলনায় কর্মক্ষত্রে নেই। তাই চাকরি করে রোজগার করাটা আমাদের দেশের লোকের কাছে অনেকটা দুস্বপ্নের মত। ব্যবসা করতে গেলেও মূলধনের প্রয়োজন। তাছাড়া রয়েছে নানা অদৃশ্য বাঁধা। তাই মানুষ একটি স্বাধীন পেশা খুঁজে যেখানে নির্ঝঞ্জাট ভাবে কাজ করতে পারবে এবং উপার্জন করতে পারবে। ফরেক্স মানুষের সে চাহিদা পূরণ করতে পেরেছে। তাই মানুষ ফরেক্সের প্রতি এত আগ্রহী।
-
আসলে আমি মনে করি ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা তাই ফরেক্স এত জনপ্রিয়তা । আর ফরেক্স করতে তো কোন অফিস লাগে না ঘরে বসেই আয় করা যায় তাই ফরেক্স করতে এত আগ্রহ । আরেকটি বিষয় হচ্ছে ফরেক্স যেকোন সময় করা সম্ভব , তাই সব ধরনের মানুষ এই পেশায় জড়িত হতে পারে। আর এই কারনেই ফরেক্স এর এত জনপ্রিয়তা ।
-
ফরেক্স করতে সবাই এত আগ্রহী কারন ফরেক্স থেকে অকেন সহজে আয় করা সম্ভব হয়ে থাকে। এবং ফরেক্স আমাদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যায়। আর ছাত্ররাও এই কাজ করতে পারে আর এতে পরালেখার কোন ক্ষতি হয়ে না। আর অকেন তারাতারি ফরেক্স থেকে আয় করা সম্ভব।
-
ফরেক্স খুব সহজ একটা বিজনেস আপনি যে কোন সময় ফরেক্স মার্কেটে সময় দিয়ে কাজ করতে পারবেন ট্রেড করত পারবেন । ফরেক্স সবার জন্য আপনি ফরেক্স এ অল্প টাকা ইনভেস্ত করে বিজনেস শুরু করতে পারেন খুব সহজেই । ফরেক্স এ ট্রেড করে ভাল টাকা ইনকাম করতে পারবেন । ফরেক্স ট্রেড হল এমন একটি বিজনেস আপনি যে কোন সময়ে ট্রেড করতে পারবেন ট্রেড করে টাকা ইনকাম করতে পারবেন ।
-
বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে বেকার সমস্যা খুবই প্রকট একটা সমস্যা। অনেক তরুন বেকারত্বের কারনে হতাশায় ভুগছে। এই বেকারত্ব লাঘবের জন্য প্রয়োজন বিকল্প কর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সেই বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ফরেক্সের মাধ্যমে অনেকেই তাদের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারছে বিধায় ফরেক্সের প্রতি সবাই আগ্রহী।