একটি বা দুটি ট্রেড করা এরকম কোন নিয়ম নিয়ম নেই যে আপনি একটি বা দুটি চ্যাট করবেন আপনি হাজারটি ট্রেড করতে পারেন চাইলে, সেখানে* নির্ভর করে আপনি কতটুকু জানেন,
Printable View
একটি বা দুটি ট্রেড করা এরকম কোন নিয়ম নিয়ম নেই যে আপনি একটি বা দুটি চ্যাট করবেন আপনি হাজারটি ট্রেড করতে পারেন চাইলে, সেখানে* নির্ভর করে আপনি কতটুকু জানেন,
যারা শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং করে থাকেন তারা প্রতিদিনই কয়েকবার ট্রেডে এন্ট্রি করে থাকেন৷প্রতিদিন দুই বা ততোধিক ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ জেনেও কিছুকিছু বেশ অভিজ্ঞ ট্রেডার স্ক্যাল্পিং করে থাকেন একজন ট্রেডার দিনে কতগুলো ট্রেড করবে সেটা নির্ভর করে তার মূলধন এবং তার এনালাইসিসের উপর যেহেতু ট্রেড করলেই আপনি লাভ করবেন বিষয়টা এরকম নয় লস করার সম্ভাবনা থাকে তাই অনেক হিসাবনিকাশ করতে হবে ।
আমি প্রতিদিন একটি বা দুটি ট্রেড ওপেন করি তবে সেটি মার্কেট এনালাইসিসের পর। তবে অনেক সময় লসে ডুবে থাকি যে কারনে লস রিকোভারি করতে করতে প্রতিদিন ট্রেড করা হয় না এমনকি অনেক সময় সপ্তাহও পার হয়ে যায়।
ট্রেড গুলো কিভাবে ভাগ করবেন সেগুলো নির্ভর করে আপনার নিজস্ব জ্ঞানে এবং নিজস্ব অভিজ্ঞতার ওপর আপনাকে কোনোভাবেই কোনো কারণেই কোনভাবে বাধ্য করা হয়নি যে আপনি একটি বারের বেশি করতে পারবেন না অথবা দুইটার বেশি করতে পারবেন না এমন কোন বিষয়টি আপনার উপর প্রাধান্য দিয়ে দেখা উচিত না
প্রতিদিন সমপরিমাণ ট্রেডিং করা সম্ভব হয় না। কোনদিন কম আবার কোনদিন বেশি করা হয়। ভালো পজিশন পেলে তৎক্ষনাৎ ট্রেড এন্ট্রি নিয়ে নেই আর ভালো পজিশন না পেলে ওয়েট করি ধৈর্যধরে। যেখানে সেখানে না বুঝে ট্রেড ওপেন করা ঠিক নয়। এতে করে শুধুমাত্র লসের পরিমাণ বাড়বে ছাড়া আর কিছু না। সকল ধরনের এনালাইসিস বিবেচনা করে বুঝেশুনে প্ল্যানিং অনুযায়ী ট্রেড ওপেন করতে হয়। আমি গড়ে প্রতিদিন ৫-৭ টা ট্রেড এন্ট্রি নিয়ে থাকি।
আসলে আমি প্রয়োজন এবং সঠিকভাবে মার্কেট পর্যালোচনা ওরে ট্রেড করি এবং উনি বেশি বৃহস্পতি এবং শুক্র এই দুইদিন ট্রেড নিয়ে থাকি এবং এই দুইদিন মার্কেটের প্রচুর পরিমাণে ওঠানামা করে থাকে এবং ঠিক তেমনই যতটা লাভ হয় ঠিক ততটাই লস হয় তাই আমি প্রচুর পরিমাণে ভিজিট করতে ভালোবাসি তবে আমি বেশিরভাগ সময় একটু লং প্যারেড করে থাকি।
আমি আসলে নিজেকে কন্ট্রোল করতেছি আবার নিজেকে ডেভলপ ও করতেছি। আমার দিনের একটা টার্গেট থাকে। ধরুন আমার দিনের টার্গেট হলো দুই ডলার। এখন আমি এই দুই ডলার রিস্ক কম নিয়ে যত গুলা ট্রেডে সম্পন্ন করতে পারি। আমি আসলে অনেক দিন খেয়াল করছি যে লাভ লস পুশায়া দুই ডলার হইছে । পরে আবার একটা ট্রেড নিছি সেই ট্রেডে ৪ ডলার লস হয়ে গেছে একবারে। আসলে লোভ জিনিস টাও বাদ দিতে হবে আবার লিমিটেড টার্গেট ও রাখতে হবে
আমি কম ট্রেড করাটাই পছন্দ করি। আমি দৈনিক একটি থেকে দুটি ট্রেডের মধ্যেই সীমাবদ্ধ থাকি তাছারা আমরা ট্রেডের প্রফিটের টার্গেট খুব কম থাকে মাত্র ৫ ডলার। আমি দৈনিক ৫ ডলার লাভ বা লসেই ট্রেড ক্লোজ করে থাকি। এর বেশি লাভ লস আমার জন্য ঠিক মনে করি না। সেক্ষেত্রে একটি ট্রেডই যথেষ্ট তবে মাঝে মাঝে দুটো ট্রেডও করে থাকি।
আমি বেশ কিছু দিন যাবত হলো ডেমো তে ট্রেড করা শুরু করেছি। আমি আসলে জানি না আমি কি ট্রেডিং স্টাইলে ট্রেড করি। আমি আসলে শিখতে চেষ্টা করতেছি। আমি প্রতিদিন ৫ টা ট্রেড নিয়ে থাকি। আবার ৫ টা ট্রেড ই প্রতিদিন ক্লোজ করে দেই। কখনো আমার লাভ হয় আবার কখনো লস হয়। লস হলে আমি মাঝে মাঝে কারন খুজার ও চেষ্টা করি। তারপর যখন খুজে পাই না তখন মনে হয় আমি কারন খুজার জন্য যথেষ্ট ছোট হয়তো
একজন ট্রেডার দিনে ১-১০০ ট্রেড করতে পারে যদি তার সিস্টেম মত মিলে। তাই এই ধরণের প্রশ্ন থেকে অধিক যুক্তিযুক্ত প্রশ্ন হল আপনি কত % প্রফিটেবল। যে এখানে যত বেশি প্রফিটেবল সে তত সাকসেসফুল ট্রেডার। কারণ যার যত ভূল ট্রেড কম তার তত বেশি উইন রেশিও।