-
ফরেক্স মার্কেটের গতি পরির্বতন হয় সেই ট্রেডিং পদ্বতি যার মাধ্যমে জানা যায় তাকে প্রাইস অ্যাকশন ট্রেডিং বলে।আবার সহজ কথায় বলা যায় প্রাইজ অ্যাকশন হলো মার্কেটের এমন একটি স্হান যেখান থেকে মার্কেট তার গতিপথ পরির্বতন করে বা ট্রেন্ড পরির্বতন করে।মার্কেট ডাউট ট্রেন্ড এথাকে তাহলো যে স্হান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড এ যাবে সেই স্থানটিকে বলা হয় প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের জন্য ক্যান্ডেলস্টীক সর্ম্পকপ জানা দরকার।সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স টাও থাকতে হবে।বেশী করে অভিজ্ঞতার প্রয়োজন এবংঅনেক সময় নিয়ে ক্যান্ডেলস্টীক স্টাডি করতে হয়। ফরেক্স মার্কেট এপ্রাইস এরমুভমেন্ট দেখে কোনো ইনডিকেটের ছাড়া যে ট্রেড করা হয় তাকেই প্রাইস অ্যাকশন ট্রেডিং বলা হয়।প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতে পারলে যেমন দক্ষ হওয়া যাবে পাশাপাশি লাভ করা যাবে তেমনি মার্কেটে টিকেও থাকা যায় ক্যান্ডেলগুলো সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করাই হচ্ছে প্রাইজ অ্যাকশান ট্রেডিং স্ট্র্যাটেজী।ফরে ্স ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট যে পজিশন থেকে তার গতিপথ বিপরীতমুখী করে সেই পয়েন্ট বা পজিশন হল প্রাইস অ্যাকশন। ক্যান্ডেল দেখে এটি অনেক ভালো ভাবে বোঝা যাবে। ফরেক্স মার্কেট এনালাইসিস এর ক্ষেত্রে এই প্রাইস একশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা টেকনিক্যাল এনালাইসিস এর অন্তর্ভুক্ত।
-
ফরেক্স মার্কেট এ প্রাইজ একশন ট্রেডিং অব্যর্থ টেডিং পদ্ধতি। যখন কোন সিস্টেম কাজে আসে না তখন প্রাইজ একশন কাজে আসবেই। প্রাইজ একশনের জন্য ক্যান্ডেলস্টীক পরিচিতি থাকা অনেক জরুরী, সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স টাও থাকতে হবে। কোন প্রকারের ইন্ডিকেটর ছাড়া শুধু মাত্র ক্যান্ডেলস্টীক এর আকার আকৃতির পরিবর্তন লক্ষ্য করার মাধ্যমে ট্রেড করা হয়। তবে অনেক অভিজ্ঞতার প্রয়োজন এবং অনেক সময় নিয়ে ক্যান্ডেলস্টীক স্টাডি করতে হয়।