ফরেক্সে যেকোন সময় ট্রেড করা যায়। তবে কিছু কিছু সময় মার্কেট এর ভোলাটিলিটি বেশী থাকে তখন অনেকেই স্ক্যালপিং করেন তাদের জন্য সুবিধা। প্রাথমিক অবস্থায় স্ক্যালপিং থেকে দুরে থাকতে হবে। কারণ স্ক্যালপিং করা অত্যান্ত রিস্কি। লং টাইম ফ্রেমে ট্রেড করতে হবে যদি ফরেক্স মার্কেটে লাভবান হতে চান। আপনাকে সব সময় মার্কেট ভোলাটিলিটি বুঝতে হবে।