-
আপনি যদি ফরেক্স মার্কেটে আজীবন ট্রেড করতে চান তাহলে আপনার একটা অ্যাকাউন্ট থাকা আমি মনে করি সবচাইতে নিরাপদ ফ্রম অ্যাকাউন্ট যদি করে থাকেন। এবং যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার কারন রিয়েল অ্যাকাউন্ট একজন মানুষ একাধিক অ্যাকাউন্ট খুললেও কোন সমস্যা হবেনা। কিন্তু আপনি যদি ফ্রম একাউন্ট করে থাকেন যদি একের অধিক একাউন্ট করে থাকেন তাহলে নানারকম ঝামেলার সম্মুখীন হতে পারেন। এবং আপনার একাউন্টে ব্যান্ড করে দেয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আমি মনে করি যাদের একাউন্ট আছে বা লাইভ একাউন্ট চালান তাদের উচিত হবে একের অধিক একাউন্ট কখনো খুলার চেষ্টা করবেন না তাহলে আপনি ফরেক্স মার্কেটে অনেকদিন যাবত ট্রেড করতে পারবেন ইনশাললা। এবং ফরেক্স একাউন্ট এর মাধ্যমে আপনি বোনাস পেয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন।
-
আমার জানা মতে একের অধিক একাউন্ট ব্যবহার করা যায় না, অর্থাৎ কোন এক সময় সবগুলি একাউন্ট বন্ধ হয়ে যাবে। তাছাড়া আয় হলে একটি একাউন্ট দিয়ে করা সম্ভব । না হলে 100 টি দিয়েও সম্ভব নয়। একটা সিস্টেমের বাইরে যদি ১০ সিস্টেম নিয়ে মার্কেট এনালাইসিস কিংবা ট্রেডে আমার মনে হয় না সেরকম কোন বড় ধরনর প্রফিট করতে পারবেন। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে
-
আমার মতে forex-forum একটি অ্যাকাউন্ট থাকাটাই উত্তম তার কারণ যখন আপনি একই আইপি অ্যাড্রেস এ একাধিক অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি সবকয়টি একাউন্টে ব্লক করে দেবে তাই অবশ্যই এ বিষয়ে সতর্কতার সাথে কাজ করে এবং নিয়ম-কানুন জেনে ফরেক্স মার্কেটে পদার্পণ করা উচিত
-
আসলে ফরেক্স এর রুলস অনুযায়ী আপনি ফ্রম একাউন্টে একটিমাত্র একাউন্ট করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার একটিমাত্র একাউন্ট থাকাই উত্তম বলে আমি মনে করি। আসলে একাধিক অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো লাভ না হয় তাহলে একাধিক একাউন্ট করে কি লাভ আর একটা একাউন্টে যথেষ্ট আপনার ফরেক্সে প্রফিট করার যায়। আমি চিন্তা করে দেখলাম যে আসলে প্রত্যেকটা ট্রেডারের উচিত একটা অ্যাকাউন্ট ওপেন করে সেটার উপর ফোকাস দেয়া তাহলে সফলতা অর্জন করা সম্ভব।
-
নতুন আন্ডারস্টডি ব্যবসায়ীগণ তাদের এক্সচেঞ্জিং পদ্ধতিগুলি শক্তিশালী করার জন্য বিনিময় পদ্ধতিতে একটি ভাণ্ডার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অনেক এক্সচেঞ্জ দীর্ঘ অচল, কিছু এক্সচেঞ্জ বর্তমান মুহূর্ত, অনেক এক্সচেঞ্জ সমর্থন। এই জাতীয় অনন্য বিনিময় কৌশলগুলি সাধারণ উপকার করার জন্য প্রস্তাবিত নতুনদের মধ্যে বেশিরভাগই রেকর্ডের বিনিময়ে বিনিময় করছেন। এটি যেমন হোন তেমনি বেশ কিছুক্ষণ বিনিময় করার প্রেক্ষাপটে তারা সুনির্দিষ্টভাবে দেখতে পাবে যে কোন ধরণের এক্সচেঞ্জিং কৌশল তাদের স্ট্যান্ডার্ড এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের অনুমতি দেবে। বেশ কিছুক্ষণ পরে তারা তাদের নির্দিষ্ট এক্সচেঞ্জিং পদ্ধতিটি তৈরি করতে পারে এবং তারপরে কেবল একটি রেকর্ড বিনিময় করতে ভাল লাগে
-
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জন্যে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স নিয়ে এই বিজিনেস করা উচিত
-
ফোরাম একাউন্ট থাকা উচিত নয় ! আপনি যদি একের অধিক ফোরামে একাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে ইন্সটাফরেক্স ব্লক করে দিবে । তাহলে আপনি এখন নিজেই সিদ্ধান্ত নিন আপনি ফোরামে কয়টি একাউন্ট করবেন ? ভাই প্রথম পোস্টে একটা বোনাস এটাকে যখন আপনি অপব্যবহার করবেন তখন আপনার একাউন্টে ইন্সতাফরেক্স ব্লক করে দেবে । তাই চেষ্টা করবেন যতটা সৎ ভাবে ফোরাম পোস্ট এর ডলারের ব্যবহার করা যায় সেটাই আপনার জন্য নিরাপদ হবে ।বিজ্ঞাপনে শিখতে আসা নতুন আন্ডারস্টডি ব্যবসায়ীগণ তাদের এক্সচেঞ্জিং পদ্ধতিগুলি শক্তিশালী করার জন্য বিনিময় পদ্ধতিতে একটি ভাণ্ডার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অনেক এক্সচেঞ্জ দীর্ঘ অচল, কিছু এক্সচেঞ্জ বর্তমান মুহূর্ত, অনেক এক্সচেঞ্জ সমর্থন। এই জাতীয় অনন্য বিনিময় কৌশলগুলি সাধারণ উপকার করার জন্য প্রস্তাবিত নতুনদের মধ্যে বেশিরভাগই রেকর্ডের বিনিময়ে বিনিময় করছেন। এটি যেমন হোন তেমনি বেশ কিছুক্ষণ বিনিময় করার প্রেক্ষাপটে তারা সুনির্দিষ্টভাবে দেখতে পাবে যে কোন ধরণের এক্সচেঞ্জিং কৌশল তাদের স্ট্যান্ডার্ড এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের অনুমতি দেবে।