গুগলের সার্চ বক্সে বাংল ফরেক্স লিখে এন্টার দিলেই একটা পেজ অসবে সেখানে ডান পাশে রেজিষ্টার লেখা বক্স দেখেবন তাতে ক্লিক করে প্রয়োজনিয় তথ্য দিয়ে অপনি রেজিষ্টার হতে পারেন।
Printable View
গুগলের সার্চ বক্সে বাংল ফরেক্স লিখে এন্টার দিলেই একটা পেজ অসবে সেখানে ডান পাশে রেজিষ্টার লেখা বক্স দেখেবন তাতে ক্লিক করে প্রয়োজনিয় তথ্য দিয়ে অপনি রেজিষ্টার হতে পারেন।
ফরেক্স মার্কেটে আমি নিজেকে একজন ফরেক্স ট্রেডার হিসেবে মনে করি।আমি যেহেতু নিজের টাকা ফরেক্সে কখনো ইনভেস্ট করি নাই তাই নিজেকে ইনভেস্টর ভাবিনা।তবে হ্যাঁ, আমি ফরেক্স ফোরামের পোস্টিং বোনাস ফরেক্সে ইনভেস্ট করেছি।আর ট্রেডার বলার কারণ হলো যারাই ফরেক্সে ট্রেড করে থাকেন তারাই ফরেক্স ট্রেডার।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে জুয়া হিসেবে বিবেচনা করা ঠিক হবে না যারা ফরেক্সকে জুয়া হিসেবে নেয় তারাই ফরেক্স থেকে বেশি লস করে থাকে। আর ইনভেস্টর রয়েছে ফরেক্স মার্কেটে অনেক যারা মুলত ভালো ট্রেডারদের কাছে মানি ইনভেস্ট করে এতে করে প্রফিটেবল হয় তবে সব ইনভেস্টরই যে লাভ করে থাকে এমনটা নয়।
ফরেক্স মার্কেটে আমি নিজেকে একজন ফরেক্স ট্রেডার হিসেবে মনে করি।আমি যেহেতু নিজের টাকা ফরেক্সে কখনো ইনভেস্ট করি নাই তাই নিজেকে ইনভেস্টর ভাবিনা।তবে হ্যাঁ, আমি ফরেক্স ফোরামের পোস্টিং বোনাস ফরেক্সে ইনভেস্ট করেছি।আর ট্রেডার বলার কারণ হলো যারাই ফরেক্সে ট্রেড করে থাকেন তারাই ফরেক্স ট্রেডার।ইনভেস্ট করার মতো সামান্য সামর্থও আমার নেই।আমি ডেমো ট্রেডিং এ কাজ করি।আমি নতুন একজন সামান্য ট্রেডার।ইনভেস্ট করার আগে আমাকে অবশ্যই একজন দক্ষ ট্রেডার হতে হবে। অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ট্রেডিং করলে বিশেষ করে মূলধন বিনিয়োগ করলে তা বিফলে যাওয়ার সম্ভাবনা ৯০%।আমি আগে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।কিছু কিছু মানুষ আছে যারা ফরেক্স এ উড়ে এসে জুড়ে বসে এবং লোভের তাড়নায় পড়ে কিছুদিন লাভ করে।আবার কিছুদিন পরে যখন তারা লসের সম্মুখীন হয় তখন ব্যালেন্স জিরো করে পালিয়ে যায়।আবার কিছু কিছু মানুষ আছে যারা কিছু কৌশল অবলম্বন করে দক্ষ ট্রেডার হয়ে গড়ে উঠে এবং নিজের সুন্দর একটা ক্যারিয়ার গঠন করে। ফরেক্স ট্রেড মার্কেটে এ আমি একজন ট্রেডার। এখানে তিন ধরনের লোক কাজ করে কিন্তু এর মধ্যে আমি ট্রেডার। তবে সুযোগ বুঝে আমি ইনভেস্টার হব। এজন্য আমার অনেক সময় লাগতে পারে। কারন যেখানে বিনিয়োগ করবো সে ভালো করে জেনে নিতে হবে। যাই হোক এখন আমি শুধু একজন ট্রেডার। প্রথমে একজন প্রোপেশনাল ট্রেডার হতে হবে তার পর ইনভেস্টার হব।
আমি ফরেক্স এর একজন ট্রেডার ইনভেস্টর না,আমি ফরেক্স এ বিজিনেস খুব রিসেন্টলি ইনভলব হই,আর আমি সম্পূর্ণ এই বিনিনেস ফোরাম এর বোনাস দিয়ে করি,আমার নিজের ইনভেস্টমেন্ট বলতে এই খানে কিছু নেই,আমার ফরেক্স এ ট্রেড করার কারণ হলো একজন সফলল ট্রেডার হিসেবে নিজেকে তৈরি করা।আসলে আমি ট্রেডার হওয়ার চেষ্টা করছি। সঠিক জ্ঞান অর্জন করে যদি ভাল মানের ট্রেডার হতে পারি তাহলে ট্রেড করতে পারবো আশা রাখি। তবে শেখার কোন শেষ নেই আমি তাই অনবরত শেখার চেষ্টাই করি।