-
ফরেক্সে ট্রেডিং দক্ষতা অতিব গুরুত্বপূর্ন বিষয়। আপনার ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে আপনার প্রফিট বা লসের পারসেন্ট। যার ট্রেডিং কৌশল যত উন্নত সে তত বেশি প্রফিট করতে পারেন। তাই ফরেক্স ট্রেডিং কৌশল বৃদ্ধি করা অতিব গুরুত্বপূর্ন। আর আপনার ট্রেডিং দক্ষতা যাচাই করার জন্য সর্বোত্তম মাধ্যমে হলো ডেমো একাউন্ট। তাই ডেমো একাউন্টে অনুশীলন করার কোন বিকল্প নেই। অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করার চেয়ে উন্নত কৌশল যাচাই করে ট্রেড করা উচিত।
-
ফরেক্্র ট্রেডিং স্ট্রাটেজি বিল্ড করেছি আরও অনেক দিন আগে কিন্তু আজও তা শত ভাগ প্রফিটেবল করতে পারলাম না। আমি অবশ্য হাল ছাড়ি নি এবং ছাড়ার সম্ভাবনাও নেই যে বের হয়ে যাব। তবে যখন অনাকাঙ্খিত লস হয়ে যায় ট্রেডিং স্ট্রাটেজির কারণে তখন মেজাজ যার পর নাই খারাপ হয়। অনেক সময় মনে হয় কিছুদিনের জন্য বিশ্রাম নেই। পরেই মনে হয় অনেক সময় হেলায় নষ্ট করেছি আর কত।
তবে ভুল বার বার যাতে না হয় সেদিকে খেয়ল রাখতে হবে।