আমাদের কে ট্রেড এর বিপরীতে স্টোপ লস ব্যবহার করা উচিত। এক কথায় বলা জায় স্টোপ লস হচ্ছে আপনার বিপদের চাবিকাঠি। এটি আপনার বেলেন্স সেভ করবে। তাই আমাদের কে সময় নিয়ে এনালাইসিস করে ঠান্ডা মাথায় ট্রেড ওপেন করতে হবে। যাদের মূলধন কম এবং কম অভিজ্ঞ ও দক্ষ তাদের অবশ্যই প্রতিটি ট্রেডে স্টপ লস ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। অন্যথায় যদি কখনো মার্কেট ট্রেডের অনেক বিপরীতে চলে যায় তাহলে একাউন্ট ব্যালেন্স জিরোও হয়ে যেতে পারে।