-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক ও অনলাইন ব্যবসা।এখানে একটু ভুল হলে অনেক বড় ক্ষতি হতে পারে।তোছাড়া ট্রেড করার পূর্বে মার্কেটের অবস্থা জেনে নিতে হবেএজন্য ফরেক্স এ ট্রেড করার আগে মার্কেট এনালাইস করে নিতে হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে অব্যশই এন্যালাইসিস করতে হবে,এন্যালাইসিস বিহীন মার্কেট এ প্রবেশ করলে লস এর সম্ভবনা বেশি থাকে,এন্যালাইসিস ফরেক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ,আপনি যত ভাল মার্কেট এন্যালাইসিস করতে পারবেন ততো বেশি ট্রেড এ সফলতা পাবেন।
-
প্রতিটি এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস ও স্টাডি করে নেয়া উচিত। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এনালাইসিস এর কোন বিকল্প নেই। ফরেক্সে সাধারনত তিন ধরেনের এনালাইসিস থাকে। যথা-টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ন। কোন ট্রেড নেয়ার আগে অবশ্যই সে ব্যাপারে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিতে হবে। ফরেক্সে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এখানে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন থাকে। কোন দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়। এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। যেখান থেকে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে বুঝতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে।ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্বও অপরিশীম। কেউ কেউ ট্রেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেড করে থাকেন। তাদের কাছে ফান্ডামেন্টাল এনালাইসিস দু চোখের বিষ। তবে আমি মনে করি ট্রেডনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসের সাথে সেন্টিমেন্টাল এনালাইসিসের সংমিশ্রণ করে ট্রেড নেয়া উচিত।
-
ফরেক্স এ প্রফিট করতে হলে আগে ফরেক্স এ মার্কেট এনালাইসিস করে ফরেক্স এ ট্রেড করতে হবে। ফরেক্স এ এনালাইসিস করে আপনি যে কোন সময়তে মার্কেট এ ট্রেড করে আপনি লাভবান হতে পারেন। মার্কেট এ এনালাইসিস না করে ট্রেড করে আপনি লস করতে পারেন। কেননা, মার্কেট কখন কেমন পরিস্তিতি হবে তা আপনি সিউর হয়ে বলতে পারবেন না। কিন্তু এনালাইসিস করে আপনি সিউর হয়ে বুঝতে পারবেন যে মার্কেট কোন লেভেল এ আসে বা কোন দিকে হিট করতে পারে। তাই এনালাইসিস করাটা অনেকটা গুরুত্বপূর্ন ফরেক্স এ।
-
ট্রেড করা যতটুকু গুরুত্ব পূর্ন তার চেয়েও বেশী গুরুত্বপূর্ন এনলাইসিস করা। কারন ট্রেড করেন বা না করেন এনালাইসিস করতেই হবে। অর্থাত সব সময় এনালাইসিস করতেই হবে। এমন নয় যে আপনি এনালাইসিস করলেই ট্রেড করতে হবে। তবে ট্রেড নেওয়ার আগে বিভিন্ন কায়দায় এনলাইসিস করতে হবে এবং আরও ভাল হয় যদি একটি এনালাইসিস চেকলিষ্ট থাকে।ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে অব্যশই এন্যালাইসিস করতে হবে এন্যালাইসিস বিহীন মার্কেট এ প্রবেশ করলে লস এর সম্ভবনা বেশি থাকে,এন্যালাইসিস ফরেক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ,আপনি যত ভাল মার্কেট এন্যালাইসিস করতে পারবেন ততো বেশি ট্রেড এ সফলতা পাবেন। বা প্রথম প্রথম ভূল হতেই পারে সাজেশন নিন কিন্তু কারো এনালাইসিস এর সার্পোট নিয়ে ট্রেড করলে যদি কোন কারণে সে সিগন্যাল বা এনালাইসিস বন্ধ করে দেয় তহলে খতিগ্রস্ত হওয়ার সম্ববনা অাছে।
-
ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা করা খুবই গুরুত্বপূর্ণ। এনালসিস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই রিস্কি। সঠিক সময়ে ট্রেড না ধরে যদি ভূল সময়ে ট্রেড করা হয় তাহলে দীর্ঘদিন ধরে লসে থাকার সম্ভাবনা থাকে। এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করার জন্য মার্কেট অতিরিক্ত লসে চলে গিয়ে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। আপনি যত ভাল পরীক্ষা করতে পারবেন তত বেশি আপনি ফরেক্স মার্কেট থেকে উপকৃত হতে পারবেন। এটি তখন থেকেই মনে করা হয় যে আপনি একটি মতবিনিময় কাঠামো মেনে চলেছেন, আপনি কিছু ভালভাবে আবিষ্কার করতে পারেন।