-
ফরেক্সে সবচেয়ে বেশি ভালো ট্রেডার তারাই যারা নিউজ ট্রেডিংটা খুব ভালো করে করতে পারে তারাই ফরেক্স মার্কেটে গেইনার। আর নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে বিভিন্ন লাইভ চ্যানেল দেখতে হবে যেখানে বড় বড় রাষ্ট্রের নিউজ লাইভ পাবলিসড হয়। তাছারা অনেক সাইটও আছে যেখান আগাম কিছু নিউজ সবসময়ই দেয়া থাকে যেখােনে একচুয়াল ফোরকাস্টও দেওয়া থাকে যা দেখে ভালোভাবেই নিউজ ট্রেডিং করা যায়।
-
অনেক বিশেষজ্ঞ ট্রেডার আছেন যাারা নিউজ এর বিষয়ে খোজ খবর রাখেন। আর যারা নিউজ ট্রেড করেন তারা নিউচ এর ব্যাপারে আগে থেকে রিসার্স করে থাকেন। নিউজ ভালো আসবে বা খারাপ আসবে কিনা। সেই অনুমানের ভিত্তিতে ট্রেড করে থাকেন।
-
ফরেক্স মার্কেটের জন্য নিউজ এক্সচেঞ্জের কাঠামো রয়েছে। আপনি নিউজ সময় নিউজ এক্সচেঞ্জিং কাঠামোয় যে অফ অফ সুযোগের বিনিময়ে, আপনি প্রচুর ডলার অর্জন করতে পারেন এবং আপনি যদি কোনও সাধারণ এক্সচেঞ্জিং ফ্রেমওয়ার্কে বিনিময় করেন, আপনি অফার না করার সুযোগটিই আদর্শ is খবরের সময়। এই সময়ে বাজার কম সময়ে বড় পদক্ষেপ নেয় এমন কারণেই থাকবে
-
আপনি যদি নিউজ টাইম এ নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন তাহলে আপনি অনেক অনেক ডলার লাভ করতে পারবেন আর আপনি যদি সাধারন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন তাহলে আপনি নিউজ এর সময় ট্রেড না করলে সব থেকে ভাল হবে । তাই এখানে আপনাকে যাচাই-বাছাই করতে হবে কোন নিউজটা কোন কারেন্সির উপর বেশি ইম্পেক্ট ফেলছে। এরপর আপনার করণীয় কাজ হবে নিউজের প্রভাবের উপর মার্কেটের বেক টেষ্ট করে সেই ডেটাগুলো সংগ্রহ করা।
-
কিছু কিছু পেয়ারে নিউজ টাইমে ট্রেডিং করে ভাল মুনাফা উপার্জন করতে পারেন। তবে আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে নিউজ টাইমে স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যদি নিউজগুলো সম্পর্কে ভাল না জানেন তাহলে আপনি কখনও নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে ফরেক্স নিউজগুলো আগে ভালভাবে বুঝতে ও ট্রেডিং এনালাইসিস এর কৌশলগুলো সেম্পর্কে জানতে হবে।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স টেডিং এ খুবই গুরুত্বপূর্ণ এনালাইসিস। কিছু কিছু নিউজ ফরেক্স মাকেটে প্রচুর প্রভাব ফেলে।তাই না বুঝে কেও নিউজ টেড করবেন না।
-
আমি সর্বদা বলি যে তথ্য বাণিজ্য একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। সৈকতটি যদি দশ নম্বর বিপদের লক্ষণ পায়, তবে কেন আরও মাছ ধরার আশায় কিছু মাছ ধরতে উচ্চ সমুদ্রের বাইরে বেরোন না। তাই আমি বলি খবরটি দেখুন তবে মাঠে নামবেন না। অন্যদিকে, যারা এই ক্ষেত্রে অত্যন্ত দক্ষ তারা তাদের নিজস্ব কৌশল ব্যবহার করে সংবাদটি বিনিময় করেন। তবে খবরের মিনিট আগে প্রস্তুত করা ভাল।
-
ফরেক্স নিউজ পড়তে জানা এবং এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক ফরেক্স ট্রেড করার জন্য। কেননা ফরেক্স নিউজ ক্যালেন্ডার অনুসরণ না করার ফলে ইতিপূর্বে অনেক ফরেক্স ট্রেডার লোজার হয়ে গেছেন। সাধারণত ফরেক্স ফ্যাক্টরিতে ক্যালেন্ডার অপশনে প্রিভিয়াস, ফ্রোটকাস, একটুয়াল, গ্রাফ এই চারটি অপশন থাকে যেখানে নিউজ রিলিজ হওয়ার পর সেই ফলাফলের উপর ভিত্তি করে ফরেক্স মার্কেটে মুভমেন্টের নিয়ন্ত্রণ করে। হাইপের সম্পৃক্ত নিউজ ফরেক্স মার্কেটে মুভমেন্টের ইফেক্ট করে। কোথায় ফরেক্স নিউজ ক্যালেন্ডার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
-
ফরেক্স মার্কেটের জন্য নিউজ ট্রেডিং খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আমাদের ফরেক্স মার্কেটের যে সকল ট্রেডিং প্লাটফর্ম রয়েছে সেইসব প্ল্যাটফর্ম সম্পর্কে নিউজ আসে। বিভিন্ন কারেন্সি পেয়ার এর উপর নিউজ থাকে সেই সকল নিউজ বুঝেশুনে ট্রেডিং করাকেই বলা হয় নিউজ ট্রেডিং।
নিউজ ট্রেডিং আমাদেরকে সহায়তা করে অনেক কিছু জানার জন্য এবং এটি আমাদের ব্যালেন্স 0 হওয়া থেকেও রক্ষা করে থাকে।যেহেতু আমরা জানি এর কার্যকরিতা কতটুকু সে হতো আমাদের উচিত সবসময় নিউজ ভিত্তিক ট্রেডিং করা এতে করে আমাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
-
বিভিন্ন অর্থনৈতিক নিউজ এর উপর ভিত্তি করে ট্রেডিং করাকে নিউজ ট্রেড বলে। অনেক সময় টেকনিক্যাল এনালাইসিস সঠিকভাবে কাজ না করলেও নিউজ এনালাইসিস সফল ফলাফল প্রদান করে। এজন্য অভিজ্ঞ ট্রেডারগন সব সময় নিউজ এর উপর নির্ভর করে ট্রেডিং করে থাকেন। বিশ্বের প্রতিটি তাদের অর্থনৈতিক সমীক্ষার উপর বিভিন্ন নিউজ প্রকাশ করে। এ সকল নিউজ এর ফলাফলের মাধ্যমে সেইসব দেশের মুদ্রার মান কম বেশি হয়ে থাকে।