প্রতিদিন এন্ট্রি নিয়ে থাকে কিন্তু আমি তা করিনা আমি একজন লং টাইম ট্রেডার,আমি খুব কম এন্ট্রি নিয়ে থাকে,অনেক মাস আমি এন্ট্রি ও নিয় না কারণ আমার ট্রেড গুলি রানিং অ থাকে,আমি কমপক্ষে মাসে ৭/৮ টা এন্ট্রি নিয়,প্রতিদিন এন্ট্রি নিয়ে মাথা নষ্ট করিনা।ফরেক্স ট্রেড করলেই যে লাভ হবে এমন কোন কথা নেই।তাতে ক্ষতিটাই বেশি হবে। অভিজ্ঞতার প্রেক্ষিতে দিনে 2/3 টি ট্রেডই যথেষ্ট। ফরেক্স মার্কেটে দিনে অসংখ্য ট্রেড এন্ট্রি করলেই যে অনেক লাভ হবে এমন কিন্তু না।ফরেক্স মার্কেট এনালাইসিস করা জানতে হবে।মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস হবে।যারা দক্ষ ট্রেডার তারা দিনে একটি মার্কেট ভাল না হলে কয়েক দিনে ট্রেড করেনা।দিনে একটি করে ট্রেড এন্ট্রি করে মুনাফা অর্জন করে থাকে।তাই সকলকে বলব না জেনে না বুঝে ট্রেড না করতে।মার্কেটের মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে অবশ্যই ভাল লাভ করা সম্ভব।