-
আমাদের দেশে জনসংখ্যা সমস্যা একটি বড় সমস্যা আর তাই ফোরেক্স মার্কেট হতে পারে এই জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরের একটি ভালো মাধ্যম। কারন একজন বাংলাদেশি বেকার যদি মিডিলিষ্টে যায় তাহলে তার খরচ করতে হয় কমকরে হলেও ৩০০০ ডলার আর তার ইনকাম হয় মাসে ২০০-৩০০ ডলার কিন্তু ভালো করে বুঝতে পারলে এই মার্কেট থেকে প্রতি মাসে ঐ এমাউন্ট থেকেই এর কয়েকগুন ইনকাম করা সম্ভব। তাই আমার হয় জনসংখ্যা জনশক্তিতে রুপান্তরের এটি একটি ভালো মাধ্যম।
-
বাংলাদেশ একটি অন্যতম জনবহুল দেশ এবং আমাদের দেশের প্রচুর বেকার জনসংখ্যা রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমান কর্মসংস্থানের ব্যবস্থা নেই যার ফলে বেকার সমস্য ক্রমান্নয়ে বাড়ছে ছাড়া কমছে না তো আমাদের এই বিশাল জনসংখ্যাকে জনশক্তি রূপে প্রকাশ করতে ফরেক্স অনেক ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।
-
দক্ষ মানব সম্পদি জনশক্তি বলে বিবেচিত হয়। আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি এবং সবার জন্য কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ফরেক্স তরুন-তরুনীদের উপার্জনের ক্ষেত্র তৈরি করে দিয়ে জনসংখাকে জনশক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। শুধুমাত্র আমাদের দেশেই নয় আমাদের মত বিশ্বের সকল দেশে যেখানে মানুষের তুলনায় কর্মক্ষেত্র কম সেখানে ফরেক্স জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে।
-
আমাদের দেশে যে পরিমান জনগন রয়েছে সে পরিমানে কাজ নেই । বেকারত্ব এখন বাংলাদেশের জন্য অভিশাপ। তাই বেকার জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে ফরেক্স ট্রেডিং হতে পারে আশির্বাদ স্বরূপ। ফরেক্স সম্পর্কে ভালোভাবে শিখে ফরেক্স করে দেশের জনগনের কর্মসংস্থান করার।কারিগরিভাবে এই ফরেক্স শিখতে পারলে জনসংখ্যাকে জনজনশক্তিতে রূপান্তর সম্ভব হবে।
-
আমাদের বাংলাদেশে এমনিতেই অনেক জনসংখ্যা আর অনেক জনসংখ্যার কারনে অনেক দারিদ্রতা অনেক বেকারত্ব। আর এ জন্য আমাদের দেশে ফরেক্স এর গুরুত্ব খুব বেশি কারন ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা পারে দরিদ্রতা দূর করতে বেকারত্ব দূর করতে বাচার মত বাচতে শেখাতে। তাই আমাদের বাংলাদেশের সকল মানুষদের উচিত ফরেক্স সম্পর্কে জানা ফরেক্সকে শেখা এবং ফরেক্স এ অনেক অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেডিং করে নিজের পায়ে দারানো আর নিজের জীবন কে এক অানন্দ ময় জীবন হিসাবে পায়া।
-
আমাদের দেশের জনসঙ্খা যে হারে বারছে সেই হেরে বারছেনা কর্ম স্থান । এই বারতি বেকার সমস্যা সমাধানের সুজক কম ।এর এই সমই ফরেক্স মার্কেট এই বেকার জনসঙ্খা কে জনসক্তিতে এক বিরাট ভুমিকা পালন করেছে। এর এ ভাবে বিভিন্ন উপাই জানসঙ্খাকে জনসক্তিতে বাস্তবাওয়ন কারাজাই ।
-
ফরেক্স থেকে অর্জিত দেশ ও দেশের মানুষ এর জন্য ব্যাপক কল্যান বয়ে নিয়ে আনতে পারে । কারন ফরেক্স অত্যান্ত লাভজনে একটি ব্যাবসা । এখানে আমরা খুব অল্প পরিমান বিনিয়োগ করে আমাদের ব্যাবসা শুরু করতে পারি ।বাংলাদেশ এর জন্যোও ফরেক্স এর সম্ভাবনা অনেক ভালো । ফরেক্স করে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে এবং আরও হবার চেষ্টা করছে । আমাদের দেশে জন্সংখার হার অনেক অনেক বেশি । আর আমরা যদি এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে চাই তাহলে আমারা ফরেক্স কে কাজে লাগাতে পারি ।
-
আমিও আপনার সাথে একমত আমাদের মত উন্নায়নশীল দেশের বেকার জনগষ্টিকে যদি যথাযথো ভাবে ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ এবং দক্ষ করে তোলা যায় তাহলে আমি মনে করি ঐ জনগষ্টি দেশের সার্বিক অর্থনৈত্তিক অবস্থাকে আরও অনেক বেশি শক্তিশালী করতে বিরাট ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
-
ফরেক্স থেকে অর্জিত দেশ ও দেশের মানুষ এর জন্য ব্যাপক কল্যান বয়ে নিয়ে আনতে পারে । কারন ফরেক্স অত্যান্ত লাভজনে একটি ব্যাবসা । এখানে আমরা খুব অল্প পরিমান বিনিয়োগ করে আমাদের ব্যাবসা শুরু করতে পারি ।বাংলাদেশ এর জন্যোও ফরেক্স এর সম্ভাবনা অনেক ভালো । ফরেক্স করে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে এবং আরও হবার চেষ্টা করছে ।
-
আমার মতে ফরেক্স মার্কেট মুলত জন সংখ্যাকে জন শক্তিতে পরিণত করার জন্য বিশ্ব বাজারে চালু হুয়নি, ফরেক্স মার্কেট চালু হয়েছে বাস্তবিক ভাবে আর্থিক কর্ম কাণ্ডের উপর ভিত্তি করে, যেমন; কোন দেশ উন্নত হওয়া আবার কোন দেশে কোন দুর্ঘটনা হওয়া এর মাঝে যে দেশ উন্নত ঐ দেশের মুদ্রার দাম বেড়ে যায়, যে দেশে কোন দুর্ঘটনা হয়, ঐ দেশে মুদ্রার দাম কমে যায়। এভাবে এই মার্কেট হল দাম উঠানামার মার্কেট, সাধারনত - মুদ্রা, অয়েল, গোল্ড, সিল্ভার, পেপার, ইঙ্ক ইত্যাদি পণ্য সমূহের ট্রেড চলে।