-
স্টপলস দিয়ে ট্রেড করা অবশ্যয় দরকার। কারন আপনি যদি স্টপলস না দিয়ে ট্রেড করেন তাহলে হঠাৎ একটি বড় আকারের নিউজ প্রকাশ হল এবং সেটি আপনার ট্রেডের বিপক্ষে গেল এবং প্রায় ২০০ পিপন্স পর্যন্ত মুভ করল। এবার আপনি বলুন আপনার ট্রেডটি কতটা লসের সম্মুখিন হবে। স্টপ লস ব্যাবহার না করলে প্রফিটের বদলে পুজি শুন্য হবে।তাই পুজি ধরে রাখার জন্য অবশ্যই স্টপলস দিয়ে ট্রেড করতে হবে।
-
স্টেপ লস না দিয়ে ট্রেড করা যাবে তাতে কোন সমস্যা নেই তবে হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার ট্রেড একটি নির্দিষ্ট সময় লস লাভের পর ছেড়ে দিবেন তাহলে আপনাকে স্টপ লস বা স্টেপ লাভ ইউজ করা উচিত। কারণ কোনো মানুষই তার পেশা বা ব্যবসাকে ঝুঁকির সম্মুখীন করতে চায় না।তবে যারা এখানে অভিজ্ঞ ও দক্ষ তাদের তেমন স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হয় না। কারন তারা মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করে এবং তারা ভালো প্রফিট অর্জন করে।
-
ফরেক্স বিজিনেস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস,প্রতেক ট্রেডার এর উচিৎ এন্ট্রি নেওয়ার সাথে সাথে নির্দিষ্ট লেভেল এ স্টপ লস সেট করা,স্টপ লস ছাড়া ফরেক্স ট্রেড করলে ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভবনা থাকে,তাই প্রতেক ট্রেডার এর উচিত স্টপ লস ইউজ করে ট্রেড করা।
-
ষ্টপ লস ব্যবহার না করে ট্রেড করা যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে এখানে যা আছে তা প্রয়োজনের বাহিরে কোনটিই নয়। ষ্টপ লস ব্যবহারের মূল উদ্দেশ্য হল একাউন্টকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তাই ষ্টপ লস ব্যবহার করা অতি জরুরী বিষয়।সেখানে ততটুকুই দিতে হবে। সঠিকভাবে স্টপলস সেট করতে না পারলে ট্রেড করাটা ঝুকিপূর্ণ হয়ে যাবে যখন মার্কেট মুভমেন্ট বেশি হবে।
-
প্রত্যেক ট্রেডারেরই উচিত স্টপলস ব্যাবহার করা এতে করে ঝুকি কিছুটা কম থাকে বলে আমি মনে করি। কারন মার্কেট মুভমেন্ট সবসময় আপনার ধারনা অনুযায়ী হবে না অনেকসময়ই মার্কেট প্রায় পাগল হয়ে তখন অনেক এনালাইসিসই কাজ করে না। তবে যারা এখানে অভিজ্ঞ ও দক্ষ তাদের তেমন স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হয় না। কারন তারা মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করে এবং তারা ভালো প্রফিট অর্জন করে।
-
স্টপ লস ছাড়া যে ট্রেড করা যাবে না এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এস এল কেন ব্যবহার করি সেই কারনটা আগে বুঝতে হবে যদি মার্কেট আপনার এন্টি পয়েন্ট থেকে বিপরীতে চলে যায় তখন অতিরিক্ত লস আটকানোর জন্য এসব এল ব্যবহার করি । তবে সঠিক এনালাইসিস করে এস এল নির্ধারণ করা উত্তম।
-
জানিনা কোথায় কেমন আছেন। তবে আমি তারসাথে বসার সুযোগ পেয়েছিলাম কয়েক ঘন্টা মাত্র। তখন বাচ্চা ট্রেডার ছিলাম। অনেক প্রশ্ন মনে থাকলেও সেটা করার সাহস পেতাম না। তবে তিনি লট ম্যানেজ করে ফেলতেন কোনভাবে। এটা নিয়ে স্টাডি করা শুরু করেছিলাম কিন্তু আমার কাছে কঠিন মনে হয়েছে। তারপর আর সামনে আগাই নি। এখানে পোস্ট দিয়েছিলাম যদি কারো এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তা জানার জন্য। তবে যেমনই হোক সিস্টেমটা রিস্কি।
-
অাসলে ফরেক্স মার্কেট এ স্টপলস হলো লস হলে
ট্রেড অটো বন্ধ করার একটি সিস্টেম মাত্র। যদি
সঠিক স্টপলস ব্যবহার করা যায় তাহলে সেখানে
নিশ্চিন্তে থাকা যায়। কিন্ত যদি সঠিকভাবে
স্টপলস না সেট করা যায় তাহলে হিট হতে পারে।
এইসব ব্যপারগুলো হলো এনালাইসিস এর যদি ভাল
এনালাইসিস করা যায় এবং আপনি যদি মনে করে
যে, যেখান থেকে ট্রেড নিয়েছেন তার বেশী
উপরে/নীচে মার্কেট যেতে পারবে না তাহলে
আপনি স্টপলস সেট না করলেও চলে। এই সব অভিজ্ঞ
ট্রেডারদের কাজ যারা একই সিস্টেম এ অন্তত ৮/১০
বছর যাবত ট্রেড করছেন, তবে নবাগত অবস্থায়
প্রতিটি ট্রেড এ স্টপলস সেট করাটা অত্যাবশ্যক।
-
স্টপ লস ব্যবহার না করলে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে। মার্কেটে মাঝে মাঝে ঝড় আসে যার ফলে অধিক লসের সম্ভাবনা সৃষ্টি হয়। এর থেকে বাঁচার জন্য স্টপ লস ব্যবহার করতে হয়। তবে স্টপ লস ছাড়াও ট্রেড ওপেন করা যায় তবে এখানে কিছুটা রিস্ক ইনভল্ব থাকে।যথাযথ মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করলে এবং নিউজ অনুযায়ী ট্রেড ধরলে স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হয় না। তাই আমাদের সকলের উচিত যথাযথ মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা।
-
স্টপ লস সেট না করেও ট্রেড করা যায় তবে মার্কেট যদি আপনার বিপরীতে অবস্থান করে বা মুভমেন্ট করে তাহলে আপনি বড় ধরনের আর্থিক লসের সম্মুখীন হতে হবে। স্টপ লস মূলত সেট করা হয় মূলত বড় ধরনের আর্থিক ক্ষতি হতে মূলধন বা ব্যালেন্সকে রক্ষা করার জন্য। আমি ইতিপূর্বে স্টপ লস না সেট করার কারনে অনেক বড় ধরনের আর্থিক লসের সম্মুখীন হয়েছি। এরপর থেকে সবসময় স্টপ লস সেট করে ট্রেড করে থাকি। স্টপ লস সেট না করে ট্রেড করলে একাউন্ট ব্যালেন্স রিস্কের মধ্যে থাকে।