ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এই ব্যবসা যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে। যে কোনো কাজ বা চাকরি পাশাপাশি ও এই ব্যবসাটি করা সম্ভব। কিন্তু এই ব্যবসাটি করতে অনেক ধৈর্য নিয়ে এই ফরেক্স ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।
Printable View
আসলে আমরা পড়াশুনা করি অনেক কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের সার্টিফিকেট থাকে বড় বড় কিন্তু দেখা যায় জব পাইনা। শিক্ষিত বেকার হয়ে বসে থাকি। তার কারন আমরা ভালো রেজাল্ট এর জন্য পড়ালেখা করেছি। জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি।
হ্যাঁ ভাই আমি তাতে একমত আমরা যদি সত্যই স্বাধীন ব্যবসায়ী হতে চাই তবে অন্যের সরবরাহিত সংকেতগুলি কখনই ব্যবহার করা উচিত নয়, তবে আমরা যদি বিনিয়োগকারী হতে চাই তবে আমরা প্যাম বা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরিতে বিনিয়োগ করতে পারি, জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি।
আমরা আসলে কিছু সময় এমনিতেই ট্রেডিং করতে গিয়ে লস করি কিন্তু কোন সময়ই আমরা না জানার কারণে ট্রেড করে লস করে ফেলি । আমরা যদি ফরেক্স মার্কেটে না জেনে ট্রেডিং করি তখনই আমাদের লস করার সম্ভাবনা অনেক বেড়ে যায় । আমরা যদি ফরেক্স ট্রেডিং শিখে তারপর এই মার্কেটে ট্রেড করি তাহলে এখান থেকে আমরা অল্প হলেও প্রফিট করতে পারব । আসলে ফরেক্স মার্কেটে কিছু অবাস্তব কল্পনার কারণে আমরা এই মার্কেটে ট্রেডিং করে অনেক বেশি লস করে ফেলি ।
ফরেক্স এ কোন মাথা গরম চলবে না। ফরেক্স এ মাথা গরম করছেন তো ট্রেডে লস করবেন। ফরেক্স ট্রেড এ আমরা যে ভুলের কারনে বেশি রস করে থাকি তা হল, মার্কেট এনালাইসিস না করা, চার্ট না দেখা ইত্যাদি। এ সব বিষয় খেয়াল রেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম।
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারণে অনেকে লস করে থাকেন। হিসাব করলে দেখা যায় যে শতকরা ৯৫ পার্সেন্ট নতুন ফরেক্স মেম্বাররা লস করে থাকেন। লস করার প্রধান কারণ হলো ফরেক্স ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব। এর কারণ হল যারা ডেমো ট্রেডিং না করে সরাসরি রিয়েল ট্রেড করতে আসে তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জ্ঞানের অভাব থাকে। যার কারণে তারা লস করে। ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করাটা খুব জরুরি। মার্কেট এনালাইসিস না করে আপনি ভুল সময়ে ট্রেন ধরতে পারেন যার কারনে আপনার ট্রেড লসে চলে যেতে পারে। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতগুলো লটে ট্রেড করবেন তা মানি ম্যানেজমেন্ট এর উপর নির্ভর করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি অত্যন্ত চমৎকারভাবে ফরেক্স ট্রেডে লস হওয়ার কারনগুলো তুলে ধরেছেন৷আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসি মূলত খুব দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে৷কিন্তু কিছুদিন পরেই দেখা যায় বাস্তব চেহারা যা অত্যন্ত নির্মম ও কঠিন৷শুরুতে এখানে লস করতে করতে আমাদের একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার শূন্য হয়ে যায়৷হায়রে লস…. কিন্তু কেন আমরা এত লস দেই ? এই মার্কেটে কি ট্রেড করা অসম্ভব ? আমরা কি কখনো এই মার্কেটে আয় রোজগার করতে পারব না ? এই ধরনের হতাশা বোধক প্রশ্ন আমাদের মনে হাজার বার উঁকি দিতে থাকে৷আপনার উল্লেখিত এই থ্রেডে লসের বিস্তারিত কারন গুলো খুব ভালো ভাবে ঠাণ্ডা মাথায় আমাদেরstudy করা উচিত৷এইখানে যতগুলো কারণ লেখা হয়েছে তার প্রত্যেকটি আমরা সবাই ফেইস করে থাকি৷যদি এই বিষয় গুলো সঠিক ভাবে আয়ত্ত করে ট্রেড করতে পারি তাহলে আমি বলবো- নিঃসন্দেহে এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে৷
ফরেক্সে আমরা অনেক কারণে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। যদি সেদিকে লক্ষ্য করা যায় তাহলে কারণ গুলো অনেক এবং আমাদের উচিত সকলের সে কারন গুলোর দিকে লক্ষ রেখে সামনের দিকে এগিয়ে চলা। আমরা বেশিরভাগ সময়ই মার্কেটের পরিস্থিতি বুঝতে পারিনা, লোভের মুখে পড়ে উল্টাপাল্টা ট্রেড করে থাকি যার কারণে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারিনা যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। এছাড়াও আমরা অতিরিক্ত রিস্ক গ্রহণ করি যেটা আমাদেরকে সমস্যা তে ফেলে দেয়। আমার কাছে মনে হয় এই বিষয়গুলো সবচেয়ে মুখ্য বিষয় লস থেকে দূরে থাকার জন্য আমাদের উচিত এই সকল বিষয়ের উপর নজরদারি করা। মামাদের ভুলত্রুটিগুলো সংশোধন করা তাহলেই আমরা ক্ষতির হাত থেকে দূরে থাকতে পারবো।
অনেকে এই লস থেকে বের হয়ে আসে। তারা আসলে তাদের ভুলগুলোকে শুধরে নেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা অনেকেই প্রতিনিয়ত লস করতে থাকি। আসলে আমরা ফরেক্স কে টাকা কামানোর মেশিন মনে করি আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি না আমরা শুধু ট্রেড নিতে চাই কিন্তু এনালাইসিস করতে চাই না। কারণ আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়।
ফরেক্সে লস করার অনেক গুলি কারন বিদ্যমান। এর মধ্যে প্রধান কয়েকটি কারন নিম্নে আলোচনা করা হলো। লোভ করা। মানিমেনেজমান্ট করে ট্রেড না করা। সল্প পুজি নিয়ে অধিক লাভ করার চিন্তা ভাবনা। তাড়াহুড়ো করে এনালাইসিস চাড়া ট্রেড পরিচালনা করা। ঝুঁকি নিয়ে ট্রেড করা। সেন্টমেন্ট ঠিক না রাখা।